একাদশে পরিবর্তনের আভাস দিলেন আর্জেন্টিনা কোচ
১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
বাংলাদেশে আজ যখন গভীর রাত, তখন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। শুরুতে মাঠে নামতে দেখা যেতে পারে তরুণ উদীয়মান তারকা আলেসান্দ্রো গ্যারাঞ্চোকে।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গোলবার রাত আড়াইটায়।
ফিটনেস ইস্যু থাকলেও ম্যাচের আগের দিন অনুশীলন করেছেন নিকোলাস গনসালেজ ও অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর, একাদশে এদিন ইউভেন্তুস ফরোয়ার্ড নিকোলাস গনসালেজের জায়গায় দেখা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ বছর বয়সী ফরোয়ার্ড গ্যারাঞ্চোকে।
আসরে নিজেদের সবশেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের শেষ দিকে বদলি নেমে দলের তৃতীয় ও শেষ গোলে সহায়তা করেন গ্যারাঞ্চো।
আবার মাঠে নামবার আগে দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছেন স্কালোনি। ইঙ্গিত দিয়েছেন একাদশে পরিবর্তনের।
“দল ভালো করছে। চোট কাটিয়ে ওঠা নিয়ে অবশ্য কিছুটা সমস্যা আছে। নিকো (নিকোলাস গনসালেজ) আলাদা অনুশীলন করেছে এবং অ্যালিক্সিস (ম্যাক অ্যালিস্টার) আমাদের সাথেই অনুশীলন করেছে। আমরা কঠিন অনুশীলন করিনি। সাধারণত আমরা ভালোই করছি।”
“আমরা যেভাবে খেলতে যাচ্ছি তার মূল্যায়ন করছি, (একাদশে) কিছু পরিবর্তন হতে পারে।”
গত জুলাইয়ে ফাইনালে এই কলম্বিয়াকে হারিয়েই কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। কলম্বিয়ার সেট পিস থেকে পাওয়া সাফল্য নিয়ে আলোচনা হচ্ছে ইদানিং। অবশ্য নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনছে না আর্জেন্টিনা। শিষ্যদের কেবল স্বতর্ক থাকার তাগিদ দিলেন দলটির কোচ।
“ডিফেন্ড করার রাস্তা আমাদের জানা আছে। আমরা আমাদের প্রতিপক্ষকে দেখি এবং বিশ্লেষন করি, তবে আমরা আমাদের ডিফেন্সের পরিকল্পনায় বদল আনছি না। এটা ঠিক যে পরিস্থিতি বিবেচনায় কিছু পজিশনে কখনও কখনও বদল আসে, তবে এটা পরিষ্কার যে এটা (সেট পিস) তাদের একটা অস্ত্র এবং এজন্য অবশ্যই আমাদের স্বতর্ক হতে হবে।”
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭ রাউন্ড শেষে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। ৩ জয় ও ৪ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।
১০ পয়েন্ট নিয়ে তালিকার চারে থাকা ব্রাজিল বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায় খেলবে স্বাগতিক প্যরাগুয়ের বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার