ইরাককে উড়িয়ে আর্জেন্টিনার ফেরা
২৮ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৮ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
দুঃসময়কে পেছনে ফেলে অবশেষে জয়ের মুখ দেখলো আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিক পুরুষ ফুটবলে ইরাককে ৩-১ গোলে হারিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল। নতুন এক ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে প্যারিসে পা রেখেছিলো আর্জেন্টিনা। ফুটবলে মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ ও অলিম্পিকের শিরোপা জয়ের নজির নেই কোনো দলের। এবার আর্জেন্টিনার সামনে সেই সুযোগ। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রথম ম্যাচে মরক্কোর কাছে নাটকীয় হারে বড় একটা ধাক্কা খেয়েছে জুনিয়র মেসিরা।
এমন পরিস্থিতিতে গ্রুপামা স্টেডিয়ামে ইরাকের মুখোমুখি হয় আর্জেন্টিনা। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে মাশ্চেরানোর দল। আগের ম্যাচে ইউক্রেনকে হারানো ইরাক এম্যাচে পাত্তাই পায়নি আর্জেন্টিনার কাছে। এক কথায় আর্জেন্টিনার নান্দনিক ফুটবলের কাছে অসহায় আতœসমর্পণ করেছে এশিয়ার দেশটি। শুরু থেকেই বলের দখলে এগিয়ে থাকা আর্জেন্টিনা গোলের সুযোগ পায়। খেলার ১০ মিনিটে বক্সের বাহির থেকে থিয়াগো আলমাদার দুর্দান্ত ফ্রি কিক আটকে দেন ইরাকি গোলকিপার হুসেইন হাসান। ১৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজের পাস থেকে ইরাকের জালে বল পাঠান থিয়াগো আলমাদা। শুরুতেই গোল পেয়ে আরো উজ্জিবিত হয়ে ওঠে আর্জেন্টাইন ফুটবলাররা। গোল হজম করে দমে যায়নি ইরাক। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে তারা। প্রথমার্ধের যোগ করা সময়েই গোল করে বসে ইরাক। ইনজুরি সময়ের ৫ মিনিটে আহমেদ মাকাঞ্জির কাছ থেকে বল পেয়ে আর্জেন্টাইন গোলকিপার জেরোনিমো রুল্লিকে পরাস্ত করেন আইমেন হুসেইন। ১-১ এ সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধে গোল বাড়াতে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনা। ৬০ মিনিটে তিন খেলোয়াড় বদল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা। ৬২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। কেভিন জেননের কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন লুসিয়ানো গনদু। ২-১ এ পিছিয়ে পড়েও লড়াই করে গেছে ইরাকের ফুটবলাররা। তবে সমতায় ফেরার মত গোলের সুযোগ তৈরী করতে পারেনি তারা। ম্যাচে আর্জেন্টিনার তৃতীয় গোলটি আসে খেলার ৮৫ মিনিটে। জটলার মধ্যে থেকে কেভিন জেননের পাসে দুরপাল্লার শটে ইরাকের জালে বল পাঠান ইজিকুয়েল ফার্নান্দেজ। এই গোলের পর আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যায়। এই জয়ে ‘বি’ গ্রুপে দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ঘুরে দাড়ালো আর্জেন্টিনা। আগামী ৩০ জুলাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে জুলিয়ান আলভারেজরা। দ্বিতীয় রাউন্ডে যেতে সেই ম্যাচে জিততে হবে আর্জেন্টিনার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ