স্পিনে ভারতকে 'নীল' করে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা
০৫ আগস্ট ২০২৪, ০৩:৩২ এএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ০৩:৩২ এএম
আগের ম্যাচে হারের মুখ থেকে নাটকীয় এক টাই করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। সেই আত্মবিশ্বাসে উজ্জবীতি লংকানরা গতকাল দ্বিতীয় ওয়ানডে তুলে নিয়েছে দারুণ এক জয়।
ফল ভিন্ন হলেও দুই দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডের অনেক কিছুই ছিল প্রথম ম্যাচের 'কার্বন কপি'।রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২৪০ রানের পুঁজি পায় স্বাগতিকরা।আরও একবার টপ অর্ডারের ব্যর্থতার পর লংকানদের ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছিলেন দুনিথ ওয়েলালাগে ও কামিন্দু মেন্ডিস।
গড়পড়তা টার্গেটে রোহিত-গিলের উদ্বোধনী জুটিতে ঝড়ের গতিতে এগোচ্ছিল ভারত।তবে স্পিন আসতে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট।স্পিন সামলাতে একের পর এক ভারতীয় ব্যাটসম্যান ব্যর্থতায় ৪৬ বল বাকি থাকতেই ২০৮ রানে গুটিয়ে যায়।
৩২ রানের দাপুটে এ জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০তে এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ ‘টাই’ হয়েছিল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই পাথুম নিসাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৭৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন আরেক ওপেনার আভিস্কা ফের্নান্ডো। আভিস্কাকে বিদায় করে এ জুটি ভাঙেন ওয়াসিংটন সুন্দর। পাঁচ রানের ব্যবধানে কুশলকেও তুলে নেন এই স্পিনার।
এরপর দ্রুত আরও তিনটি উইকেট হারিয়ে কিছুটা বিপদেই পড়ে লঙ্কানরা। দলীয় ১৩৬ রানে ৬ উইকেট হারানোর পর দুনিথ ভেলালাগেকে নিয়ে দলের হাল ধরেন কামিন্দু মেন্ডিস। গড়েন ৭২ রানের জুটি। দুনিথকে ফিরিয়ে এ জুটি ভাঙেন কুলদিপ যাদব। এরপর আকিলা ধনাঞ্জয়ের সঙ্গে ৩১ রানের আরও একটি কার্যকরী জুটি গড়ে রানআউট হন কামিন্দু।
দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে করেন আভিস্কা ও কামিন্দু। দুনিথ করেন ৩৯ রান। এছাড়া কুশল ৩০ ও অধিনায়ক চারিথ আসালাঙ্কা ২৫ রান করেন। ভারতের পক্ষে ৩০ রানের খরচায় ৩টি উইকেট নেন ওয়াশিংটন। ২টি শিকার কুলদিপের।
জবাব দিতে নেমে রোহিত শর্মা ও শুবমান গিলের ব্যাটে সহজ জয়ের পথে ছিল ভারত।আগ্রাসী ব্যাটিংয়ে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন রোহিত। ৮১ বলে ৯৭ রান যোগ করেন দু’জনে। ৪৪ বলে ৬৪ রান করা রোহিতকে শিকার করে শ্রীলংকাকে প্রথম সাফল্য এনে দেন লংকানদের জয়ের নায়ক ভ্যান্ডারসে।দলীয় ১১৬ রানে গিলকে (৩৫) নিজের দ্বিতীয় শিকার বানান এই স্পিনার।
এরপর আর দাঁড়াতে পারেনি কেউই।২৩.১ ওভারে ১৪৭ রানে প্রথম সারির ৬ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টিম ইন্ডিয়া।
দলকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তোলার চেষ্টা করেন স্পিনার অক্ষর প্যাটেল। তিনি ৪৪ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৪ রান করে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরলে ভারতের জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়।
এরপর অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর, দুই পেস বোলার মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং আসা-যাওয়ার মিছিলে অংশ নিলে ৪২.২ ওভারে ২০৮ রানেই অলআউট হয় ভারত।শ্রীলংকার ৩২ রানের জয়ে ৩৩ রানে ৬ উইকেট শিকার করেন জেফরি ভ্যান্ডারসে।
৭ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি কলম্বোয় অনুষ্ঠিত হবে। সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ভারত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল