হাল ছাড়ছেন না রোনালদো
০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম

একটির পর একটি গোল করে হ্যাটট্রিক, চিরচেনা সেই উদযাপন, সতীর্থদের সঙ্গে উল্লাস- সবকিছুই মনে হতে পারে পুরোনো দৃশ্য। আদতে তা পুনরাবৃত্তি। শনিবার হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেটির রেশ থাকতে থাকতেই আরেকটি হ্যাটট্রিক উপহার দিলেন পর্তুগিজ তারকা। পাশাপাশি সহায়তা করলেন তিনি আরও দুটি গোলে। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিল আল নাসর। সউদী প্রো লিগের ম্যাচে আবহাকে তাদের মাঠেই ৮-০ গোলে বিধ্বস্ত করে আল নাসর।
২১ মিনিটের মধ্যেই দুটি ফ্রি কিক থেকে বল জালে জড়ান রোনালদো। এরপর নান্দনিক এক গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি প্রথমার্ধেই। পরে দুটি গোলে রাখেন অবদান। প্রধমার্ধে ৫-০ গোলে এগিয়ে থাকা আল নাসর দ্বিতীয়ার্ধে যোগ করে আরও তিন গোল। ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ারে ৬৫তম হ্যাটট্রিক এটি। বয়স ৩০ পেরিয়ে যাওয়ার পর তার হ্যাটট্রিক হয়ে গেল ৩৫টি। বিশাল ব্যবধানের এই জয়ের পর সামাজিক মাধ্যমে রোনালদোর ছোট্ট কিন্তু প্রত্যয়ী প্রতিক্রিয়া, ‘আমরা হাল ছাড়ছি না’। সবশেষ ম্যাচে গত শনিবার আল তাইয়ের বিপক্ষে আল নাসরের ৫-১ গোলের জয়েও হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।
আবহার বিপক্ষে ম্যাচের একাদশ মিনিটে বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় আল নাসর। প্রতিপক্ষের রক্ষণ দেয়ালের পেছনে একজন মাঠে শুয়ে পড়েন গোল ঠেকাতে। কিন্তু শুয়ে থাকা ফুটবলারের পাশ দিয়ে দেয়াল চিড়ে গতিময় শট নেন রোনালদো। আবহার গোলকিপারের পায়ে লেগে বল যায় জালে। মিনিট দশেক পর আবার ফ্রি কিক পায় তারা বক্সের আরেকটু বাইরে। এবার রোনালদোর বাঁকানো শট চোখের পলকে জড়িয়ে যায় জালে, গোলকিপার কেবল তাকিয়ে দেখেন।
৩৩তম মিনিটে রোনালদোর কাছ থেকে বল পেয়ে গোল করেন সাদিও মানে। রোনালদো হ্যাটট্রিক পূর্ণ হয় ৪২তম মিনিটে। এই গোলটি আরও দর্শনীয়। দারুণ এক পাস থেকে বল পেয়ে বক্সের বেশ বাইরে থেকে তিনি চিপ করে দেন, আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে বল আশ্রয় নেয় জালে। রোনালদোর ক্যারিয়ারে প্রথমার্ধেই হ্যাটট্রিক হয়ে গেল এই নিয়ে সাতটি। আল নাস্রের হয়ে তার পঞ্চম হ্যাটট্রিক এটি। দুই মিনিট পর ডান পাশ থেকে রোনালদোর বাড়িয়ে দেওয়া বল ধরে গোল করেন আব্দুলমাজেদ আল-সুলায়হিম। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান আরও বাড়ান আব্দুলরাহমান ঘারিব। পরে দুটি গোল করেন আব্দুলআজিল সাউদ আল-আলিওয়া।
সউদী প্রো লিগে ২৯ গোল নিয়ে গোলের তালিকায় শীর্ষস্থান আরও সংহত করলেন রোনালদো। পাশাপাশি সহায়তা করেছেন মোট ১১ গোলে। রোনালদোর এমন পারফরম্যান্সের পরও আল হিলালের চেয়ে অনেকটা পেছনে থেকে দুইয়ে আছে আল নাস্র। ২৬ মাচে ৬২ পয়েন্ট রোনালদোর দলের। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ম্যাচের পর সামাজিকমাধ্যমে হাল না ছাড়ার কথা বলে রোনালদো হয়তো বোঝালেন সেটিই, লড়াই চালিয়ে যাবেন তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস হত্যা ও হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

ইরাবের ইফতার মাহফিলে ইউজিসি চেয়ারম্যান সাত কলেজ নিয়ে যৌক্তিক সমাধান আসবে

আশুলিয়ায় চলন্ত বাসে ডাকাতি, মোবাইল ও নগদ অর্থ লুট

৩০ টাকা কেজিতে প্রতিদিন চার টন চাল বিক্রি করবে সরকার

রোজা রেখে ঝগড়া করা প্রসঙ্গে।

ব্যাংকগুলোকে রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে : পরিকল্পনা উপদেষ্টা

দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় - প্রিন্স

গণতান্ত্রিক দেশে ভোট ছাড়া আর কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না:ব্যারিস্টার খোকন

শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পথশিশু অধিকার চাঁদপুরের ঈদ পোষাক বিতরণ

ঘুষ নেওয়ার দায়ে এসআই বরখাস্ত

ভালুকায় শেখ হাসিনা-কাদেরসহ ৩৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আনোয়ারায় আওয়ামীলীগের নেতা আটক

১০টি ফেরাউনকেও যদি একত্রে করা হয়, তাও হাসিনার মত এত বড় দুর্ধর্ষ ও জুলুমকারী হতে পারবে না

শমসের গাজী চর্চা কেন্দ্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এখন সময়ের দাবি

মোরেলগঞ্জে নতুন ভোটার হতে ১৫ হাজার ৬ শত আবেদন,পুরুষের চেয়ে নারী ভোটার বেশি

মায়ের মৃত্যুর খবরে আ. লীগ নেতার মৃত্যু

আশুলিয়ায় ছাত্রদলের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

উদ্বোধন করলেন ৬ উপদেষ্টা, তবে ফলকে নাম নেই কারও