শেখ রাসেলকে হারালো আবাহনী

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৭ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফের শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারালো ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে ফর্টিস এফসির কাছে হেরে অবনমনের শঙ্কায় পড়লো জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। শুক্রবার বিকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের তেরতম ম্যাচে আবাহনী ১-০ গোলে হারায় শেখ রাসেলকে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো গঞ্জালভেজ রোকা একমাত্র গোলটি করেন। লিগের প্রথম পর্বে শেখ রাসেল ৩-১ ব্যবধানে হেরেছিল আবাহনীর বিপক্ষে।

প্রথম পর্বের হারের কারণে শুক্রবার আবাহনীর বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি শেখ রাসেলের জন্য ছিল প্রতিশোধের লড়াই। নিজেদের হোম ভেন্যুতে তাই দাপটের সঙ্গে শুরু করে রাসেল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে গোল পেতে মরিয়া হয়েই লড়ে তারা। ম্যাচের ৪ মিনিটে বাঁ প্রান্তে ফ্রি কিক পায় শেখ রাসেল। জাপানী মিডফিল্ডার কোদাই ইদার স্পট কিক আবাহনীর বক্সে ক্লিয়ার হয়। দুই মিনিট পর ডান প্রান্ত থেকে কোদাই ইদার কর্ণার কিক বক্সে জটলার মধ্যে পড়লে বল ক্লিয়ার করেন আবাহনীর ডিফেন্ডাররা। ১০ মিনিটে কর্ণার পায় আবাহনীও। ডান প্রান্ত থেকে ব্রুনো রোকার কর্ণার কিক রাসেলের রক্ষণদূর্গে পড়লে এক ডিফেন্ডার বল মাঝ মাঠে পাঠিয়ে দলকে বিপদমুক্ত করেন। তিন মিনিট পর বক্সের কাছেই ফ্রি কিক পায় আবাহনী। ডান প্রান্ত থেকে ব্রুনোর স্পট কিক বক্স থেকে হেডে ক্লিয়ার করেন রাসেলের ডিফেন্ডাররা। ১৭ মিনিটে বক্সের কয়েক গজ দূর থেকে আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ফার্নান্দেজের মাপা স্পট কিক অল্পের জন্য জালে জড়ায়নি। ২৫ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের শট রুখে দেন রাসেলের গোলরক্ষক মিতুল মারমা। তবে কর্ণার পায় আবাহনী। বাঁ প্রান্ত থেকে ব্রুনোর কর্ণার হেডে ক্লিয়ার করেন মিতুল। ফলে আরেকটি কর্ণার পেয়ে যায় আবাহনী। তবে এবারও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৫মিনিট) আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন বান্দ্রাওয়ের শট অল্পের জন্য জালে জড়ায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলে দু’দলই একাধিক সুযোগ পেয়ে তা কাজে লাগাতে না পারায় গোলশূন্য অবস্থান শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পেতে মরিয়া ছিল আবাহনী। শেখ রাসেলেও ছেড়ে কথা কথা বলেনি। তারা বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষে রক্ষণদূর্গকে ব্যতিব্যস্ত রাখে। ম্যাচের ৬৭ মিনিটে রাসেলের শাহীন আহমেদের লম্বা থ্রু সরাসরি আশ্রয় নেয় আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেলের হাতে। অবশেষে গোলের দেখা মেলে ম্যাচের ৭৪ মিনিটে। এসময় আবাহনীর ব্রুনো রোকার হেড ক্রসবারে লেগে ফেরত আসলে ফিরতি বলে দারুণ শটে রাসেলের জাল কাঁপান ব্রুনো (১-০)। পিছিয়ে পড়ে গোলশোধে আবাহনীর সীমানায় একাধিক আক্রমণ চালান রাসেলের ফরোয়ার্ডরা। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৮ মিনিট) রাসেলের জাপানী মিডফিল্ডার কোদাই ইদা আবাহনীর বক্সের কয়েক গজ দূর থেকে ফ্রি কিক নিলে তা ক্লিয়ার করেন রহমত মিয়া-রেজাউল করিমরা। ফলে সমতায় ফেরা আর হয়নি শেখ রাসেলের।

ম্যাচ জিতে ১৩ খেলায় সাত জয়, চার ড্র ও দুই হারে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থান ধরে রাখলো ঢাকা আবাহনী। সমান ম্যাচে দুই জয়, পাঁচ ড্র ও ছয় হারে ১১ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানেই রইল শেখ রাসেল।

এদিন মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারায় ফর্টিস এফসি। বিজয়ী দলের হয়ে স্থানীয় ডিফেন্ডার রাশেদুল ইসলাম ও গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর বাদু একটি করে গোল করেন। রহমতগঞ্জের পক্ষে একমাত্র গোলটি শোধ দেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কনি। ম্যাচের ২৬ মিনিটে মিডফিল্ডার দিদারুল আলমের জোগান দেয়া বলে লক্ষ্যভেদ করে ফর্টিসকে এগিয়ে দেন রাশেদুল (১-০)। ম্যাচের ৩৭ মিনিটে দুই গাম্বিয়ানের কল্যানে ব্যবধান দ্বিগুণ করে তারা। ওমর সারের পাসে গোল করেন ওমর বাদু (২-০)। এই ব্যবধানে পিছিয়ে থেকে রহমতগঞ্জ বিরতিতে গিয়ে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি থেকে রহমতগঞ্জের ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কনি এক গোল শোধ দেন (১-২)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ। লিগের প্রথম পর্বে দু’দলের লড়াইটি ২-২ গোলে ড্র হয়েছিল। ম্যাচ জিতে ১৩ খেলায় চারটি করে জয় ও ড্র এবং পাঁচ হারে ১৬ পয়েন্ট পেয়ে তালিকার পঞ্চম স্থানে উঠলো ফর্টিস। সমান ম্যাচে এক জয়, সাত ড্র ও পাঁচ হারে ১০ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় ভুগছে রহমতগঞ্জ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চীনের হাসপাতালে আততায়ীর ছুরির কোপে নিহত অন্তত ১০!

চীনের হাসপাতালে আততায়ীর ছুরির কোপে নিহত অন্তত ১০!

মৌসুম শেষে নতুন ঠিকানায় ময়েস

মৌসুম শেষে নতুন ঠিকানায় ময়েস

সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন অবশেষে স্থগিত

সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন অবশেষে স্থগিত

আগামী ১৯ অক্টোবর বিএফইউজে নির্বাচন

আগামী ১৯ অক্টোবর বিএফইউজে নির্বাচন

প্রশ্ন : কোনো এনজিওতে একাউন্টেন্ট পদে চাকরী করা প্রসঙ্গে।

প্রশ্ন : কোনো এনজিওতে একাউন্টেন্ট পদে চাকরী করা প্রসঙ্গে।

বিতর্কিত কর্মকান্ড: ময়মনসিংহ জেলা যুব মহিলালীগের কমিটি বিলুপ্তি

বিতর্কিত কর্মকান্ড: ময়মনসিংহ জেলা যুব মহিলালীগের কমিটি বিলুপ্তি

বোয়িংয়ে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু

বোয়িংয়ে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি : নসরুল হামিদ

দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি : নসরুল হামিদ

দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় এলজিইডি কর্মকর্তা নিহত

দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় এলজিইডি কর্মকর্তা নিহত

লোকসানে শিল্প মন্ত্রণালয়ের ২৮ প্রতিষ্ঠান : সংসদে শিল্পমন্ত্রী

লোকসানে শিল্প মন্ত্রণালয়ের ২৮ প্রতিষ্ঠান : সংসদে শিল্পমন্ত্রী

ঢাকায় আসছেন ডোনাল্ড লু

ঢাকায় আসছেন ডোনাল্ড লু

মুদ্রানীতি ও আর্থিকনীতি সমন্বয়ে ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

মুদ্রানীতি ও আর্থিকনীতি সমন্বয়ে ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

আফ্রিকায় ওষুধ রপ্তানিতে নজর ইরানের

আফ্রিকায় ওষুধ রপ্তানিতে নজর ইরানের

এশিয়ান অনূর্ধ্ব-১৯ বিচ ভলিবল চ্যাম্পিয়ন ইরান

এশিয়ান অনূর্ধ্ব-১৯ বিচ ভলিবল চ্যাম্পিয়ন ইরান

ভবিষ্যৎ মহামারি সামাল দিতে বিশ্বের জন্য দৃঢ় নেতৃত্ব প্রয়োজন

ভবিষ্যৎ মহামারি সামাল দিতে বিশ্বের জন্য দৃঢ় নেতৃত্ব প্রয়োজন

জেলেনস্কির কর্তৃত্ব দ্রুত কমছে: এসভিআর

জেলেনস্কির কর্তৃত্ব দ্রুত কমছে: এসভিআর

জিম্বাবুয়েকে গুড়িয়ে সিরিজ বাংলাদেশের

জিম্বাবুয়েকে গুড়িয়ে সিরিজ বাংলাদেশের

কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর, গ্রেপ্তার ৩

বায়ার্নকে হারাতে আরও ভালো খেলার তাগিদ রিয়াল কোচের

বায়ার্নকে হারাতে আরও ভালো খেলার তাগিদ রিয়াল কোচের