জুয়া ও ম্যাচ পাতানোর দায়ে ৪৩ জন আজীবন নিষিদ্ধ
১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
জুয়ায় অংশ নেয়া ও ম্যাচ পাতানোর দায়ে চাইনিজ ফুটবল এসোসিয়েশন (সিএফএ) ৪৩ জনকে আজীবন নিষিদ্ধ করেছে। এর মধ্যে চায়না জাতীয় ফুটবল দলের সাবেক তিন খেলোয়াড়সহ দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ দলের খেলোয়াড় সন জুন-হো রয়েছেন।
চীনের রাষ্ট্রয়ত্ত সংবাদ মাধ্যম মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
প্রেসিডেন্ট সি জিনপিংয়ের অধীনে বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে চীনের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ফুটবলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং দুর্নীতির দায়ে অনেক শীর্ষ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে।
সি জিনপিং নিজেও অনেক বড় একজন ফুটবল ভক্ত। তিনি সবসময়ই স্বপ্ন দেখেন চায়নায় একদিন বিশ্বকাপ আয়োজিত হবে ও চায়না বিশ্বকাপ জিতবে। কিন্তু বারবার দূর্নীতির অভিযোগে তার সেই স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে। একইসাথে মাঠের পারফরমেন্সেও চীন অনেকটাই পিছিয়ে পড়েছে।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, দেশীয় খেলায় অবৈধ জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ে দুই বছর তদন্তের পর ১২৮ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে ৪৩ জনকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ হওয়া বেশির ভাগ ব্যক্তিই পেশাদার খেলোয়াড় ছিলেন।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার ঘন্টাখানেক আগে চাইনিজ ফুটবলে এই নিষেধাজ্ঞার খবর এসেছে। এক সপ্তাহ আগে চির প্রতিদ্বন্দ্বী জাপানের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে চাইনিজ জাতীয় ফুটবল দল।
চাইনিজ ফুটবল এসোসিয়েশন অভিযোগ করেছে চাইনিজ সুপার লিগে শানডং টাইশানের হয়ে খেলা সন ম্যাচ পাতানোর সাথে জড়িত এবং তিনি ঘুষ নিয়েছেন। দক্ষিণ কোরিয়া জাতীয় দলের এই মিডফিল্ডার কাতার বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছেন। ২০২৩ সালের মে মাসে চায়নায় তাকে এই অভিযোগে আটক করা হয়। ১০ মাস জেল খাটার পর মার্চে তিনি দক্ষিণ কোরিয়া ফিরে গেছেন। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ার শীর্ষ ঘরোয়া লিগে খেলছেন। বিষয়টি সমাধানের জন্য শিগগিরই ৩২ বছর বয়সী সন একটি সংবাদ সম্মেলন করবেন বলে তার প্রতিনিধি জানিয়েছেন।
সন ছাড়াও শানডং টাইশানের আরেক সাবেক খেলায়াড় জিন জিংদাও আজীবন নিষিদ্ধ হয়েছে। তার সাথে নিষিদ্ধ হওয়া চাইনিজ জাতীয় দলের অপর দুই খেলোয়াড় হলেন গু টিয়ানয়ু ও গু চাও।
শুধু চীনের ফুটবলাররাই নন, সিএফএর পরিচালনা পর্ষদের সদস্যরাও কড়া নজরদারিতে আছেন। তদন্তে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মেলায় এ পর্যন্ত সিএফএর প্রায় ১০ উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ‘বিপুল পরিমাণ ঘুষ’ নেওয়ার দায়ে গত মার্চে সিএফএর সাবেক চেয়ারম্যান চেন জুইউয়ানকে আজীবন কারাদন্ড দিয়েছে চীনা সরকার। সে সময় সরকার এক বিবৃতিতে জানায়, ‘জুইউয়ান যেসব কুকর্ম করেছেন সেগুলো ন্যায্য প্রতিযোগিতা ও শৃঙ্খলাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’
চীন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ও ইংলিশ ক্লাব এভারটনের সাবেক মিডফিল্ডার লি তিয়েও গত মার্চে তার সব দোষ স্বীকার করেছেন। ম্যাচ ফিক্সিংয়ে সহায়তা করতে তিনি ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা