এন্দ্রিকের গোলে ব্রাজিলের নাটকীয় জয়
০৯ জুন ২০২৪, ১০:০৩ এএম | আপডেট: ০৯ জুন ২০২৪, ১০:৪১ এএম
আন্দ্রেস পাহেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে নিশ্চিত জয়ের পথেই ছিল দল। কিন্তু উত্থানপতনের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুটি গোলই শোধ করে দেয় মেক্সিকো। ম্যাচে যখন শেষ বাঁশির অপেক্ষা যোগ করা সময়ের সেই মুহূর্তে ভিনিসিউস জুনিয়র আর এনদ্রিক জুটিতে দারুণ গোল পেয়ে যায় ব্রাজিল। নাটকীয় এক জয়ের আনন্দ সাথে নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরুর আগে দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল।
টেক্সাসের কাইল ফিল্ডে ব্রাজিলকে ছেড়ে কথা বলেনি মেক্সিকো। সমানে লড়েছে দলটি। বল দখলে ব্রাজিল কিছুটা এগিয়ে থাকলেও গোলের উদ্দেশে শটে এগিয়ে ছিল মেক্সিকো। তারা ১৩টি শটের চারটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ৯টি শটের ৫টি লক্ষ্যে রাখে ব্রাজিল।
ম্যাচে নিজেদের শক্তি প্রদর্শনের চেয়ে বেঞ্চ পরীক্ষা করাই ছিল ব্রাজিল কোচ দারিভাল জুনিয়রের আসল উদ্দেশ্য। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া এবং লুকাস পাকেতাদের বেঞ্চে রেখে একাদশ সাজান দরিভাল। শুরুটাও ছিল দুর্দান্ত। পঞ্চম মিনিটেই সাভিওর দারুণ পাস পেয়ে প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়কে বোকা বানিয়ে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন পাহেইরা।
শুরুতে গোল পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ অবশ্য ব্রাজিলের হাতে ছিল না। তাদের খেলায় ছিল না চিরচেনা ছন্দ। নিজেদের অর্ধে বল হারিয়েছে তারা। আক্রমণ ও সুযোগ তৈরিতেও খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না দলটি। প্রথমার্ধে ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া করা মেক্সিকোও চেষ্টা করে সমতা ফেরানোর। কিন্তু পেরে ওঠেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোলটি পেয়ে যায় ব্রাজিল। গ্যাব্রিয়েলের গোলে ব্যবধান হয়ে যায় ২-০। তখনও হাল ছাড়েনি মেক্সিকো। তার ফলও পেয়ে যায় তারা। ৭৩ মিনিটে জুলিয়ান কুইনোনেসের গোলে ব্যবধান ২-১ করে উত্তর আমেরিকার দেশটি।
এর খানিক আগে মাঠে নামেন এন্দ্রিক ও ভিনিসিউস। দুইজন নামার পর খেলায় গতি বাড়ে। তবে ব্রাজিল সমর্থকদের স্তব্ধ করে দিয়ে স্কোরবোর্ডে সমতা টেনে দেন মার্তিনেজ আয়ালা। ব্রাজিল যখন জয় হাতছাড়া হওয়ার অপেক্ষায় ঠিক তখন ভিনিসিউসের দারুণ এক ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন এন্দ্রিক। জার্সি খুলে গোল উদযাপন করেন রিয়াল মাদ্রিদে নাম লেখানো এই তরুণ। ব্রাজিলের হয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন এই ১৭ বছর বয়সী।
বাংলাদেশ সময় আগামী ২৫ জুন কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে ব্রাজিল। এর আগে আগামী ১৩ জুন নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দলটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি আটক
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫
ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার
‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল!