বার্সাকে হারিয়েই দিল মোনাকো
২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম
নতুন ফরম্যাটের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালো হয়নি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। ম্যাচ শুরুর দশ মিনিটেই এরিক গার্সিয়ার লালকার্ডই শেষ পর্যন্ত ডুবিয়েছে কাতালানদের। বৃহস্পতিবার রাতে ফরাসি প্রতিপক্ষ মোনাকোর কাছে ২-১ গোলে হেরেই এবারের মিশন শুরু করলো হান্সি ফ্লিকের দল। ম্যাচের শুরুতেই জোড়া ধাক্কা- একজন খেলোয়াড় কমে যাওয়ার পর গোল হজম। সেই ধাক্কা সামলে লামিনে ইয়ামালের দারুণ গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিলো বার্সেলোনা। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাদের হারিয়ে ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার উপলক্ষ রাঙাল মোনাকো।
দশ জনের বার্সার বিপক্ষে খেলার ১৬ মিনিটে ম্যাগনেস অ্যাকলিওচের গোলে এগিয়ে যায় মোনাকো। শুরুতে গোল হজম করে দমে যায়নি বার্সেলোনা। একজন কম নিয়েই দারুনভাবে ঘুরে দাড়ায় তারা। ২৮ মিনিটে মাঝমাঠ থেকে মার্ক কাসাদোর উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে যান ইয়ামাল। এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে একটু জায়গা করে নিয়ে বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের নিচু শট জাল খুঁজে নেয়। চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ এই উইঙ্গারের প্রথম গোল এটি। ১৭ বছর ৬৮ দিন বয়সে ইউরোপ সেরা প্রতিযোগিতায় গোল করে দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ডের খাতায় নাম লেখালেন এই স্প্যানিশ তরুন । এরআগে বার্সেলোনার হয়েই ১৭ বছর ৪০ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়েন আনসু ফাতি। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ৬ ম্যাচে ইয়ামালের গোল ও অ্যাসিস্ট হলো সমান ৪টি করে।
দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান গড়ে দেন জর্জ ইনিখেনা। বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। চাম্পিয়ন্স লিগে অভিষেকেই গোলের দেখা পেলেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। চলতি মৌসুমে বার্সেলোনার প্রথম হার এটি। লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে জয়ের পর এলো এই হার। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে তিন ম্যাচে মোনাকোর প্রথম জয় এটিই। এর আগে ১৯৯৩-৯৪ মৌসুমে গ্রুপ পর্বের দুই দেখায় বার্সেলোনা জিতেছিল যথাক্রমে ২-০ ও ১-০ গোলে।
আরেক ম্যাচে ডেভিড রায়ার নৈপুণ্যে হার এড়িয়েছে আর্সেনাল। অসাধারণ দুটি সেভ করে দলকে বাঁচিয়েছেন গোলরক্ষক ডেভিড রায়া। নিজেদের সেরাটা মেলে ধরতে না পারলেও আটালান্টার মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল আর্সেনাল। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরুর ম্যাচে বৃহস্পতিবার রাতে গোলশূন্য ড্র করেছে এই দুই দল। চোট শঙ্কা কাটিয়ে ফেরা বুকায়ো সাকার নৈপুণ্যে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারতো আর্সেনাল। তার রক্ষণ দেয়াল ভেদ করে নেওয়া নিচু ফ্রি কিক ঝাঁপিয়ে কোনোমতে ফেরান গোলরক্ষক মার্কো। ৫১ মিনিটে আর্সেনালকে রক্ষা করেন ডেভিড রায়া। মাতেও রেতেগুইয়ের স্পট কিক ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন রায়া। বল ফের ফিরে যায় রেতেগুইয়ের কাছে। এবারও তার হেড গোললাইন থেকে লক্ষ্যভ্রষ্ট করেন আর্সেনাল কিপার। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা তো বলেই দিলেন এমন সেভ ক্যারিয়ারে দেখেননি তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা,নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত