বাফুফের নতুন টেকনিক্যাল ডিরেক্টর টিটু
২৯ মার্চ ২০২৪, ১২:৩৩ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৪, ১২:৩৩ এএম
টেকনিক্যাল ডিরেক্টরের পদ হারিয়ে বায়েজিদ আলম জোবায়ের নিপু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ছেড়েছিলেন প্রায় অর্ধযুগ আগে। ২০১৬ সালে নিপু টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়ার পর এই পদে যোগ দিয়েছিলেন ব্রিটিশ পল স্মলি। তিনি ২০২০ সালে চলে গেলেও ফের তাকে ফিরিয়ে আনে বাফুফে। এরপর তিন বছর দায়িত্ব পালন করে স্মলি ২০২৩ সালের মাঝামাঝিতে আবার বাফুফে ছাড়লে টেকনিক্যাল ডিরেক্টরের পদটি শূন্য হয়। অবশেষে ৭ বছর পর নতুন স্থানীয় টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ দিচ্ছে বাফুফে। এই পদে আসছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও কোচ সাইফুল বারী টিটু। বাফুফের নয়া টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তার নিয়োগ অনেকটাই চুড়ান্ত। বৃহস্পতিবার বাফুফের টেকনিক্যাল কমিটির সভায় আগামী এক বছরের জন্য টিটুকে এই পদে নিয়োগের সুপারিশ করা হয়। বাফুফের নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আগামী সোমবার থেকে কাজ শুরু করবেন তিনি। বাফুফের দায়িত্বশীল সুত্র জানায়, ৪ লাখ টাকা মাসিক সম্মানীতে সাইফুল বারী টিটু নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পাচ্ছেন।
কাজী মো. সালাউদ্দিন ২০০৮ সালে সভাপতি হওয়ার পর বাফুফেতে টেকনিক্যাল ডিরেক্টর পদটি আনুষ্ঠানিকভাবে সৃষ্টি হয়। দেশের অন্যতম সেরা গোলরক্ষক শহিদুর রহমান চৌধুরী সান্টু ২০০৯ সালে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিতে আমেরিকা থেকে ঢাকায় আসেন। তবে দেড় বছরের বেশি এই পদে থাকেননি তিনি। সান্টুর বিদায়ের পরই স্থানীয় হিসেবে বায়োজিদ জোবায়ের আলম নিপু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কয়েক বছর কাজ করেন। তবে ২০১৬ সালে প্রথম বিদেশি হিসেবে এই পদে আসেন পল স্মলি।
সাইফুল বারী টিটু টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন এমন ক্ষেত্র আগে থেকেই সাজিয়ে রেখেছিল বাফুফে। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। কাল সেই আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়। এই পদে নতুন নিয়োগের জন্য লোক দেখানো তিনদিনের বিজ্ঞপ্তি দিয়েছিল বাফুফে। সেখানে বাংলাদেশিদের প্রাধান্য দেয়ার কথা উল্লেখও ছিল। দেশের দুই শীর্ষ কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টু আবেদন করেননি। আবেদন করেছিলেন শুধু সাইফুল বারী টিটু। কাল টেকনিক্যাল কমিটির সভায় এক পর্যায়ে টিটু এসেছিলেনও। সেখানে মূলত আলোচনা হয়েছে তার সম্মানী নিয়ে। শেষ পর্যন্ত ৪ লাখ টাকা মাসিক সম্মানী দফারফা হয়। সাবেক ফুটবলার ও কোচ সাইফুল বারী টিটু গত দেড় মৌসুম দেশের শীর্ষ পর্যায়ের ফুটবল থেকে বিচ্ছিন্ন ছিলেন। গত বছর গোলাম রব্বানী ছোটন ও পল স্মলি দায়িত্ব ছাড়ার পর জাতীয় নারী দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পান টিটু। এরপর থেকেই মূলত বাফুফে সভাপতি ও একজন প্রভাবশালী সদস্যের গুডবুকে দেশের এই শীর্ষ কোচ। কয়েক মাস নারী দলে কাজ করার পর এখন টেকনিক্যাল ডিরেক্টরও হচ্ছেন টিটু। বাফুফের সাবেক ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি এশিয়ার সর্বোচ্চ কোচিং সনদ প্রো লাইসেন্স কোর্স করাতে পারতেন। টিটুর পক্ষে এটি করানো সম্ভব নয়। তারপরও টিটুকে নিয়োগ দেওয়ার কারণ জানাতে গিয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা এক বছরের জন্য তাকে (সাইফুল বারী টিটু) দায়িত্ব দিচ্ছি। এর মধ্যে প্রো লাইসেন্স কোর্স আমরা আয়োজন করব না। কারণ টিটু এই লাইসেন্স দিতে পারবেন না। তবে এর মধ্যে তিনি ‘এ’ লাইসেন্স কোর্স সম্পাদন করতে পারবেন।’
ঢাকা আবাহনীর সাবেক ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ, বিকেএসপির সাবেক টেকনিক্যাল ডিরেক্টর রেপার, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক কোচ রেজা পার্কাস সহ আরও সাতজন বিদেশি আবেদন করেছিলেন এই পদে। অধিক যোগ্যতর বিদেশি থাকলেও তড়িঘড়ি করে স্থানীয় একজনকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বেছে নেয়ার কারণ হিসেবে বাফুফের সহ-সভাপতি ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি ব্যাখ্যা দেন এভাবে, ‘বিজ্ঞপ্তির মেয়াদের ব্যাপারে আমাদের কোনো বাধাধরা নিয়ম নেই। ফিফার একটা নির্দেশনা রয়েছে স্থানীয়দের মধ্যে থেকেই একজনকে এই পদে নিয়োগ দেয়ার ব্যাপারে। আমরা তাই স্থানীয় একজনকেই প্রাধান্য দিয়েছি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক বেনাপোলে
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫
ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার
‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল!
নরওয়েতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, গুরুতর আহত ৪
ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ
ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান