ডি মারিয়ার বিদায়ী ম্যাচ রাঙাল আর্জেন্টিনা
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম
বিশ্বকাপ বাছাই লাতিন আমেরিকা অঞ্চলে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গতকাল বুয়েন্স আয়ার্সে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়াই চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। নিজেদের মাঠে প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে তিন গোল আদায় করে নেয় লিওনেল স্কালোনির দল। দলের হয়ে গোল করেছেন ম্যাক অ্যালিষ্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে ধরে রাখল আধিপত্যও। প্রথমে ঘোষিত দলে জায়গা হয়নি পাওলো দিবালার। ইউরোপের পাটও প্রায় চুকিয়ে দিচ্ছিলেন। সউদী আরবের বিমান ধরার খুব কাছেই ছিলেন দিবালা। হুট করেই যেন সব বদলে গেল। রোমায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ডাক পেলেন জাতীয় দলে। বদলি নেমে করলেন গোলও। তাও আবার ১০ নম্বর জার্সি পরে। ৭৯তম মিনিটে ম্যাক অ্যালিষ্টারের বদলি নেমে যোগ করা সময়ে দলের হয়ে শেষ গোলটি করেছেন দিবালা। অনেক দিন থেকেই আর্জেন্টিনা দলের ১০ নম্বর জার্সি পরে খেলেন লিওনেল মেসি। অবসরে গেলে এই জার্সি তার সম্মানে উঠিয়ে রাখার জোরালো দাবিও রয়েছে। তবে কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট এখনও সেরে না ওঠায় চিলির বিপক্ষে ছিলেন না মেসি। তাই ১০ নম্বর জার্সিটি দিবালাকে দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। ১০ নম্বর জার্সি পরলেও এটার আসল মালিক তিনি নন তা ভালো করেই জানেন দিবালা, ‘আমি জানি জার্সিটা আমার নয়। সবাই জানে এটা লিওর। যতটা ভালোভাবে সম্ভব, আমি এটার প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি।’
‘কেউ কেউ বলেছে, আমার এটা পরা উচিত। এটা নেওয়া উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে।’ জাতীয় দলে ফিরতে পেরেও উচ্ছ্বসিত দিবালা। সেই সঙ্গে ১০ নম্বর জার্সি পরে সেরাটা দিতে পারার তৃপ্তিও ঝরে তার কণ্ঠে, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।’। বিশ্বকাপ বাছাইয়ে আগে থেকেই টেবিলে শীর্ষে ছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করল তারা। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে আলবিসেলেস্তারা এখন এগিয়ে ৫ পয়েন্টে। নিজেদের পরের ম্যাচে গত কোপা আমেরিকার ফাইনালিস্ট কলম্বিয়ার মুখোমুখি হবে শিরোপাধারী আর্জেন্টিনা। এছাড়া বলিভিয়ার বিপক্ষে খেলবে চিলি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা