শেখ রাসেলকে হারালো আবাহনী
২৭ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফের শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারালো ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে ফর্টিস এফসির কাছে হেরে অবনমনের শঙ্কায় পড়লো জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। শুক্রবার বিকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের তেরতম ম্যাচে আবাহনী ১-০ গোলে হারায় শেখ রাসেলকে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো গঞ্জালভেজ রোকা একমাত্র গোলটি করেন। লিগের প্রথম পর্বে শেখ রাসেল ৩-১ ব্যবধানে হেরেছিল আবাহনীর বিপক্ষে।
প্রথম পর্বের হারের কারণে শুক্রবার আবাহনীর বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি শেখ রাসেলের জন্য ছিল প্রতিশোধের লড়াই। নিজেদের হোম ভেন্যুতে তাই দাপটের সঙ্গে শুরু করে রাসেল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে গোল পেতে মরিয়া হয়েই লড়ে তারা। ম্যাচের ৪ মিনিটে বাঁ প্রান্তে ফ্রি কিক পায় শেখ রাসেল। জাপানী মিডফিল্ডার কোদাই ইদার স্পট কিক আবাহনীর বক্সে ক্লিয়ার হয়। দুই মিনিট পর ডান প্রান্ত থেকে কোদাই ইদার কর্ণার কিক বক্সে জটলার মধ্যে পড়লে বল ক্লিয়ার করেন আবাহনীর ডিফেন্ডাররা। ১০ মিনিটে কর্ণার পায় আবাহনীও। ডান প্রান্ত থেকে ব্রুনো রোকার কর্ণার কিক রাসেলের রক্ষণদূর্গে পড়লে এক ডিফেন্ডার বল মাঝ মাঠে পাঠিয়ে দলকে বিপদমুক্ত করেন। তিন মিনিট পর বক্সের কাছেই ফ্রি কিক পায় আবাহনী। ডান প্রান্ত থেকে ব্রুনোর স্পট কিক বক্স থেকে হেডে ক্লিয়ার করেন রাসেলের ডিফেন্ডাররা। ১৭ মিনিটে বক্সের কয়েক গজ দূর থেকে আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ফার্নান্দেজের মাপা স্পট কিক অল্পের জন্য জালে জড়ায়নি। ২৫ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের শট রুখে দেন রাসেলের গোলরক্ষক মিতুল মারমা। তবে কর্ণার পায় আবাহনী। বাঁ প্রান্ত থেকে ব্রুনোর কর্ণার হেডে ক্লিয়ার করেন মিতুল। ফলে আরেকটি কর্ণার পেয়ে যায় আবাহনী। তবে এবারও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৫মিনিট) আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন বান্দ্রাওয়ের শট অল্পের জন্য জালে জড়ায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলে দু’দলই একাধিক সুযোগ পেয়ে তা কাজে লাগাতে না পারায় গোলশূন্য অবস্থান শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পেতে মরিয়া ছিল আবাহনী। শেখ রাসেলেও ছেড়ে কথা কথা বলেনি। তারা বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষে রক্ষণদূর্গকে ব্যতিব্যস্ত রাখে। ম্যাচের ৬৭ মিনিটে রাসেলের শাহীন আহমেদের লম্বা থ্রু সরাসরি আশ্রয় নেয় আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেলের হাতে। অবশেষে গোলের দেখা মেলে ম্যাচের ৭৪ মিনিটে। এসময় আবাহনীর ব্রুনো রোকার হেড ক্রসবারে লেগে ফেরত আসলে ফিরতি বলে দারুণ শটে রাসেলের জাল কাঁপান ব্রুনো (১-০)। পিছিয়ে পড়ে গোলশোধে আবাহনীর সীমানায় একাধিক আক্রমণ চালান রাসেলের ফরোয়ার্ডরা। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৮ মিনিট) রাসেলের জাপানী মিডফিল্ডার কোদাই ইদা আবাহনীর বক্সের কয়েক গজ দূর থেকে ফ্রি কিক নিলে তা ক্লিয়ার করেন রহমত মিয়া-রেজাউল করিমরা। ফলে সমতায় ফেরা আর হয়নি শেখ রাসেলের।
ম্যাচ জিতে ১৩ খেলায় সাত জয়, চার ড্র ও দুই হারে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থান ধরে রাখলো ঢাকা আবাহনী। সমান ম্যাচে দুই জয়, পাঁচ ড্র ও ছয় হারে ১১ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানেই রইল শেখ রাসেল।
এদিন মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারায় ফর্টিস এফসি। বিজয়ী দলের হয়ে স্থানীয় ডিফেন্ডার রাশেদুল ইসলাম ও গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর বাদু একটি করে গোল করেন। রহমতগঞ্জের পক্ষে একমাত্র গোলটি শোধ দেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কনি। ম্যাচের ২৬ মিনিটে মিডফিল্ডার দিদারুল আলমের জোগান দেয়া বলে লক্ষ্যভেদ করে ফর্টিসকে এগিয়ে দেন রাশেদুল (১-০)। ম্যাচের ৩৭ মিনিটে দুই গাম্বিয়ানের কল্যানে ব্যবধান দ্বিগুণ করে তারা। ওমর সারের পাসে গোল করেন ওমর বাদু (২-০)। এই ব্যবধানে পিছিয়ে থেকে রহমতগঞ্জ বিরতিতে গিয়ে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি থেকে রহমতগঞ্জের ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কনি এক গোল শোধ দেন (১-২)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ। লিগের প্রথম পর্বে দু’দলের লড়াইটি ২-২ গোলে ড্র হয়েছিল। ম্যাচ জিতে ১৩ খেলায় চারটি করে জয় ও ড্র এবং পাঁচ হারে ১৬ পয়েন্ট পেয়ে তালিকার পঞ্চম স্থানে উঠলো ফর্টিস। সমান ম্যাচে এক জয়, সাত ড্র ও পাঁচ হারে ১০ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় ভুগছে রহমতগঞ্জ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খুবির উৎকর্ষ সাধনে পাশে থাকবে ইরান
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
মানিকগঞ্জ-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি হরিরামপুর-শিবালয়বাসীর
গোয়ালন্দে সুইট হাট জাতের মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি