ভেন্যু জটিলতায় বাফুফে!
২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে দ্বিতীয় মর্যাদার টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। প্রথম আসরের মতো এবার এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরেরও আয়োজক বাংলাদেশ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ইতোমধ্যে টুর্নামেন্টের দিনক্ষণ নির্ধারণ করেছে ১১ থেকে ১৯ ফেব্রæয়ারি পর্যন্ত। দিনক্ষণ চূড়ান্ত হলেও ভেন্যু জটিলতায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)! আয়োজক হলেও বাফুফে এখনো জানে না বয়সভিত্তিক নারী সাফের খেলা তারা কোন মাঠে আয়োজন করতে পারবে। বাফুফের ইচ্ছা অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা দেশের প্রধান ফুটবল ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হোক। কিন্তু ওই সময়ের আগে এই ভেন্যু টুর্নামেন্ট আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব নিয়েই এ বছরের ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) নির্দেশনা দিয়েছিলেন। তার নির্দেশনা মতে ওই সময় এই স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়তো হবে, তবে পুরোপুরি নয়। কারণ অবকাঠামোগত সংস্কার এবং মাঠ প্রস্তুতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হলেও পাওয়া যাবে না ফ্লাডলাইট! যদিও গত শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে এসে এখানকার চলমান সংস্কার কাজ দ্রæত শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। তখন তিনি জানিয়েছিলেন, আসন্ন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজনের লক্ষ্য মন্ত্রণালয়ের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে এই ভেন্যু পরিদর্শনে আসা এনএসসির প্রকল্প পরিচালকরা আভাস দিয়েছিলেন ডিসেম্বরের মাঝামাঝি সময় ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হতে পারে। তবে স্টেডিয়ামে আলোর ঝলকানি আনতে সময় লাগতে পারে ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরুর মাস দুয়েক পর। সে হিসেবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা শুরুর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইট পাওয়া যাবে না সেটা এক প্রকার নিশ্চিত। তবে এনএসসি যদি জরুরী ভিত্তিতে ফ্লাডলাইড স্থাপন করতে পারে সেটা ভিন্ন কথা। তা না হলে সিনিয়র নারী সাফের মতো অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের আয়োজক হওয়ার সুযোগও হারাতে পারে বাংলাদেশ। কারণ, ফ্লাড লাইট না থাকলে এই স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজন করবে না সাফ। বাফুফেও কোনো বিকল্প ভেন্যুর কথা বলেনি দক্ষিণ এশিয়ার এই ফুটবল সংগঠনটিকে। এ বিষয়ে গতকাল বাফুফের নির্বাহী সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেন,‘আমরা যখন স্বাগতিক হওয়ার ফরমে স্বাক্ষর করি তার আগেই এনএসসির সঙ্গে আলোচনা হয়েছিল। তখন এনএসসি থেকে জানানো হয়েছিল, ডিসেম্বরের মধ্যে ভেন্যু প্রস্তুত হবে। তবে ফ্লাডলাইট ছাড়া। সাফের প্রতিদিন দু’টি করে ম্যাচ। তাই ফ্লাডলাইট ছাড়া খেলা যাবে না। আমরা এখনো জানি না ফেব্রæয়ারিতে ফ্লাডলাইট হবে কিনা। হলে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে, নাহলে সাফই সিদ্ধান্ত নেবে তারা কি করবে। এটা আমাদের হাতে নেই। আমরা সাফের সঙ্গে কথা বলেছিলাম বঙ্গবন্ধুতে খেলবো বলে। আমি জানি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ্এনএসসি খুবই ইতিবাচক, যাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ নারী সাফ আয়োজন করতে পারি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়?’
এর আগে অবশ্য কিরণ বলেছিলেন, বঙ্গবন্ধু স্টেডিয়াম ওই সময়ের মধ্যে প্রস্তুত না হলে বিকল্প ভেন্যু হিসেবে তিনি কক্সবাজারের কথা ভাবছেন। তিনি এটাও বলেছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাফ। এখন বিকল্প ভেন্যুর চিন্তা তিনি মাথা থেকে ঝেরে ফেলেছেন। কিরণের কথায়,‘আমরা কোনো বিকল্প ভাবলে হবে না। পুরো ভাবনা সাফের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে না হলে তারা বাংলাদেশে বয়সভিত্তিক নারী সাফ করবে নাকি ভেন্যু পরিবর্তন করবে সেটা তাদের ব্যাপার। কারণ, এটা বাফুফের টুর্নামেন্ট না।’
নির্ধারিত সময়ের মধ্যে যদি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট না স্থাপন হয় এবং সাফ যদি বিকল্প ভেন্যুর নাম চায় তখন দেশের কোন স্টেডিয়ামকে প্রাধান্য দেবে বাফুফে? এমন প্রশ্নে কিরণের উত্তর,‘আমি এটা নিয়ে এখনই ভাবছি না। আমি এখনো আশাবাদী যে, বঙ্গবন্ধু স্টেডিয়ামই আমরা পাবো। যে কারণে, এখনই বিকল্প চিন্তা করছি না। আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই মেয়েদের এই টুর্নামেন্টটি আয়োজন করতে ইচ্ছুক এবং এটা নিয়েই কাজ করছি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত না পেলে সাফই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ,জিততে দরকার ৩৩৩
আসছে বছর গাঁটছড়া বাঁধতে চলেছে তামান্না-বিজয় জুটি
লোহাগড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ৪ জন গুরুতর আহত
মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা
পরিবহন খাতে বিশৃঙ্খলার চেষ্টায় আ.লীগের দোসররা
ড. মাহবুব মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাত
নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাশ কমিউনিকেশনস লিমিটেডের যাত্রা শুরু
মানুষের ‘হৃদয় স্পর্শ করার’ ট্রেনিং নিতে স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ
মুরাদনগরবাসীর কাছে সাবেক মন্ত্রী কায়কোবাদের খোলা চিঠি
সেনবাগ হুফফাযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জে আ.লীগ নেতার গ্রেফতার দাবি
কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
পদ্মা রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
এদেশের মানুষ ইসলামি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে : কুমিল্লায় আল্লামা মামুনুল হক
পুত্রের কুড়ালের আঘাতে প্রাণ গেল বৃদ্ধ পিতার
বন্ধ আলহাজ জুট মিল চালুর দাবিতে শ্রমিক দলের মানববন্ধন
আগাম আলু খেত ব্ল্যাক লেকে আক্রান্ত
আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ ৫৯ তম রাউন্ড ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের ফেয়ার ওয়েল অনুষ্ঠিত