ঢাকা   বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১

টুর্নামেন্ট সেরা প্রীতি, ইয়ারজান সেরা গোলরক্ষক

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১১ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১২:০৩ এএম

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৩-২ গোলে হারায় ভারতকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে ড্র থাকায় পেনাল্টি শুটআউটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। যেখানে শিরোপার স্বাদ পায় লাল-সবুজের মেয়েরা। দলীয় সাফল্যের পাশাপাশি টুর্নামেন্টে বাংলাদেশের ব্যক্তিগত অর্জনও রয়েছে অনেক। চার দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের তারকা ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তিনি ফাইনালসহ চার ম্যাচে ৫ গোল করার পাশাপাশি খেলেন দুর্দান্ত। সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা অল্পের জন্য মিস করেছেন প্রীতি। ভারতের আনুশকা কুমারী ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন। সর্বোচ্চ গোলদাতা ভারত পেলেও সেরা গোলরক্ষকের খেতাব জিতেছেন বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র দু’টি গোল হজম করেছেন। পাশাপাশি ফাইনালে টাইব্রেকারে ভারতের তিনটি শট রুখে দিয়ে দলকে শিরোপা জেতান ইয়ারজান। তাই সেরা গোলরক্ষকের পুরস্কারও পান তিনিই।
টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নিশ্চিত হলেও ফেয়ার প্লে ট্রফি জিতেছে ভুটান।
দক্ষিণ এশিয়ার বয়স ভিত্তিক ফুটবলে বাংলাদেশের মেয়েদের শিরোপা জেতা নতুন কিছু নয়। গত মাসে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে টসকা-ে যুগ্ম শিরোপার পর এবার সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে একক শিরোপা জয় বাংলাদেশ দলের। যে নেপালে এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সিনিয়র আসরের ফাইনালে স্বাগতিক দলকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ জাতীয় দল। সেখানেই সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে বিজয় উল্লাস করেছে লাল-সবুজের কিশোরীরা। এই উল্লাস মাস খানেক আগেও ঘরের মাঠে করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সেই দলেরও কোচ ছিলেন সাইফুল বারী টিটু। তবে আজ অনূর্ধ্ব-১৬ দলের শিরোপার স্বাদ একটু ভিন্ন হিসেবে মন্তব্য করলেন তিনি। কাল ফাইনাল শেষে টিটু বলেন, ‘এবারের আনন্দ অন্য রকম। বিশেষ করে বিদেশের মাটিতে চ্যাম্পিয়ন হওয়া।’
অনূর্ধ্ব-১৯ দল মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ক্যাম্প করছিল দীর্ঘ সময় ধরে। সেই তুলনায় অনূর্ধ্ব-১৬ দল গঠন হয়েছে কয়েক মাসের মধ্যে। বিকেএসপি ও বিভিন্ন জেলা পর্যায়ের একাডেমির খেলোয়াড় রয়েছে এই দলে। সবার মধ্যে সমন্বয় সাধন করে খেলানোই ছিল মূল চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন হয়ে সেই চ্যালেঞ্জ উতরে গেলেও খেলোয়াড় ও বাফুফেকে মূল কৃতিত্ব দিলেন কোচ সাইফুল বারী টিটু।
দল নিয়ে তিনি বলেন, ‘এই দলের খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স করেছে। আমার বিন্দুমাত্র অবদান নেই। কোচিং স্টাফও অনেক পরিশ্রম করেছে তাদের অবদান রয়েছে। পাশাপাশি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ভাই ও নারী উইংয়ের প্রধান কিরণ আপাকে ধন্যবাদ জানাই। তারা নারী ফুটবলে সুবিধা অব্যাহত রেখেছেন বলে। আশা করি সামনেও তাই থাকবে।’
টুর্নামেন্টর সর্বোচ্চ গোলদাতা হতে না পারলেও আক্ষেপ নেই সেরা খেলোয়াড়ের খেতাব জেতা বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির। তিনি বলেন,‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটাই আসল। আমরা দুই মাস অনেক কষ্ট করেছি। আল্লাহ আমাদের সেই কষ্টের ফল দিয়েছেন।’ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গোলরক্ষক ইয়ারজান বেগমের অবদান বেশি বলে মনে করেন প্রীতি,‘আমাদের আত্মবিশ্বাস ছিল ইয়ারজান ভালো করবে। সে সেভ করে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। চ্যাম্পিয়ন ট্রফি জেতার পেছনে তার অবদানই সবচেয়ে বেশি।’ টুর্নামেন্ট সেরা প্রীতির লক্ষ্য ভবিষ্যত সাবিনা হওয়া, ‘আমি বড় ফুটবলার হতে চাই। বিশেষ করে সাবিনা আপুর মতো খেলতে চাই।’
সেরা গোলরক্ষক হতে পেরে আনন্দে আত্মহারা ইয়ারজান বলেন, ‘আমার অনেক ভালো লাগছে। প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে সাফল্য পেলাম। সেরা গোলরক্ষক হওয়ার অনুভূতিই আলাদা। কোচকে ধন্যবাদ জানাই আমাকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য। সেরা গোলরক্ষক হতে পেরে আজকে আমি অনেক খুশি।’ এই পুরস্কার তিনি উৎসর্গ করেন তার বাবা ও গোলরক্ষক কোচ আরিফুর রহমান পান্নুকে। এই উৎসর্গ করার কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন ইয়ারজান। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি পায় ভুটান।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাক ট্রফি স্পর্শ করেছেন সবার আগে। তখন থেকেই তার ইচ্ছে ছিল ট্রফি দেশে নিয়ে যাওয়ার। স্বপ্ন পূরণ হওয়ায় বেশ খুশি অর্পিতা,‘দলের মধ্যে সবার আগে আমিই ট্রফি স্পর্শ করেছিলাম। ভারতের অধিনায়কও করেছিল। স্পর্শ করেই ইচ্ছে ছিল, ট্রফি দেশে নিয়ে যাব। এখন ট্রফি নিয়েই যাচ্ছি। আমি সার্থক।’
এক নজরে
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ
আসর : ২০২৪ (পঞ্চম)
স্বাগতিক : নেপাল
চ্যাম্পিয়ন : বাংলাদেশ
রানার্সআপ : ভারত
সেরা খেলোয়াড় : সুরভী অকন্দ প্রীতি (বাংলাদেশ)
সর্বোচ্চ গোলদাতা : অনুশকা কুমারী (ভারত)
সেরা গোলরক্ষক : ইয়ারজান বেগম (বাংলাদেশ)


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টিভিতে দেখুন
ছক্কার কীর্তিতে তামিমের সামনে শুধুই গেইল
যুব জিমন্যাস্টিক্সে হ্লাখিংয়ের -স্বর্ণজয়
টানা সাত জয়ে নকআউট পর্বে লিভারপুল
ফের প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন!
আরও

আরও পড়ুন

ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?

ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?

রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান

রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান

প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত

প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত

মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা

মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা

পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার

পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার

যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা

যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা

মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি

মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি

মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?

মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?

খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান

খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক

জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান

জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী

মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা

মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা

রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর

রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর

মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ

এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ

‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি

‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি

বিমানের এই কর্মকা- সহ্য করার মতো নয় -সিলেট সুধীজন

বিমানের এই কর্মকা- সহ্য করার মতো নয় -সিলেট সুধীজন

বাণিজ্যমেলায় শেষ মুহূর্তে নিত্যপণ্য কেনাকাটার ধুম

বাণিজ্যমেলায় শেষ মুহূর্তে নিত্যপণ্য কেনাকাটার ধুম