আর্জেন্টিনা-ফ্রান্স মহারণ আজ
০২ আগস্ট ২০২৪, ১২:১৯ এএম | আপডেট: ০২ আগস্ট ২০২৪, ১২:১৯ এএম
কাতার বিশ্বকাপ ফাইনালের পর আবারো ফুটবলের মঞ্চে আর্জেন্টিনা-ফ্রান্স। প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দু’দল। আজ বাংলাদেশ সময় রাত একটায় স্তাদে ডি বোর্দো স্টেডিয়ামে শুরু হবে দু’দলের সেমিফাইনালে ওঠার লড়াই। আর্জেন্টিনা দলে মেসি আর ফ্রান্স দলে নেই এমবাপ্পে। তারপরও আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ মানেই বাড়তি চাপ আর বাড়তি উত্তেজনা। নিজেদের মাঠে এবার ফ্রান্সের বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ না আর্জেন্টিনার নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে যাওয়া?
প্যারিস অলিম্পিক ফুটবলে এবার শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। মরক্কোর বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে হার দিয়ে মিশন শুরু করেছিলো হাভিয়ের মাশ্চেরানোর দল। পরে অবশ্য ঘুরে দাড়িয়েছে আলভারেজ-আলমাদারা। দ্বিতীয় ম্যাচে এশিয়ার দল ইরাককে ৩-১ গোলে এবং গ্রুপের শেষ ম্যাচে ইউক্রেনকে হারায় ২-০ গোলে। এই গ্রুপে আর্জেন্টিনা আর মরক্কোর পয়েন্ট আর গোল পার্থক্য সমান হওয়ায় হেড টু হেডে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মরক্কো। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে এড়াতে পারতো মাশ্চেরানোর দল। ফুটবলে আর্জেন্টিনা বর্তমানে দারুণ সময় পার করছে। টানা তিনটি মেজর ট্রফি জিতেছে তারা। এবার অলিম্পিকেও বহু বছর পর গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে। তৃতীয় অলিম্পিক স্বর্ণের স্বপ্ন এবার তারা দেখতেই পারে। প্যারিস অলিম্পিকে নিজেদের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচেও ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওঁর গ্রুপামা স্টেডিয়ামে এই ম্যাচটি জিতে ২০০৮ সালের পর প্রথমবার নকআউটে তারা। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে প্রথম সোনা জিতেছিল আর্জেন্টিনা। বেইজিংয়েও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল তারা। ২০১২ সালে লন্ডনে হ্যাটট্রিক স্বর্ণ জয়ের মিশনে তো অংশই নিতে পারেনি। তারপর ২০১৬ ও ২০২১ অলিম্পিকে টানা দুইবার খেললেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। অন্যদিকে ৪০ বছর পর অলিম্পিক ফুটবলের স্বর্ণ জয়ে আর্জেন্টিনা বাধা পেরুতে চায় ফ্রান্স। ১৯৮৪ সালে প্রথম বার অলিম্পিক স্বর্ণ জিতেছিলো ফরাসিরা।
এবার নিজেদের মাঠে দুর্দান্ত শুরু করেছে তারা। গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ফ্রান্স। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মিশন শুরু করেছিলো স্বাগতিকরা। এরপর গিনিকে ১-০ এবং নিউজিল্যান্ডকে হারিয়েছে ৩-০ গোলে। এদিকে, আরেক কোয়ার্টার ফাইনালে এশিয়ার অন্যতম শক্তি জাপানের মুখোমুখি হবে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিক ফুটবলের স্বর্ণ জয়ী স্পেন। স্তাদে ডি লিওতে বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ ‘সি’ থেকে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে স্প্যানিশরা। গত টোকিও অলিম্পিকে ফাইনালে ব্রাজিলের কাছে হেরে রৌপ্য পদক পেয়েছিলো স্পেন। এবার স্বর্ণ পদকের লড়াইয়ে যেতে তাদের বড় বাধা জাপান। গ্রুপ ‘ডি’ থেকে তিন ম্যাচের সবকটিতে জিতে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে এশিয়ার দেশটি। এখনো অলিম্পিক ফুটবলে স্বর্ণ জেতা হয়নি জাপানের। ২০১২ ও ২০২০ সালে চতুর্থ হয়েছিলো তারা। এবারের অলিম্পিক ফুটবলে আরেক চমকের নাম মরক্কো। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কোর অলিম্পিক দলটি এবার বড় কিছু করে দেখাতে চায়। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মাঠে নামবে যুক্তরাষ্ট্র ও মরক্কো। ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আশরাফ হাকিমির দল। গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছে তারা। অন্যদিকে গ্রুপ ‘এ’ তে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে লড়বে মিশর ও প্যারাগুয়ে। স্তাদে ডি মার্শেই স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত এগারোটায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরেই কোয়ার্টার ফাইনালে নাম লেখিয়েছে মিশর। গ্রুপ ম্যাচে স্পেনের মত শক্তিশালি দলকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। অন্যদিকে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৫-০ গোলে বিধস্ত হয়েও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে পৌছায় প্যারাগুয়ে। গ্রুপের শেষ দুই ম্যাচে দুর্বল প্রতিপক্ষ মালি ও ইসরাইলকে হারিয়েছে তারা। সম শক্তির দুদলের এই লড়াইয়ে যে কেউই পেয়ে যেতে পারে সেমিফাইনালের টিকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন