মাজ্জারিকেও সরিয়ে দিল নাপোলি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম
বার্সেলোনার বিপক্ষে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচকে সামনে রেখে ধুকতে থাকা নাপোলি গতকাল কোচ ওয়াল্টার মাজ্জারিকে বরখাস্ত করেছে। তার পরিবর্তে স্লোভাকিয়ান কোচ ফ্রান্সেসকো কালজোনাকে নতুন কোচ হিসেবে নিয়োগও দেয়া হয়েছে।
ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে এ মৌসুমে দ্বিতীয় কোচ হিসেবে ৬২ বছর বয়সী মাজ্জারি ছাঁটাই হলেন। নভেম্বরে রুডি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন মাজ্জারি। কিন্তু এরপর থেকে নাপোলিকে টেনে তুলতে পারেনি। বুধবার শেষ ষোলর প্রথম লেগে স্তাদিও দিয়েগো আরমান্ডো ম্যারাডোনাতে বার্সেলোনাকে আতিথ্য দিবে নাপোলি। কিন্তু তার আগে সিরি-এ লিগ টেবিলের নবম স্থানে নেমে গেছে।
নাপোলি মালিক অরেলিও ডি লরেনটিস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘আমি ডি লরেনটিস পরিবার ও নাপোলির বন্ধু মাজ্জারিকে ধন্যবাদ জানাতে চাই। কঠিন একটি মুহূর্ত থেকে তিনি দলকে রক্ষা করতে সাহায্য করেছেন।’
ডি লরেনটিস মৌসুমের শেষ পর্যন্ত কালজোনার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বার্সেলোনার বিপক্ষে তার অধীনেই নাপোলি মাঠে নামবে। নাপোলি প্রধান স্কাই স্পোর্টসে একটি সংক্ষিপ্ত সাক্ষাতকারে আরো বলেছেন, একজন বন্ধুকে ছাঁটাই করা সবসময়ই হতাশার। কিন্তু নেপলসে আমাদের মাঝে মাঝে এমন সিদ্ধান্তও নিতে হয়। নাপোলির সমর্থকরা কিছুটা হলেও ব্যতিক্রম। এখন আমাদেরকে ফ্রান্সেসকো কালজোনাকে সাথে নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।’
কালজোনার অধীনে স্লোভাকিয়া ২০২৪ ইউরোতে খেলার যোগ্যতা অর্জণ করেছে। কিন্তু এখন নাপোলিতে তার সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই ক্লাবে তিনি মরিজিও সারি ও লুসিয়ানো স্পালেত্তি সহযোগী হিসেবে কাজ করেছেন।
মাজ্জারি প্রথম মেয়াদে ২০০৯-২০১৩ সাল পর্যন্ত নাপোলির দায়িত্বে ছিলেন। কিন্তু তার সংক্ষিপ্ত দ্বিতীয় মেয়াদ মোটেই সুখকর হয়নি। তার অধীনে নাপোলি ২০১২ সালে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ফাইনালে পরাজিত করে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছিল। দুই দশকের মধ্যে এটাই ছিল নাপোলির প্রথম শিরোপা। এজেকুয়েল লাভেজ্জি, মারেক হামসিক, এডিনসন কাভানিদের নিয়ে সাজানো দুর্দান্ত দলটিকে সিরি-এ লিগে দ্বিতীয় স্থান উপহার দিয়ে ২০১৩ সালের মে মাসে মাজ্জারি চাকরি ছেড়েছিলেন। কিন্তু এবারের তিন মাসের মেয়াদে গতবারের চ্যাম্পিয়নদের কোনদিক থেকে সহযোগিতা করতে পারেননি।
মৌসুমের শেষে শিরোপা জয়ী কোচ স্পালেত্তি চাকরি ছাড়ার পর নাপোলির দু:সময় শুরু হয়। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের তুলনায় ২৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে নাপোলি। মাজ্জারির অধীনে ১২ লিগ ম্যাচের মাত্র চারটিতে জয়ী হয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ধরে রাখার স্বপ্নও এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা আটালান্টা ও বোলোনিয়ার থেকে ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে নাপোলি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করনে ডরপ'এর মত বিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ