ব্রাজিলের স্বপ্ন ভেঙে যুক্তরাষ্ট্রের পঞ্চম
১২ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১২ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
আবারো যুক্তরাষ্ট্রে আটকে গেলে ব্রাজিল। অলিম্পিক নারী ফুটবলের স্বর্ণ জয়ের তৃতীয় মিশনেও সফল হতে পারেনি ব্রাজিলের মেয়েরা। শনিবার প্যারিসের পার্ক দেজ প্রিন্সেস স্টেডিয়ামে অলিম্পিক ফুটবলে মেয়েদের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সর্বোচ্চ পঞ্চম বারের মত স্বর্ণ পদক জিতলো যুক্তরাষ্ট্র। এরআগে ২০০৪ এথেন্স ও ২০০৮ এ বেইজিং অলিম্পিক গেমসে এই যুক্তরাষ্ট্রের কাছেই স্বপ্ন ভঙ্গ হয়েছিলো ব্রাজিলের।
অলিম্পিক ফুটবলে ব্রাজিলের পুরুষ দল কোয়ালিফাই করতে পারেনি। ২০০২ সালের পর বিশ^কাপ ফুটবলেরও শিরোপা নেই ব্রাজিলের। এমনকি ফাইনালও খেলতে পারছে না। তাই অলিম্পিকে মার্তার নারী দলের উপরই ছিল ভরসা। নারী ফুটবলে গত দেড় যুগের মহাতারকা ব্রাজিলিয়ান মার্তা। পাচ বারের বেশি ফিফার সেরা নারী বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন। নারী বিশ্বকাপ ফুটবলে টানা পাচ আসরে গোল রয়েছে। যা পুরুষ ফুটবলের বিশ্বকাপেও নেই।
ব্রাজিলকে অলিম্পিকের দুই বার ফাইনালে তুললেও স্বর্ণ জেতাতে পারেননি। এবার তৃতীয় ও শেষ চেষ্টাতেও ব্যর্থ হওয়ায় কিংবদন্তী মার্তার অলিম্পিক ক্যারিয়ার শেষ হলো অপূর্ণতায়। ১৯৯৬ সালে অলিম্পিকে নারী ফুটবল অর্ন্তভুক্তির পর চারবার শিরোপা জিতেছিল মার্কিন মেয়েরা। শনিবার রাতে তাদের হাতে উঠলো পঞ্চম শিরোপা। লাতিন আমেরিকার দেশটিকে আগের দুইবারই হারের তেতো স্বাদ দিয়েছিল আমেরিকার মেয়েরা। ব্রাজিলের মেয়েদের সামনে ছিল মধুর প্রতিশোধ নেওয়ার হাতছানি। কিন্তু প্যারিসেও সেই প্রতিশোধ নেওয়া হলো না। পিএসজির ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে হারতে হলো মার্তাদের। এ নিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে তিনবার উঠে তিনবারই যুক্তরাষ্ট্রের কাছে হারলো সেলেসাওরা।
পার্ক দেজ প্রিন্সেসে স্বর্ণ জয়ের ম্যাচে আধিপত্য ছিলো ব্রাজিলের। বলের দখলে এগিয়ে থেকেও সফল হতে পারেনি তারা। প্রথমার্ধে গোলের সুযোগ গুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিলের ফরোয়ার্ডরা। খেলার ১৬ মিনিটে যুক্তরাষ্ট্রের জালে বল জড়িয়ে উদযাপনে মেতেছিলেন লুদমিলা সিলভা তবে তা অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। গোলশূণ্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একই চিত্র।
ব্রাজিলের আক্রমনের পাশাপাশি সহজ সুযোগ নষ্ট করেছে যুক্তরাষ্ট্রও। তবে তারা সফল হয়েছে ৫৭ মিনিটে। ব্রাজিলের অফসাইডের ফাঁদ ভেঙ্গে একটি পরিকল্পিত আক্রমনে একমাত্র গোলটি পায় যুক্তরাষ্ট্র। দলের হয়ে গোল করেন ম্যালোরি সোয়ানসন। নিজের শততম ম্যাচে গোল করে দলকে পঞ্চম স্বর্ণ এনে দিলেন এই ফরোয়ার্ড। ইনজুরি টাইমের দশম মিনিটে সমতা ফেরানোর বেশ কাছে ছিল ব্রাজিল। বক্সের সেন্টার থেকে নেওয়া আদ্রিয়ানার হেড দারুণ সেভে রুখে দেন মার্কিন কিপার আরিসা নায়েহার। শেষ পর্যন্ত ২০০৮ সালের পর ফাইনালে উঠেও রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির
হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা
সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে : পুলিশ
জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে
আ'লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না : গোলাম পরওয়ার
ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ