রোজা রেখেই ইউনাইটেডের নায়ক দিয়ালো
১৯ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৪, ১২:০৩ এএম
আমাদ দিয়ালো নামটার সঙ্গে ফুটবলের পাড়ভক্ত না হলে পরিচয় থাকার কথা না। ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছেন ৩ বছর আগে। কিন্তু লাল জার্সিটা পরে খেললেন আর কই। স্কটিশ ক্লাব রেঞ্জার্স আর ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডে একের পর এক লোন স্পেল পার করেছেন। সান্ডারল্যান্ডে ৪২ ম্যাচে ১৪ গোল করার পর এই মৌসুমে তাকে দলে রেখে দিয়েছেন কোচ এরিক টেন হাগ।
৮৪ মিনিটে রাফায়েল ভারানের বদলি নামেন আইভরিকোস্টের এই উইঙ্গার। ডানপাশের আক্রমণ রচনা করাই ছিল কাজ। কিন্তু লিভারপুলের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে দিয়ালো করলেন এরচেয়েও বেশি কিছু। নিজে আক্রমণ করেছেন। মাঝমাঠের দখল নিতে সাহায্য করেছেন। কখনোবা লিভারপুলের সাঁড়াশি আক্রমণ রুখে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, ৭ গোলের এই ম্যাচে জয়সূচক গোলটাও এসেছে তার পা থেকেই। আর এই সবটাই আমাদ দিয়ালো করেছেন পবিত্র রমজান মাসের রোজা রেখেই। এফএ কাপের সেমিফাইনালে উঠে গেছে ইউনাইটেড।
ম্যাচ শেষে স¤প্রচারকারী চ্যানেলের সঙ্গে সাক্ষাতে উঠে আসে এই তথ্য। রমজানের রোজা পালনের পর ফুটবল খেলা ক্লান্তির কি না, এমন প্রশ্ন করা হয়েছিল দিয়ালোকে। জবাবে দিয়ালো জানালেন, কষ্ট হলেও আল্লাহর জন্যই রেখেছেন রোজা। যার কারণে তিনি সন্তুষ্টও বটে, ‘আজ আমি রোজা রেখেই খেলতে নেমেছিলাম। রোজা নিয়ে খেলাটা একদমই সহজ ছিল না। তবে, আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। রোজা রেখেছিলাম আল্লাহর জন্য। তাই আমি এটা পালন করতে পেরে খুশি। আমি যতক্ষণই মাঠে থাকবো, দলের জন্য লড়ে যেতে চাই। আল্লাহকে ধন্যবাদ এমন একটা মুহ‚র্তের জন্য।’
ইউনাইটেডের স্কট ম্যাকটমিনে ম্যাচ সেরার পুরস্কার জিতলেও পারফর্ম করে মন জয় করেছেন দিয়ালো। শতভাগ পাসিং অ্যাকুরেসি ছিল। গোলমুখে একটা শট নিয়ে তাতেই করেছেন জয়সূচক গোল। এরিয়াল ডুয়েল আর ট্যাকেলেও ছিলেন নিখুঁত। তবে ভ্যান ডাইককে ফ্রিকিক নিতে বাঁধা দিয়েছিলেন। তাতে হলুদ কার্ড জুটেছিল কপালে। এরপর গোল করে জার্সি খোলার অপরাধে পেয়েছেন দ্বিতীয় হলুদ কার্ড। যা পরিণত হয় লাল কার্ডে। কিন্তু, কার্ডজনিত কারণে মাঠ ছাড়তে হলেও দলকে ঠিকই ম্যাচ জিতিয়েছেন আমাদ দিয়ালো।
একই রাতে ম্যাচের যোগ করা সময়ে বদলি দুই খেলোয়াড়ের গোলে লেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে দশজনের লেস্টারকে ৪-২ গোলে হারায় স্বাগতিকরা। যোগ করা সময়ে গোল দুটি করেন কার্নি চুকুওয়েমেকা ও ননি মাদুয়েকে। ম্যাচের ১৩তম মিনিটে মার্ক কুকুরেয়া ও প্রথমার্ধের যোগ করা সময়ে কোলে পালমারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় চেলসি। ২৭তম মিনিটে রাইম স্টার্লিং পেনাল্টি মিস না করলে ব্যবধান বাড়তে পারত।
দ্বিতীয়ার্ধে দ্রæতই সমতা টানে সফরকারী লেস্টার। ৫২তম মিনিটে ব্যাক পাস দিতে গিয়ে হাস্যকরভাবে নিজেদের জালেই বল জড়িয়ে দেন অ্যাক্সেল দিসাসি। আর ১১ মিনিট পরে দারুণ এক গোল করে সমতা আনে লেস্টার। স্টেপলি মাভিদিদি ডান পায়ের দারুণ এক শটে পেয়ে যান গোল। লেস্টার বিপদে পড়ে যায় ৭৩তম মিনিটে ক্যালাম ডোয়েলের লাল কার্ডে। ডি বক্সের ঠিক বাইরে সেই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিক স্টার্লিং উড়িয়ে মারেন আকাশে। এরপর গ্যালারীতে তার বিপক্ষে রব ওঠে।
তার জায়গায় বদলি নামা মাদুয়েকে যোগ করা সময়ের অষ্টম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে দুজনকে কাটিয়ে উঁচু শটে দলকে এগিয়ে নেন। এর আগে যোগ করার সময়ের তৃতীয় মিনিটে মরিসিও পচেত্তিনোর দলকে এগিয়ে দেন আরেক বদলি খেলোয়াড় কার্নি চুকুওয়েমেকা।
আগামী ২০ এপ্রিলের সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। আর ইনাইটেড লড়বে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল কভেন্ট্রি সিটির বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আটঘরিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামের মতবিনিময়
ঘরে তালা দিয়ে বোনকে তাড়িয়ে দেন দুই ভাই
নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে আবার বঞ্চিত হবে জনগণ: মির্জা ফখরুল
ইবির প্রধান ফটকে বাস ভাঙচুর, সমন্বয়ক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
বাউফলে সড়ক দুর্ঘটনায় ও লঞ্চের ধাক্কায় নিহত ২
ঝালকাঠিতে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান রাজুর ওপর ছাত্রলীগের হামলায় প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামায়াত-শিবিরকে বস্তায় ভরে পাকিস্তানে পাঠানোর ঘোষণা দেওয়া সুন্দরগঞ্জের সেই ইউপি চেয়ারম্যান জহুরুল কারাগারে
সখিপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার
ভারত সফরে যাচ্ছেন বিদ্যুৎ উপদেষ্টা
হালুয়াঘাটে চোরাচালানের সময় ভারতীয় জিরা ও গরু আটক করেছে বিজিবি
‘জাতিকে একটি সুন্দর নিরপেক্ষ সংসদ নির্বাচন উপহার দিতে পারবো’
এবার টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণে চাপ
ঘুষের টাকা প্রতিমাসে ব্যাংকের মাধ্যমে নিতেন আলাউদ্দিন নাসিম
শেরপুরে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই উদ্ধার, আটক-১
পীরগঞ্জে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, জনজীবন বিপর্যস্ত
পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে : হাসনাত
তরুণ প্রজন্মকে মাদক থেকে দুরে থাকতে হবে: মাহমুদা জাহান
প্রথমবারের মতো সিনেমায় আসছে মোশাররফ করিমের গান 'ভালো লাগে না'