এবার সুপার সাব রোনালদো
১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ এএম
আগের ম্যাচে ফুটবল ক্যারিয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত বদলি হিসেবে নেমে দলকে জয় এনে দিলেন পর্তুগিজ এই তারকা। টানা দুই জয়ে দলকে নেশন্স লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষস্থানে নিয়ে গেলেন তিনি। ঘরের মাঠে রোববার রাতে নেশন্স লিগের ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত রোনালদো ম্যাজিকে জয় নিয়েই মাঠ ছেড়েছে পর্তুগিজরা। প্রথমার্ধে খেলার ৭ মিনিটে স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দেস সমতা ফেরানোর পর দলকে জয় এনে দেন রোনালদো। টানা দুই ম্যাচে গোল করেন পর্তুগিজ মহাতারকা। স্কটল্যান্ডের বিপক্ষে এই প্রথম গোল করলেন রোনালদো। সব মিলিয়ে ৪৯ দলের বিপক্ষে জালে বল পাঠালেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচে ছুঁয়েছিলেন নয়শ গোলের সীমানা। ৩৯ বছর বয়সী মহাতারকার গোল হলো ৯০১টি। এই গোলের মধ্য দিয়ে হাজার গোলের পথে যাত্রা হলো শুরু রোনালদোর। ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার আগেই রোনালদো বলেছেন, ক্যারিয়ারে ১ হাজার গোল করতে চান তিনি।
নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে ৯০০ পূরণ হয় তার। এরপর নতুন শুরু পরের ১০০ গোলের পথে। সেখানেও সূচনাটা হয়েছে দারুণ। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি নেমে তিনি ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন শেষ দিকে। তার গোলেই ম্যাচ জিতেছে পর্তুগাল। আন্তর্জাতিক ফুটবলে যেটি তার ১৩২তম গোল আর ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯০১টি। ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে রোনালদোর সতীর্থ ফার্নান্দেসের নিজের কাছেও। তার ক্যারিয়ারের ৬০০তম ম্যাচ এটি। তার জন্মদিনও ছিল এ দিন। ৩০ বছর পূর্ণ করা এই ফুটবলারের গোলেই এ দিন সমতা ফেরায় পর্তুগাল।
লিসবনে স্কট ম্যাকটমিনের গোলে সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্কটল্যান্ড। দ্বিতীয়ার্ধের নয় মিনিটে বক্সের বাইরে থেকে ফার্নান্দেসের গড়ানো শট স্কটিশ গোলকিপারের হাত ছুঁয়ে স্পর্শ করে জাল। পরে ৮৮তম মিনিটে নুনো মেন্দেসের বাড়ানো বলে দ্রুতগতিতে ছুটে এসে বল জালে পাঠান রোনালদো। স্কটল্যান্ডের বিপক্ষে এটিই তার প্রথম গোল। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি দেশের বিপক্ষে গোল করার রেকর্ডটি তিনি সমৃদ্ধ করলেন আরও। ৪৮ দেশের বিপক্ষে গোলের স্বাদ পেলেন ইতিহাসের সফলতম গোলস্কোরার। শুরুর একাদশে হোক বা বদলি নেমে, রোনালদো যে সব ভূমিকায় পার্থক্য গড়তে পারেন, সেটিই ম্যাচের পর তুলে ধরলেন ফার্নান্দেস। পাশাপাশি তিনি মনে করিয়ে দিলেন ৩৯ বছর বয়সী তারকার লক্ষ্যের কথাও। ‘তার প্রভাব সবসময়ই একইরকম, সেটা তিনি বেঞ্চে বসে ম্যাচ শুরু করুন কিংবা নয়। বদলি নামা সবাই পার্থক্য গড়ে দিয়েছে আজকে। ক্রিস্টিয়ানো তো ক্রিস্টিয়ানোই। আজকে আবার গোল করলেন, ৯০১ গোল হয়ে গেল তার এবং হাজারের পথে তার যাত্রা শুরু হলো, যেটা তিনি খুব করে চান’। টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। লুকা মদ্রিচের একমাত্র গোলে পোল্যান্ডকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে ক্রোয়েশিয়া। একটি করে জয়ে এই দুটি দলের পয়েন্ট ৩ করে। টানা দুই হারে এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি স্কটল্যান্ড। এদিকে, সুইজারল্যান্ডকে উড়িয়ে প্রথম জয়ের দেখা পেলো স্পেন। জেনেভায় রোববার ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের খেলায় সুইসদের ৪-১ গোলে হারিয়েছে ইউরোর শিরোপাধারীরা। জোড়া গোল করেছেন ফ্যাবিয়ান রুইজ। অন্য দুই গোলদাতা হোসেলু ও ফেরান তোরেস। সুইজারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন জেকি আমদৌনি। নেশন্স লিগের চলতি আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল লুইস দে লা ফুয়েন্তের দল। সার্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে মুকুট ধরে রাখার অভিযান শুরু করেছিল স্পেন। এক ঘণ্টারও বেশি সময় এক জন কম নিয়ে খেলেও এবার দাপুটে জয় তুলে নিল তারা। অন্যদিকে সুইজারল্যান্ড পেল টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে স্পেন। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়া ডেনমার্ক ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১ পয়েন্ট নিয়ে সার্বিয়া তৃতীয়। এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি সুইজারল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা