রাসেলকে হারিয়ে সেমিফাইনালে মোহামেডান
০৩ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম

ঘরোয়া ফুটবলের চলমান মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট এজিবি বসুন্ধরা ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পেল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল বিকালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেষ আটের প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও মোহামেডান ২-১ গোলে হারায় শেখ রাসেলকে। বিজয়ী দলের হয়ে উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফফরভ ও স্থানীয় ফরোয়ার্ড জাফর ইকবাল একটি করে গোল করেন। শেখ রাসেলের পক্ষে একমাত্র গোলটি করেন গিনির ফরোয়ার্ড সিক্কু সিল্লা।
মোহামেডান-শেখ রাসেল প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে দেড় মাস পর মাঠে গড়ায় ফেডারেশন কাপের খেলা। রাজধানীর বাইরে চৈত্রের তীব্র গরমে এ ম্যাচ খেলতে বেশ কষ্ট হয়েছে দুই দলের ফুটবলারদের। তাই দুই অর্ধেই রেফারি কুলিং ব্রেক দিয়েছেন। গত দুই মৌসুম ধরে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ এবং মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা চলছে।
আগের মৌসুমে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে ১৪ বছর পর এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিল মোহামেডান। এবারও শিরোপা জয়ের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সাদাকালোরা। যে ধারাবাহিকতায় ফেডারেশন কাপে শেষ আট টপকে সেমিতে নাম লেখালো মতিঝিলের দলটি।
যদিও ম্যাচের শুরুতেই সিকু সিল্লার দ্রুততম গোলে এগিয়ে যায় শেখ রাসেলই। মাত্র ২৬ সেকেন্ডে সতীর্থের ফ্রি কিকে বক্সের উপর থেকে দুর্দান্ত হেড করে গোলটি করে সিকু সিল্লা (১-০)। মোহামেডানের গোলরক্ষক মোহাম্মদ সুজন লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি। চলতি মৌসুমে স্বল্প সময়ে গোলের প্রথম রেকর্ড এটি। শুরুতে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে আক্রমণাত্মক ফুটবল শুরু করে মোহামেডান। তবে শত চেষ্টা করেও প্রথমার্ধে গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধেও গোল পেতে মোহামেডানকে বেগ পেতে হয়েছে। তবে শেখ রাসেল যখন সেমির স্বপ্নে বিভোর হয়ে এগিয়ে যাচ্ছিলো ঠিক তখনই সাদাকালো শিবিরের ত্রাতা হয়ে আসেন উজবেক মিডফিল্ডার মুজাফফরভ। ম্যাচের ৭১ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে বক্সের সামনে থেকে মুজাফফরভের জোরালো শটে ম্যাচে সমতা আনে মোহামেডান (১-১)। মোহামেডানের জয়সূচক গোলটি করেন জাফর ইকবাল। নির্ধারিত ৯০ মিনিটের যোগকরা সময়ে প্রথম মিনিটে বক্সের মধ্যে সুবিধাজনক অবস্থানে বল পান জাফর। প্রথম দফায় তার নেয়া শট গোলরক্ষক মিতুল মারমা ব্লক করেন। ফিরতি বলে আবার শট নিলে ডিফেন্ডার গোললাইন সেভ করতে ব্যর্থ হন (২-১)। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান। ১৬ এপ্রিল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। এ ম্যাচে লড়বে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
২৩ এপ্রিল তৃতীয় কোয়ার্টার ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ পুলিশ ফুটবল ক্লাব এবং ৩০ এপ্রিল শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে ঢাকা আবাহনী ও ফর্টিস এফসি। কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ শেষে আগামী ৭ ও ১৪ মে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের দুই সেমিফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ২১ মে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

নতুন কোনো চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায়না জনগন- অধ্যাপক আশরাফ আলী আকন

বিএনপি-ভারতের যৌথ সিদ্ধান্তে সাবের হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাবে আ'লীগ: বিস্ফোরক দাবি পিনাকীর

গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ

নির্বাচন বিলম্বের সুযোগে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে পতিত স্বৈরাচার গোষ্টী : এমরান চৌধুরী

২৩ মার্চের মধ্যে ব্যাংকারদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ

শিশুদের ঝগড়া কেন্দ্র্ করে কাতার প্রবাসীকে খুন : প্রধান আসামী সাজু গ্রেফতার

টেসলা থেকে মাস্কের পদত্যাগের দাবি বিনিয়োগকারীদের

সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে ‘জনতার দল’র আত্মপ্রকাশ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে অপতথ্য দিয়ে ধরা খেলেন আওয়ামীপন্থী সাংবাদিক

ফরিদপুরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের আহ্বায়ককে বহিষ্কার

পাঁচ শর্ত মেনে নতুন ভিসি নিয়োগের দাবি কুয়েট শিক্ষার্থীদের

ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ১৯ দিনে এলো সোয়া দুই বিলিয়ন ডলার

৯ বছর জেল খেটে জামিন পেয়েও পরিবারের কাছে যাওয়া হলো না সাইফুল্লাহর

কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়াকে সবুজে ঢাকতে বৃক্ষরোপণ কর্মসূচি

নওরোজে সমুদ্রভ্রমণ সহজতর করলো ইরান, প্রস্তুত বন্দরগুলো

বরগুনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রীর ধর্ষণ চেষ্টা মামলা! প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ফিলিস্তিন ও ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে নোয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

‘মৌসুম শেষ’ দিবালার

একের পর এক হুমকি, নিরাপত্তা নিয়ে শঙ্কিত মার্কিন বিচারকরা