সালাহর শেষের ঝলক, এমবাপের শুরু
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম
মৌসুমের শুরুটা ভালোই কাটছে লিভারপুলের। টানা ম্যাচ জিতে শতভাগ সাফল্য তুলে নিয়েছে আর্নে সøটের দল। রোববার ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ঘরের মাঠে বলের দখলে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি। অন্যদিকে মোহামেদ সালাহ’র নৈপূণ্যে প্রতিপক্ষের মাঠ থেকে পুরো পয়েন্ট নিয়েই ফিরেছে অলরেডরা। স্কোয়াডের শক্তির বিচারে প্রতিপক্ষকে আগে থেকেই এগিয়ে রাখছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। মাঠের লড়াইয়ে পার্থক্যটা যেন আরও ফুটে উঠল আক্রমণভাগে বিশেষ করে ফিনিশিংয়ের সক্ষমতায়। সেখানে শতভাগ সাফল্যে প্রতিপক্ষকে একরকম উড়িয়েই দিল লিভারপুল। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন সালাহ। লুইস দিয়াজের জোড়া গোলের পর ব্যবধান বাড়ান এই মিশরীয় ফরোয়ার্ড। ৩৫ মিনিটে গোলের খাতা খোলেন লুইস দিয়াজ। এরপর ৪৫ মিনিটে তার গোলেই ২-০ তে লিড পায় লিভারপুল। দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন মোহামেদ সালাহ। নিজের গোলটি করেছেন ৫৬ মিনিটে। এবারের লিগে তিন ম্যাচেই একটি করে গোল করলেন সালাহ। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে এই নিয়ে সরাসরি ১৮ গোলে অবদান রাখলেন লিভারপুল ফরোয়ার্ড। অসাধারণ এই জয়ের পর সবাইকে হতবাক করে দিয়ে তিনি বললেন, আগামী মৌসুমে এই ঠিকানায় তাকে নাও দেখা যেতে পারে। ওল্ড ট্র্যাফোর্ডে দাপুটে এই জয়ের পর স্কাই স্পোর্টসকে নিজের ভবিষ্যৎ ভাবনা জানান মিশরের স্ট্রাইকার। ‘খুব ভালো একটা গ্রীষ্ম কেটেছে আমার, লম্বা একটা সময় ধরে নিজেকে নিয়ে এবং ইতিবাচকভাবে ভাবতে পেরেছি। আপনারা জানেন, এই ক্লাবে এটাই আমার শেষ বছর।’ ‘আমি শুধু সময়টা উপভোগ করতে চাই।’ পরক্ষণেই ৩২ বছর বয়সী সালাহর কথায় যেন একটু অভিমানের ছোঁয়াও ফুটে উঠল।“ক্লাবের কেউ এখনও আমার সঙ্গে চুক্তি নিয়ে কথা বলেনি। তাহলে ঠিক আছে, আমি এখানে আমার শেষ মৌসুম খেলব এবং মৌসুম শেষে দেখা যাবে, কী হয়। বিষয়টা আমার ওপর নির্ভর করছে না।” এবারের লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেয়েছেন সালাহ। তার দলও জিতেছে সবগুলো ম্যাচ। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর দলটির হয়ে ৩৫২ ম্যাচ খেলে ২১৪টি গোল করেছেন সালাহ, অ্যাসিস্ট করেছেন ৯২টি। একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগসহ জিতেছেন আরও কয়েকটি শিরোপা। সুত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব সালাহকে পেতে আগ্রহী। তবে, এ নিয়ে বেশি কিছু জানায়নি সংবাদমাধ্যমটি। আসরে এই নিয়ে তিন ম্যাচের সবগুলোই জিতল লিভারপুল। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। জয় দিয়ে আসর শুরুর পর ইউনাইটেড হারল টানা দুই ম্যাচ। ৩ পয়েন্ট নিয়ে দলটি আছে ১৪ নম্বরে। এদিকে, এমবাপ্পের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। লা লিগায় যোগ দেয়ার পর সময়টা ভালো যাচ্ছিলোনা কিলিয়ান এমবাপ্পের। গোল না পাওয়ায় সমালোচনার মুখে পড়েন ফরাসী এই ফরোয়ার্ড। রিয়াল বেটিসের বিপক্ষের ম্যাচে বেশকটি সুযোগ হাতছাড়া করার পর জালের দেখা পেলেন বিশ্বকাপ জয়ী তারকা। তার জোড়া গোলের দিনে জয়ের পথে ফিরল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে লিগে নিজেদের চতুর্থ ম্যাচে রিয়াল বেটিসকে ২-০ গোলে হারিয়েছে এমবাপ্পের দল। অভিষেক ম্যাচে উয়েফা সুপার কাপের শিরোপার লড়াইয়ে গোল করে রিয়াল অধ্যায়ের দারুণ শুরু করেছিলেন এমবাপ্পে। তবে লিগের প্রথম তিন ম্যাচে দেখা যায়নি তার চেনা রূপ। গোল ক্ষরায় ভুগছিলেন তিনি। অবশেষে চতুর্থ ম্যাচে এসে ঘুচল অপেক্ষা। খেলার ২৪ মিনিটে তার কোনাকুনি শট অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। ৪০ মিনিটে পাওয়া সুযোগটাও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। অবশেষে বিরতির পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৬৭ মিনিটে ফেদেরিকো ভালভার্দের পাসে দারুন শটে রিয়াল বেটিস গোলকিপারকে পরাস্ত করেন এমবাপ্পে। আট মিনিট পর ভিনিসিয়াস জুনিয়রকে বেটিসের গোলকিপার ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকে ব্যবধান বাড়াতে সমস্যা হয়নি এমবাপ্পের। পরের সময়টাতে আর ঘুরে দাড়াতে পারেনি রিয়াল বেটিস। ম্যাচ শেষে এমবাপ্পে বললেন, লা লিগায় প্রথম গোল, সেটিও তার স্বপ্নের মাঠে, মুহ‚র্তটি তার মনে থাকবে। তবে নিজের গোলের চেয়ে দলের জয়ই বেশি তৃপ্তি দিয়েছে তাকে। ‘দারুণ মুহ‚র্ত এটি। বিশ্বের সেরা স্টেডিয়ামে, এই কল্পনার রাজ্যে গোল করতে মুখিয়ে ছিলাম আমি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। প্রথম তিন ম্যাচে গোল করতে না পারা আমার জন্য অনেক বড় ব্যাপার। তবে ঠিক আছে, এরকম হতে পারে। সতীর্থদের ভরসা ছিল আমার ওপর।’ ‘এখানে আসার পর থেকেই খুশি আছি। তিন ম্যাচে গোল করতে না পারার পরও এখানে লোকে অনেক ভালোবাসা দিয়েছে। অনেকের কাছে হয়তো এসবের তত মূল্য নেই, তবে আমার কাছে তা অনেক কিছু। এই সময়টায় ক্লাব, সতীর্থরা, সমর্থকরা সবাই পাশে ছিল। এই ক্লাবের হয়ে গোল করার বিশ্বাস জুগিয়েছে আমাকে।’ ৪ ম্যাচে দুই জয় আর দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে আটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। প্রথম চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকের প্রান গেল
বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬
আওয়ামীলীগ লাশের ওপর নৃত্য করে ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছিল : ড. রেজাউল করিম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নীলফামারী ছাড়লেন আসিফ মাহমুদ
ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
কচুয়ার একাধিক মামলার আসামি বাবু দুমকীতে গ্রেফতার
পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম: হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ধামরাইয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা স্বামী আটক
দৌলতদিয়ায় বয়স্ক যৌনকর্মীদের শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ
যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত: বদিউল আলম
নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুসা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত
কুষ্টিয়ায় দরজা ভেঙে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাজীগঞ্জে ৩৫ একর কৃষি জমিতে পানিবদ্ধতা
টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফায়ারফাইটার নিহতের ঘটনায় যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বোয়ালমারীতে পর্ণোগ্রাফির চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী