ক্যাবরেরার শঙ্কা মোরসার্লিনকে নিয়ে
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
মার্চের ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের আগে প্রস্তুতির জন্য সউদী আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে কন্ডিশনিং ক্যাম্প করার পাশাপাশি জাতীয় দলকে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা আছে বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেবার। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দু’টিকে সামনে রেখে ক্যাম্প করতে আগামী ২ মার্চ দল নিয়ে সউদী আরবের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হবেন ক্যাবরেরা। আগামী চার/পাঁচ দিনের মধ্যেই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করবেন তিনি। তবে দল ঘোষণার আগে উঠতি তারকা ফুটবলার শেখ মোরসালিনকে নিয়ে শঙ্কিত বাংলাদেশের কোচ। কারণ খানিকটা ইনজুরিতে রয়েছেন মোরসালিন। এ জন্য বসুন্ধরা কিংসের হয়ে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পারছেন না তিনি। গতকাল মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সামনের মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সঊদীর ক্যাম্প ও মোরসালিনের ইনজুরিসহ নানা পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান ক্যাবরেরা। তিনি বলেন, ‘সউদীতে কন্ডিশনিং ক্যাম্প করার পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে আমার। সেখানে আরও কিছু দল ট্রেনিং করবে। আমার সেদিকে নজর আছে। কোনো দল রাজি হলে আমরা কমপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করবো। আমরা কোনো জাতীয় দলের বিপক্ষেই ম্যাচ খেলার চেষ্টা করবো। যদি সেটা সম্ভব না হয় তাহলে স্থানীয় ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবো।’ ক্যাবরেরা যোগ করেন,‘আমি মোরসালিনের বিষয়টি জানি। যদিও দুভার্গ্যজনকভাবে সে ইনজুরিতে পড়েছে। আমাদের দলে কোনো স্পেশাল খেলোয়াড়ও নেই। না থাকলে, অন্য কেউ কিভাবে দলে আসবে এবং পারফর্ম করবে।’
সউদী আরবে দুই সপ্তাহের বেশি সময় অনুশীলন করে ১৭ মার্চ কুয়েতে রওনা হবে বাংলাদেশ দল, সেখানে ফিলিস্তনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-সবুজরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ মার্চ। আর ফিলিস্তনের সঙ্গে হোম ম্যাচ হবে ২৬ মার্চ ঢাকায়। এখনো প্রায় এক মাস সময় হাতে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে সউদী আরবে প্রাথমিক ক্যাম্পে মোরসালিন দলের সঙ্গে থাকছেন কিনা? এমন প্রশ্নে স্প্যানিশ কোচের উত্তর,‘এখনো নিশ্চিত নয়, তবে কঠিন তার জন্য।’
২০২৩ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল মোরসালিনের। ভারতের ব্যাঙ্গালুরুতে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে দুই গোল করে আলোচনায় আসেন তিনি। ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ সিরিজেও গোল পেয়েছেন। এরপর বসুন্ধরা কিংসের হয়ে মদকান্ডের জন্য বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে দলে ছিলেন না। অবশ্য ক্লাব থেকে শাস্তি প্রত্যাহারের পর ফের জাতীয় দলে ফেরেন মোরসালিন। বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে তার গোলেই বাংলাদেশ ১ পয়েন্ট পায়। প্রাথমিক দল নিয়ে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন,‘ আমাদের দল সংখ্যা ৩০ জনের কমই হওয়ার সম্ভাবনা বেশি। এখনো দল চূড়ান্ত হয়নি। বিপিএলের খেলা রয়েছে শুক্র ও শনিবার। এরপরই সিদ্ধান্ত নেয়া হবে।’ তিনি আরও বলেন,‘আমি বিপিএল ও ফেডারেশন কাপের ম্যাচে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ের পারফরম্যান্সে খুশি। অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের কয়েকজন খেলোয়াড় আমার তালিকায় থাকতে পারে।’
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন খেলেছে এশিয়ান কাপ। সেখানে ফিলিস্তিনের পারফরম্যান্স কেমন ছিল এবং কোনো ম্যাচ দেখেছেন কিনা? এমন প্রশ্নে কোচ ক্যাবরেরার উত্তর, ‘এবারের এশিয়ান কাপে ফিলিস্তিন খুবই ভালো পারফরম্যান্স করেছে। আমি বলবো তাদের সফল একটি এশিয়া কাপ ছিল এটা। গ্রুপপর্বে তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র করেছে এবং হংকংকে হারিয়েছে। প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠে দুর্দান্ত লড়াই করেছে চ্যাম্পিয়ন হওয়া কাতারের বিপক্ষে। এক পর্যায়ে তারা কাতারের বিপক্ষে লিডও নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কাতার ম্যাচ জিতে নেয়। আমরা ফিলিস্তিনের লেভেল কী, তা জানি। আমরাও আমাদের সেরাটা দিয়ে তাদের বিপক্ষে ভালো কিছু করার চেষ্টা করবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প ,বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প