সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের ফুটবল সমর্থক ও সাবেক খেলোয়াড়রা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা চারবারের সভাপতি কাজী মো, সালাউদ্দিনের পদত্যাগের দাবীতে আন্দোলন করছেন। এ ধারাবাহিকতায় এবার সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে সরব হলো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল’ নামের একটি সংগঠন। এই সংগঠনের ব্যানারে গতকাল সকালে মতিঝিলের বাফুফে ভবনের সামনে সালাউদ্দিনের পদত্যাগের আলটিমেটাম দিয়ে মানববন্ধন করেন বিএনপি পন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। এই মানববন্ধনে বলা হয়, আগামী ২৪ ঘন্টার মধ্যে কাজী সালাউদ্দিন পদত্যাগ না করলে দেশের ক্রীড়াঙ্গনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাফুফের আসন্ন নির্বাচন পেছানোর দাবি পেশ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি আবদুস সালাম, ডাকসুর সাবেক জিএস, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, ছাইদ হাসান কানন, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব সহ অন্যান্যরা। মানববন্ধনে নিজ বক্তব্যে আবদুস সালাম বলেন, ‘কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত হবেন।’ তিনি আরও বলেন,‘আমরা যখন ক্রীড়াঙ্গনে ছিলাম কোনো দলীয়করণ করিনি। হারুনুর রশীদ আওয়ামী লীগের এমপি ছিলেন, আমরা এরপরও তাকে ফেডারেশনের সাধারণ সম্পাদক রেখেছিলাম। কিন্তু তারা ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ দলীয়করণ করেছে।’ সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন,‘ফুটবল ফেডারেশনে সালাউদ্দিনসহ অন্যদের থাকার অধিকার নেই। তারা দুর্নীতি করে নিজেদের আখের ঘোচালেও ফুটবলকে নিচে নামিয়েছে। তাই নিজ থেকেই পদত্যাগ করা উত্তম হবে কাজী সালাউদ্দিনের।’
বাফুফেতে রাজনৈতিক চাপ ও সরকারি হস্তক্ষেপ হলে ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। এই বিষয়ে আমিনুল বলেন,‘আমরা নিয়মতান্ত্রিক উপায়ে বাফুফেতে পরিবর্তন চাই। ফিফার সঙ্গে আলোচনা করেই সব কিছু করা যাবে। অনিয়মতান্ত্রিক ও ফিফার নির্দেশনার বাইরে কিছু করা হবে না। তবে বাংলাদেশের ফুটবলাঙ্গন বাঁচাতে সালাউদ্দিনের পদত্যাগের বিকল্প নেই। তার সভাপতি থাকার নৈতিক কোনো অধিকার নাই। বিবেকবোধ থাকলে তিনি পদত্যাগ করবেন। আমরা তার অধীনে ফুটবল ফেডারেশনে কোনো নির্বাচন চাই না। এই ব্যাপারটি একেবারে স্পষ্ট।’ তিনি যোগ করেন,‘দেশের অন্য ক্ষেত্রের মতো ফুটবলেও হয়েছে সীমাহীন দুর্নীতি। স্বৈরাচার সরকারের চ্ছত্রছায়ায় সালাউদ্দিন সেই সমর্থন পেয়েছেন। এখন আর সালাউদ্দিন পার পাবেন না।’
মানববন্ধন শেষে আব্দুস সালাম ও আমিনুল সহ সাবেক কয়েকজন ফুটবলার বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, সেখানে তারা কয়েক মিনিট আলোচনা করে তাদের দাবি পেশ করেন। যে দাবির অন্যতম ছিল বাফুফের আসন্ন নির্বাচন পেছানো। বাফুফের নির্বাচিত কমিটির চার বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। ইতোমধ্যে বাফুফে ফিফার কাছে সময় চেয়ে ২৬ অক্টোবর নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছে। নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আমিনুল বলেন,‘বন্যা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন পেছানোর জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করতে বলেছি বাফুফের দায়িত্বশীলদের।’ বাফুফে সাধারণ সম্পাদক তুষার অনানুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান, তিনি দাবি ও প্রস্তাবগুলো বাফুফে সভাপতি ও নির্বাহী কমিটিকে অবহিত করবেন। সভাপতি ও নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬
আওয়ামীলীগ লাশের ওপর নৃত্য করে ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছিল : ড. রেজাউল করিম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নীলফামারী ছাড়লেন আসিফ মাহমুদ
ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
কচুয়ার একাধিক মামলার আসামি বাবু দুমকীতে গ্রেফতার
পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম: হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ধামরাইয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা স্বামী আটক
দৌলতদিয়ায় বয়স্ক যৌনকর্মীদের শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ
যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত: বদিউল আলম
নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুসা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত
কুষ্টিয়ায় দরজা ভেঙে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাজীগঞ্জে ৩৫ একর কৃষি জমিতে পানিবদ্ধতা
টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফায়ারফাইটার নিহতের ঘটনায় যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বোয়ালমারীতে পর্ণোগ্রাফির চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে