ভিনিহীন রিয়ালের লিভারপুল পরীক্ষা

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম

চ্যাম্পিয়ন্স লিগে সময়টা ভালো যাচ্ছেনা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। ভিন্ন আঙ্গিকের এবারের লড়াইয়ে এপর্যন্ত চার ম্যাচে মাত্র দুটিতে জিতে টেবিলে ১৮তম স্থানে কার্লো আনচেলত্তির দল। নিজেদের অবস্থান আরো সুসংহত করতে আজ শীর্ষে থাকা লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। শিরোপা ধরে রাখার অভিযানে এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তারপরও লিভারপুলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই মাঠে নামবে তারা। চোট সমস্যায় ছিটকে গেছেন ব্রাজিলিয়ান এই তারকা। রিয়াল নিজেদের ওয়েবসাইটে সোমবার দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভিনিসিয়াস। লা লিগায় রোববার রাতে লেগানেসের মাঠে ৩-০ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন এই ফরোয়ার্ড। তার অ্যাসিস্ট থেকেই দলের প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। তবে কিভাবে তিনি চোট পেয়েছেন, তা জানা যায়নি। ইনজুরি সেরে মাঠে ফিরতে ভিনিসিয়াসের কতদিন লাগতে পারে, সেই বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, চলতি বছরের শেষে ভিনিসিয়াসকে পাওয়ার আশা করছে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে পরের সাতটি ম্যাচে হয়তো খেলতে পারবেন না এই তারকা। এবারের লা লিগায় এখন পর্যন্ত আটটি ও চ্যাম্পিয়ন্স লিগে চারটি গোল করেছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। এদিকে, দারুণ ফর্মে থাকা লিভারপুল নিজেদের মাঠে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে। তবে এক্ষেত্রে কিচ’টা হতাশা রয়েছে লিভাপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। লিভারপুলে কাছ থেকে নতুন চুক্তির প্রস্তাব না পেয়ে হতাশ এই তারকা। লিভারপুলের সঙ্গে মোহামেদ সালাহর চুক্তির মেয়াদ আছে আর সাত মাস। লম্বা সময় ধরে অ্যানফিল্ডে থাকা এই তারকাকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি ক্লাব। এতে ভীষণ হতাশ মিশরীয় ফরোয়ার্ড। এই মৌসুমে লিভারপুলের সর্বোচ্চ স্কোরার সালাহ সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১২ গোল। চলতি মৌসুম পর্যন্তই প্রিমিয়ার লিগের ক্লাবটিতে চুক্তি আছে ৩২ বছর বয়সী এই ফুটবলারের। লিগে রোববার সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি করেন জোড়া গোল। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া তারকা ওই ম্যাচ শেষে কিছুটা অভিমানের সুরেই বলেন, ‘আমরা প্রায় ডিসেম্বরে চলে এসেছি এবং এখনও ক্লাবে থাকার কোনো প্রস্তাব পাইনি। আমার এখানে থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।’ চুক্তির প্রস্তাব না পেয়ে হতাশ কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই, হ্যাঁ। আমি শিগগিরই অবসর নিচ্ছি না, আমি শুধু খেলছি, মৌসুমের দিকে মনোযোগ দিচ্ছি এবং প্রিমিয়ার লিগ জেতার চেষ্টা করছি, আশা করি চ্যাম্পিয়ন্স লিগও। আমি হতাশ, কিন্তু দেখা যাক কী হয়।’ সালাহর বক্তব্য নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি লিভারপুল। এই মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১০ গোল করে ম্যান সিটির আর্লিং হালান্ডের পেছনে আছেন সালাহ। ১২ গোল করে টপে আছে হালান্ড। ২০২২ সালে লিভারপুলের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ বাড়ান তিনি। সালাহ বলেন, ‘আমি অনেক বছর ধরে এই ক্লাবে আছি। এই ক্লাবের মতো কোনো ক্লাব নেই। আমি এখানে ভক্তদের ভালোবাসি। সমর্থকরাও আমাকে ভালোবাসে। তবে, শেষ পর্যন্ত চুক্তির বিষয়টি আমার বা ভক্তদের হাতে নেই। অপেক্ষা করে দেখি।’ বড় ম্যাচের আগে সালাহর এমন হতাশা দলের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন ফুটবলবোদ্ধারা। চার ম্যাচের চারটিতে জিতেই ১২ পয়েন্ট নিয়ে শীষ্যে আছে লিভারপুল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মানুষ আমি দেবতা নই, আমারও ভুল হয়: নরেন্দ্র মোদি

মানুষ আমি দেবতা নই, আমারও ভুল হয়: নরেন্দ্র মোদি

হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ

হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ

শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

বাংলাদেশের ওয়ান ইলেভেনের ঘটনা পরদিনের সংবাদপত্রে যেভাবে এসেছিলো

বাংলাদেশের ওয়ান ইলেভেনের ঘটনা পরদিনের সংবাদপত্রে যেভাবে এসেছিলো

সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার

সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার

১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন

১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন

’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত

’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত

ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে

ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি

চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি

দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির

দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির

'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'

'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর