হাল ছাড়ছেন না রোনালদো
০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম
একটির পর একটি গোল করে হ্যাটট্রিক, চিরচেনা সেই উদযাপন, সতীর্থদের সঙ্গে উল্লাস- সবকিছুই মনে হতে পারে পুরোনো দৃশ্য। আদতে তা পুনরাবৃত্তি। শনিবার হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেটির রেশ থাকতে থাকতেই আরেকটি হ্যাটট্রিক উপহার দিলেন পর্তুগিজ তারকা। পাশাপাশি সহায়তা করলেন তিনি আরও দুটি গোলে। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিল আল নাসর। সউদী প্রো লিগের ম্যাচে আবহাকে তাদের মাঠেই ৮-০ গোলে বিধ্বস্ত করে আল নাসর।
২১ মিনিটের মধ্যেই দুটি ফ্রি কিক থেকে বল জালে জড়ান রোনালদো। এরপর নান্দনিক এক গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি প্রথমার্ধেই। পরে দুটি গোলে রাখেন অবদান। প্রধমার্ধে ৫-০ গোলে এগিয়ে থাকা আল নাসর দ্বিতীয়ার্ধে যোগ করে আরও তিন গোল। ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ারে ৬৫তম হ্যাটট্রিক এটি। বয়স ৩০ পেরিয়ে যাওয়ার পর তার হ্যাটট্রিক হয়ে গেল ৩৫টি। বিশাল ব্যবধানের এই জয়ের পর সামাজিক মাধ্যমে রোনালদোর ছোট্ট কিন্তু প্রত্যয়ী প্রতিক্রিয়া, ‘আমরা হাল ছাড়ছি না’। সবশেষ ম্যাচে গত শনিবার আল তাইয়ের বিপক্ষে আল নাসরের ৫-১ গোলের জয়েও হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।
আবহার বিপক্ষে ম্যাচের একাদশ মিনিটে বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় আল নাসর। প্রতিপক্ষের রক্ষণ দেয়ালের পেছনে একজন মাঠে শুয়ে পড়েন গোল ঠেকাতে। কিন্তু শুয়ে থাকা ফুটবলারের পাশ দিয়ে দেয়াল চিড়ে গতিময় শট নেন রোনালদো। আবহার গোলকিপারের পায়ে লেগে বল যায় জালে। মিনিট দশেক পর আবার ফ্রি কিক পায় তারা বক্সের আরেকটু বাইরে। এবার রোনালদোর বাঁকানো শট চোখের পলকে জড়িয়ে যায় জালে, গোলকিপার কেবল তাকিয়ে দেখেন।
৩৩তম মিনিটে রোনালদোর কাছ থেকে বল পেয়ে গোল করেন সাদিও মানে। রোনালদো হ্যাটট্রিক পূর্ণ হয় ৪২তম মিনিটে। এই গোলটি আরও দর্শনীয়। দারুণ এক পাস থেকে বল পেয়ে বক্সের বেশ বাইরে থেকে তিনি চিপ করে দেন, আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে বল আশ্রয় নেয় জালে। রোনালদোর ক্যারিয়ারে প্রথমার্ধেই হ্যাটট্রিক হয়ে গেল এই নিয়ে সাতটি। আল নাস্রের হয়ে তার পঞ্চম হ্যাটট্রিক এটি। দুই মিনিট পর ডান পাশ থেকে রোনালদোর বাড়িয়ে দেওয়া বল ধরে গোল করেন আব্দুলমাজেদ আল-সুলায়হিম। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান আরও বাড়ান আব্দুলরাহমান ঘারিব। পরে দুটি গোল করেন আব্দুলআজিল সাউদ আল-আলিওয়া।
সউদী প্রো লিগে ২৯ গোল নিয়ে গোলের তালিকায় শীর্ষস্থান আরও সংহত করলেন রোনালদো। পাশাপাশি সহায়তা করেছেন মোট ১১ গোলে। রোনালদোর এমন পারফরম্যান্সের পরও আল হিলালের চেয়ে অনেকটা পেছনে থেকে দুইয়ে আছে আল নাস্র। ২৬ মাচে ৬২ পয়েন্ট রোনালদোর দলের। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ম্যাচের পর সামাজিকমাধ্যমে হাল না ছাড়ার কথা বলে রোনালদো হয়তো বোঝালেন সেটিই, লড়াই চালিয়ে যাবেন তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা,নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত