জাতীয় দলকে বিদায় বললেন উরুগুয়েন কিংবদন্তি
০১ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০১ জুন ২০২৪, ১২:০৩ এএম
গত দেড় দশকে লুইস সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন উরুগুয়েকে।আক্রমণভাগে দুজনে ছিলেন প্রাণ ভোমরা।দারুণ বোঝাপড়ায় উরুগুয়েকে জিতিয়েছেন কতশত ম্যাচ।২০১১ সালে জিতিয়েছেন কোপা আমেরিকাও। তবে ফুটবল মাঠে সেই জুটি আর দেখার সুযোগ হচ্ছে না।
জাতীয় দলকে বিদায় বলে দিলেন উরুগুয়ের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এডিনসন কাভানি। লা সেলেস্তেদের হয়ে ২০১১ সালের কোপা আমেরিকা জেতা এই তারকা স্ট্রাইকার এবার কোপা শুরুর আগেই হঠাৎ করেই দল ছাড়ার ঘোষণা দিলেন ।
তার কাভানির এই অবসর ঘোষণা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপার জন্য এখনও দল দেয়নি উরুগুয়ে। বিভিন্ন সূত্রের খবর, উরুগুয়ের বর্তমান কোচ মার্সেলো বিয়েলসার অধীনে এবারের আসরের স্কোয়াডে জায়গার নাও পেতে পারেন এই বর্ষীয়ান স্ট্রাইকার। সেজন্যই কিবা আগেভাগে সরে দাঁড়ালেন উরুগুয়ে ফুটবলের এক কিংবদন্তি তারকা।
বৃহস্পতিবার (৩০ মে) রাতে নিজের ইন্সটাগ্রামে পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন কাভানি। সেখানে উরুগুয়ের সাথে নিজের পথচলাকে জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
তিনি ইন্সটাগ্রামে করা পোস্টে বলেন, ‘আমি উরুগুয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সব সময় প্রিয় দলকে অনুসরণ করব, তখনো আমার হৃদয় কাঁপবে। এই সুন্দর জার্সিটি পরে মাঠে নামার সময় যেমন হতো।’
উরুগুয়ে জাতীয় দলে ২০০৮ সালে অভিষেক হয় কাভানির। দেশের জার্সিতে কাভানি খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ ম্যাচ। জাতীয় দলে ৫৮ গোল করেছেন তিনি যা সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও দুই নম্বরে। এই ১৩৬ ম্যাচে কাভানির অ্যাসিস্ট রয়েছে ১৭টি।
সর্বশেষ ২০১১ সালে লাতিন আমেরিকার ফুটবল সেরা হওয়ার ট্রফি কোপা আমেরিকার ট্রফি ঘরে তুলেছিল উরুগুয়ে। সেই দলের অন্যতম সদস্য ছিলেন কাভানি। ফাইনাল সহ সেবার উরুগুয়ের হয়ে তিনটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কাভানি। কোনো ম্যাচে গোল না পেলেও প্রত্যেকটা ম্যাচেই নিজের ইম্প্যাক্ট দারুণভাবে রেখেছিলেন তিনি।
ক্লাব ফুটবলেও কাভানি ছিলেন সমান ভাবে ঝলমলে। খেলেছেন নাপোলি, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে।পিএসজিতেই ছিলেন দীর্ঘ সময়,দেখেছেন অসাধারণ সাফল্য।প্যারিসিয়ানদের হয়ে মাঠে নামা ৩০১ ম্যাচে গোল করেছেন ২০০টি। ইউরোপের পাঠ চুকিয়ে এ বছরের জুলাই মাসে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে। আর্জেন্টিনার এই ক্লাবটার সাথে কাভানির চুক্তি শেষ হবে এবছরের ডিসেম্বরে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক