শেষ ম্যাচও জয়ে রাঙাতে চায় বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচ সিরিজ
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম
ভুটানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ দল। এবার শেষ ম্যাচও জয়ে রাঙাতে চায় তারা। আজ প্রীতি ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভুটান ও বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। আজকের ম্যাচে খেলতে পারছেন না বাংলাদেশের তারকা ফরোয়ার্ড রাকিব হোসেন। প্রথম ম্যাচে পায়ের গোড়ালিতে ব্যাথা পাওয়ায় শেষ প্রীতি ম্যাচে তাকে বসিয়ে রাখছেন বাংলাদেশের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দুই প্রীতি ম্যাচের দু’টিতেই জেতার লক্ষ্যে ভুটানে এসেছেন বলে আগেই জানিয়েছেন কাবরেরা। তার প্রথম ম্যাচে লক্ষ্য পূরণ হয়েছে। আজকের ম্যাচ জিতলে শতভাগ সাফল্য পাবে লাল-সবুজরা। এই ম্যাচও জিতে লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করতে চান অধিনায়ক জামাল ভূঁইয়া। গতকাল তিনি বলেন, ‘ভুটান সফরে ইতোমধ্যে আমাদের লক্ষ্যের ৫০ ভাগ পূর্ণ হয়েছে। বাকি ৫০ ভাগ পূরণ করেই আমরা দেশে ফিরতে চাই।’ ভুটান দল সম্পর্কে এই মিডফিল্ডার বলেন, ‘প্রথম ম্যাচে ভুটান অনেক ভাল খেলেছে। যদিও চেনচো সহ আরও ক’জন নিয়মিত ফুটবলার তাদের এই দলে নেই। তারপরও তারা অনেক চাপ প্রয়োগ করেই আমাদের বিপক্ষে লড়াই করেছে। শেষ ম্যাচে ভুটান চেষ্টা করবে জেতার জন্য। আমরা হাল ছাড়বো না। আমাদের জন্য দোয়া করবেন।’
প্রথম প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়া ফরোয়ার্ড রাকিব হোসেনকে এই ম্যাচে পাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিলেন দলের সহকারী কোচ ও সাবেক তারকা ফুটবলার হাসান আল মামুন। তার কথায়, ‘প্রথম ম্যাচে রাকিব পায়ের গোড়ালিতে অনেক ব্যথা পেয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এক্সরে করানো হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে এই ম্যাচে খেলানো হবে না। তবে লম্বা সময় তাকে বসেও থাকতে হবে না। দ্রুতই জাতীয় দলে ফিরবে রাকিব।’ ভুটানের খেলা সম্পর্কে মামুন বলেন, ‘এই ভুটানকে আগে কখনো দেখিনি। প্রথম ম্যাচে তারা ৪-২-৩-১ পদ্ধতিতে খেলেছে। আগে কখনো তাদেরকে এই পদ্ধতিতে খেলতে দেখিনি।’ শেষ ম্যাচে বাংলাদেশের কৌশল কি হবে? তা জানিয়ে দিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ, ‘আগের ম্যাচের ভুলগুলি চিহ্নিত করেছি। ভুটানিদের দুর্বলতাগুলো খুঁজে বের করেছি। কৌশলগত ভাবে ভুটানের সেই দুর্বল জায়গাগুলোতেই আঘাত করবো আমরা।’
ভুটানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ জিততে চাওয়ার নেপথ্য কারণ ফিফা র্যাঙ্কিংয় নিজেদের অবস্থানের উন্নতি করা। হাসান আল মামুন বলেন, ‘আমরা এখানে এসেছি ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য। আগে বড় বড় দলের সঙ্গে খেলেছি। এখন খেলছি সমসাময়িক বা ছোট দলের বিপক্ষে।’
দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে কাল বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাংলিমিথাং স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরান বাংলাদেশ দলের খেলোয়াড়রা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কুষ্টিয়া সরকারী কলেজের বিএনসিসি ও রোভার স্কাউট
নাজমা মোবারেক ইতিহাসে প্রথম নারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে
ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আ'লীগ নেতা শশধর সেন গ্রেফতার
আখাউড়ায় সংঘর্ষে আহত নয়জন, পাল্টাপাল্টি মামলা
ভারতে হলে কিভাবে নির্বাচনী প্রচার চালাতেন ট্রাম্প-কমলা
রংপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যু দন্ড, ১ জনের যাবজ্জীবন
ইবিতে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামীপন্থীদের যত তৎপরতা
পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক
লাইসেন্স ফি কমানোর দাবিতে ফরিদপুরে অটো চালকদের বিক্ষোভ-মানববন্ধন
আটঘরিয়ার হস্তালিত তাঁতের তৈরি চাচকিয়ার লুঙ্গি এখন একটি ব্রান্ড
রংপুর মেডিকেল নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে কর্মবিরতি
পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেল দেশের আরেকটি প্রতিষ্ঠান
শ্যামপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু
টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি
রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী, অক্টোবরে প্রবাসী আয় ২.৩০ বিলিয়ন ডলার
নিরাপদ প্রজননের পরে ইলিশ আহরনে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেল
সঠিক আরওপি ব্যবস্থাপনা না হলে অন্ধত্বের ঝুঁকি বাড়বে বাংলাদেশে
ইসি সার্চ কমিটির প্রথম বৈঠক, কমিশন গঠনে সৎ-নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ হবে’
সোনালী ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে চুক্তি
রাজবাড়ীতে সুন্দরবন ও মধুমতি ট্রেন পৌনে এক ঘন্টা আটকে রেখে ছাত্রদলের বিক্ষোভ