সুপারসাব ভিনিতে রিয়ালের রেকর্ড
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম
লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে শিরোপাধারীরা। শুরু থেকে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধে ফিনিশিংয়ের সমস্যায় গোল বঞ্চিত থেকেছে রিয়াল। বিরতির পর নিজেদের ভুলে পিছিয়ে পড়েছিলো তারা। তবে সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত বড় জয় পেল কার্লো আনচেলত্তির দল। জয়ের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধে বদলি নেমে নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও গোল করিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
একুশ শতকে রিয়ালের প্রথম গোলরক্ষক হিসেবে লা লিগার ম্যাচে আত্মঘাতী গোল করলেন থিবো কোর্তোয়া। তার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরান দানি কারভাহাল। এরপর রদ্রিগোর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ভিনিসিয়াস। পেনাল্টি থেকে শেষ গোলটি করেন আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। ২০২২ সালের মার্চ-এপ্রিলে করিম বেনজেমার পর রিয়ালের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা তিন ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন এমবাপ্পে।
দুই মৌসুম মিলিয়ে লা লিগায় এই নিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে রিয়াল মাদ্রিদ স্পর্শ করল রিয়াল সোসিয়েদাদের রেকর্ড। ১৯৭৯ থেকে ১৯৮০ সালের মধ্যে লিগে ৩৮ ম্যাচ অপরাজিত ছিল সোসিয়েদাদ। স্পেনের শীর্ষ লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে এই দুই দলের ওপরে আছে কেবল বার্সেলোনা। ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে ৪৩ ম্যাচ অপরাজিত ছিল কাতালান দলটি। ৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। যদিও একটি ম্যাচ কম খেলেছে তারা। রিয়ালের সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে এস্পানিওল।
একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে লুইস দিয়াস-ডারউইন নুনেসের নৈপুণ্যে দাপুটে জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে শনিবার লিগ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে অলরেডরা। নিজেদের আঙ্গিনায় শুরু থেকে আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে লিভারপুল। দুই মিনিটে দুই গোল উপহার দিয়েছেন লুইস দিয়াস। চমৎকার একটি গোল করেছেন দারউইন নুনেসও। বোর্নমাউথকে উড়িয়ে প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরল আর্না সøটের দল। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। ২৬ থেকে ২৮ মিনিটের মধ্যে দুই গোল করে লিভারপুলকে চালকের আসনে বসিয়ে দেন দিয়াস। এবারের লিগে পাঁচ ম্যাচে তার গোল হলো ৫টি সঙ্গে অ্যাসিস্ট আছে একটি। ৩৭ মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৩-০ করেন নুনেস। পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা উরুগুয়ের স্ট্রাইকার এই মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন।
চলতি আসরে প্রথম তিন ম্যাচে জয়ের পর গত রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে হেরে বসে লিভারপুল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে এসি মিলানের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরে তারা। সেই ছন্দ তারা ধরে রাখল ঘরোয়া লিগে ফিরেও। লিভারপুলের শীর্ষে ফেরার রাতে বড় জয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে চেলসি। লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের ঘরের মাঠে তাদেরকে ৩-০ গোলে হারিয়েছে অলব্লুজরা। প্রথমার্ধেই নিকোলাস জ্যাকসনের দুই গোলে এগিয়ে যায় চেলসি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ব্যবধান বাড়ান কোল পালমার।
এদিকে, ক্রিস্টাল প্যালেসের কাছে পয়েন্ট হারিয়ে টেবিলে বড় অবনমন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ক্রিস্টাল প্যালেসের মাঠে এবার গোল করতেই ভুলে গেল এরিক টেন হাগের দল। প্রতিপক্ষের মাঠে লিগের ম্যাচে বল দখল কিংবা আক্রমণ, সব হিসেবে আধিপত্য করেও জিততে পারেনি ইউনাইটেড। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লিগে টানা দুই হারের পর গত শনিবার সাউদাম্পটনকে ৩-০ ব্যবধানে হারায় ইউনাইটেড। এর তিন দিন পর লিগ কাপে তৃতীয় সারির দল বার্নসলির বিপক্ষে ৭-০ গোলে জিতেছিল টেন হাগের দল। বিশাল ওই জয়ের চার দিন পর পয়েন্ট হারানোর হতাশায় ফিরল তারা। পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে নেমে গেছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাস্টন ভিলা। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জেতা চেলসির সংগ্রহ পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট। এছাড়া পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে বোর্নমাউথ। পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ইউনাইটেড। সমান ম্যাচে তৃতীয় ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ক্রিস্টাল প্যালেস।
লা লিগায় রিয়াল মাদ্রিদ আর ইংলিশ লিগে চেলসি-লিভারপুলের সাফল্যের মাঝে হতাশায় ডুবেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় গতকাল সকালে মেজর লিগ সকারে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। ঘরের মাঠে ৪০ হাজার দর্শককে উল্লাস ভাসিয়ে একদম শেষ সময়ে লিওনেল মেসির ইন্টার মিয়ামির কাছ থেকে পয়েন্ট আদায় করে নেয় নিউ ইয়র্ক সিটি। ৯৫ মিনিটে কর্নার থেকে হেডে গোলটি করেন তরুণ মিডফিল্ডার জেমস স্যান্ডস। চোট থেকে ফেরার পর মেসির তৃতীয় ম্যাচ ছিল এটি। পঞ্চম মিনিটেই তার ফ্রি কিক গোলবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। পরে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন লুইস সুয়ারেজও। ৭৫ মিনিটে লিওনার্দো কামপানার গোলে এগিয়ে ছিলো মিয়ামি। পয়েন্ট হারালেও অবশ্য মেজর সকার লিগে টানা সাত ম্যাচে অপরাজিত লিওনেল মেসির দল। ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে ইন্টার মিয়ামি। ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত হোটেলিয়ার-শাখাওয়াত হোসেন
যুদ্ধবিরতি চুক্তি : প্রথম পর্যায়ে মুক্তি পাবেন এক হাজার ফিলিস্তিনি
কালবিলম্ব না করে অবাদ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করুন- এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন
ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ
গাজার 'মানবিক অঞ্চল' নিয়ে উদ্বেগ ,ইসরায়েলি আক্রমণ অব্যাহত
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন