নিয়ম রক্ষার ম্যাচেও ভুটানের বিপক্ষে বড় জয় মেয়েদের
০৯ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৯ মার্চ ২০২৪, ১২:০৩ এএম
সাফ অন‚র্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে নিয়ম রক্ষার ম্যাচেও ভুটানের বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। প্রথমার্ধে বিজয়ীরা ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল। বাংলাদেশের হয়ে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দুইটি এবং ফাতেমা আক্তার, ক্রানুচিং মারমা, সাথী মুন্ডা ও থুইনুই মারমা একটি করে গোল করেন। ভুটানকে হারিয়ে রাউন্ড রবিন লিগে তিন ম্যাচের সবগুলোতেই জয় পেয়ে অপরাজিত থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো লাল-সবুজরা। রোববার বিকালে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে সাফ অন‚র্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে শ্রেষ্ঠত্বের মুকুট পেতে লড়বে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। গত ৮ ফেব্রয়ারি ঢাকায় সাফ অন‚র্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে এ দুই দেশ ফাইনালে মুখোমুখি হয়েছিল। শ্বাসরুদ্ধকর ও নাটকীয় ফাইনালে কোনো দল হারেনি। দীর্ঘ সময় নাটকের পর বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এক মাসের ব্যবধানে বাংলাদেশ ও ভারতের আরেকটি ফাইনাল দেখতে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার ফুটবল-প্রেমীরা।
শুক্রবার লিগ পর্বের শেষ ম্যাচে দুর্বল ভুটানের বিপক্ষে হারলেও ফাইনালে খেলতে বাধা ছিলনা বাংলাদেশের জন্য। কারণ আগের দুই ম্যাচে স্বাগতিক নেপাল ও শক্তিশালী ভারতকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছিল লাল-সবুজরা। তাই ভুটানের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। যে ম্যাচে ভুটানিদের কোনো ছাড় দেয়নি অর্পিতা বিশ্বাস বাহিনী। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়েই লড়েন সুরভী আকন্দ প্রীতি- ফাতেমা আক্তাররা। কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশ দলকে। ধারাবাহিক আক্রমণে থেকে ম্যাচের ১৩ মিনিটে সুরভীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। ৩২ মিনিটে লাল-সবুজদের পক্ষে দ্বিতীয় গোল করেন ফাতেমা (২-০)। এর তিন মিনিট পর ক্রানুচিং মারমা গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধেও গোল-ক্ষুধা একটুও কমেনি বাংলাদেশের। ফলে এই অর্ধে তারা আরও তিনবার বল ঠেলে দেয় ভুটানের জালে। ম্যাচের ৪৭ মিনিটে সাথী মুন্ডা গোল করলে ব্যবধান আরও বড় করেন (৪-০)। কিছু সময় বিরতির পর ৬৯ মিনিটে আবারও গোল পায় বাংলাদেশ। এসময় দলের হয়ে পঞ্চম গোলটি করেন থুইনুই মারমা (৫-০)। আক্রমণের ধার ধরে রেখে ম্যাচের ৭৭ মিনিটে বাংলাদেশের পক্ষে শেষ গোলটি করে সুরভী আকন্দ প্রীতি (৬-০)। খেলার বাকি সময় আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজরা।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘ভেবেছিলাম এই ম্যাচের আগে ক’জন খেলোয়াড়কে বিশ্রাম দেব। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের মতো এই দলের ডাগ-আউটে পর্যাপ্ত ফুটবলার নেই। তাই আগের ম্যাচগুলোর উইনিং কম্বিনেশন দলকেই ভুটানের বিপক্ষে নামাতে হলো।’ এই ম্যাচে দুই গোল করার সুবাদে ৫ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে এলেন বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি। তার পেছনেই ৪ গোল নিয়ে রয়েছেন ভারতের দুই ফরোয়ার্ড আনুশকা কুমারী ও পার্ল ফার্নান্দেজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উপজাতি-ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আদিবাসী হলে আমরা কি পরবাসী?
‘জনস্বার্থ মামলার রায় ভলিউম-২’ বইয়ের মোড়ক উম্মোচন
মির্জাপুরে অবৈধভাবে মাটিকেটে বিক্রির অপরাধে দেড়লাখ টাকা জরিমানা
স্মার্টকৃষি নির্ভর মডেল গ্রাম বিনির্মাণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএএফ বাংলাদেশের উদ্যোগ
চাকরিপ্রার্থী ও নিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: বাসদ
শাহবাগ ছাড়লেন ম্যাটসের শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারের মাঝে ঘরের টিনসহ মালামাল বিতরণ করলো নাছির উদ্দীন ফাউন্ডেশন
লামায় জেলা পরিষদ চেয়ারম্যানের আগমন ও এতিমদের মাঝে কম্বল বিতরণ
দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ৫ দিনের সফরে ঢাকায়
মোরেলগঞ্জে বাল্যবিবাহ নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত
রাস্ট্রের কল্যাণে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
বিএনপি নেতার স্ত্রীকে স্কুল কমিটির সভাপতি করতে দলীয় প্যাডে ৫ নেতার স্বাক্ষর দিয়ে চিঠি
রাঙ্গাবালীতে কলেজের কমিটি নিয়ে অসন্তোষ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন-মানববন্ধন
মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের চায়না কারখানায় অগ্নিকাণ্ড
‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন’
দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বাংলাদেশ খেলাফত আন্দোলন
বৈষম্যমূলক নিয়োগের অভিযোগে ঢাবির বিরুদ্ধে হাইকোর্টে রিট, জবাব চেয়ে চিঠি
গাজীপুরে ৫ বাসে আগুন, শতাধিক যানবাহন ভাঙচুর করলো শ্রমিকরা
সালথায় ৫ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র