ঢাকা   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১

ভিনিহীন রিয়ালের লিভারপুল পরীক্ষা

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম

চ্যাম্পিয়ন্স লিগে সময়টা ভালো যাচ্ছেনা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। ভিন্ন আঙ্গিকের এবারের লড়াইয়ে এপর্যন্ত চার ম্যাচে মাত্র দুটিতে জিতে টেবিলে ১৮তম স্থানে কার্লো আনচেলত্তির দল। নিজেদের অবস্থান আরো সুসংহত করতে আজ শীর্ষে থাকা লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। শিরোপা ধরে রাখার অভিযানে এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তারপরও লিভারপুলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই মাঠে নামবে তারা। চোট সমস্যায় ছিটকে গেছেন ব্রাজিলিয়ান এই তারকা। রিয়াল নিজেদের ওয়েবসাইটে সোমবার দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভিনিসিয়াস। লা লিগায় রোববার রাতে লেগানেসের মাঠে ৩-০ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন এই ফরোয়ার্ড। তার অ্যাসিস্ট থেকেই দলের প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। তবে কিভাবে তিনি চোট পেয়েছেন, তা জানা যায়নি। ইনজুরি সেরে মাঠে ফিরতে ভিনিসিয়াসের কতদিন লাগতে পারে, সেই বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, চলতি বছরের শেষে ভিনিসিয়াসকে পাওয়ার আশা করছে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে পরের সাতটি ম্যাচে হয়তো খেলতে পারবেন না এই তারকা। এবারের লা লিগায় এখন পর্যন্ত আটটি ও চ্যাম্পিয়ন্স লিগে চারটি গোল করেছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। এদিকে, দারুণ ফর্মে থাকা লিভারপুল নিজেদের মাঠে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে। তবে এক্ষেত্রে কিচ’টা হতাশা রয়েছে লিভাপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। লিভারপুলে কাছ থেকে নতুন চুক্তির প্রস্তাব না পেয়ে হতাশ এই তারকা। লিভারপুলের সঙ্গে মোহামেদ সালাহর চুক্তির মেয়াদ আছে আর সাত মাস। লম্বা সময় ধরে অ্যানফিল্ডে থাকা এই তারকাকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি ক্লাব। এতে ভীষণ হতাশ মিশরীয় ফরোয়ার্ড। এই মৌসুমে লিভারপুলের সর্বোচ্চ স্কোরার সালাহ সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১২ গোল। চলতি মৌসুম পর্যন্তই প্রিমিয়ার লিগের ক্লাবটিতে চুক্তি আছে ৩২ বছর বয়সী এই ফুটবলারের। লিগে রোববার সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি করেন জোড়া গোল। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া তারকা ওই ম্যাচ শেষে কিছুটা অভিমানের সুরেই বলেন, ‘আমরা প্রায় ডিসেম্বরে চলে এসেছি এবং এখনও ক্লাবে থাকার কোনো প্রস্তাব পাইনি। আমার এখানে থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।’ চুক্তির প্রস্তাব না পেয়ে হতাশ কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই, হ্যাঁ। আমি শিগগিরই অবসর নিচ্ছি না, আমি শুধু খেলছি, মৌসুমের দিকে মনোযোগ দিচ্ছি এবং প্রিমিয়ার লিগ জেতার চেষ্টা করছি, আশা করি চ্যাম্পিয়ন্স লিগও। আমি হতাশ, কিন্তু দেখা যাক কী হয়।’ সালাহর বক্তব্য নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি লিভারপুল। এই মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১০ গোল করে ম্যান সিটির আর্লিং হালান্ডের পেছনে আছেন সালাহ। ১২ গোল করে টপে আছে হালান্ড। ২০২২ সালে লিভারপুলের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ বাড়ান তিনি। সালাহ বলেন, ‘আমি অনেক বছর ধরে এই ক্লাবে আছি। এই ক্লাবের মতো কোনো ক্লাব নেই। আমি এখানে ভক্তদের ভালোবাসি। সমর্থকরাও আমাকে ভালোবাসে। তবে, শেষ পর্যন্ত চুক্তির বিষয়টি আমার বা ভক্তদের হাতে নেই। অপেক্ষা করে দেখি।’ বড় ম্যাচের আগে সালাহর এমন হতাশা দলের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন ফুটবলবোদ্ধারা। চার ম্যাচের চারটিতে জিতেই ১২ পয়েন্ট নিয়ে শীষ্যে আছে লিভারপুল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

১৪ মিনিটের ঝড়ে শেষ ধুঁকতে থাকা সিটির জয়ের ধারায় ফেরার স্বপ্ন
বায়ার্নের বিপক্ষে ফের হারল পিএসজি
লেভা-ওলমোয় বার্সার অনায়াস জয়
মায়ামিতে মেসিদের নতুন কোচ মাশ্চেরানো
শরীফুল আহত অবসর, বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
আরও

আরও পড়ুন

১৪ মিনিটের ঝড়ে শেষ ধুঁকতে থাকা সিটির জয়ের ধারায় ফেরার স্বপ্ন

১৪ মিনিটের ঝড়ে শেষ ধুঁকতে থাকা সিটির জয়ের ধারায় ফেরার স্বপ্ন

বায়ার্নের বিপক্ষে ফের হারল পিএসজি

বায়ার্নের বিপক্ষে ফের হারল পিএসজি

লেভা-ওলমোয় বার্সার অনায়াস জয়

লেভা-ওলমোয় বার্সার অনায়াস জয়

আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান

আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান

ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

মায়ামিতে মেসিদের নতুন কোচ মাশ্চেরানো

মায়ামিতে মেসিদের নতুন কোচ মাশ্চেরানো

চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্যকে বন্ধুত্বের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে ঢাকা

চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্যকে বন্ধুত্বের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে ঢাকা

উত্তাল ইসলামাবাদে সেনা মোতায়েন

উত্তাল ইসলামাবাদে সেনা মোতায়েন

আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ

আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ

র‌্যাবের ‘কসাই’ সাবেক এসপি ফারুকীর বিচার না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে

র‌্যাবের ‘কসাই’ সাবেক এসপি ফারুকীর বিচার না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে

হজযাত্রী নিবন্ধন ২ মাস বাড়ানোর দাবি

হজযাত্রী নিবন্ধন ২ মাস বাড়ানোর দাবি

সংঘাত-অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না : এবি পার্টি

সংঘাত-অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না : এবি পার্টি

অহিংস গণঅভ্যুত্থানের সংগঠকসহ ১৮ জন কারাগারে

অহিংস গণঅভ্যুত্থানের সংগঠকসহ ১৮ জন কারাগারে

হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ড. ইউনূসের

চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ড. ইউনূসের

ঐক্যের শক্তি ধ্বংস করতে ছড়ানো হচ্ছে বিভেদের বিষ: মুশফিক আনসারী

ঐক্যের শক্তি ধ্বংস করতে ছড়ানো হচ্ছে বিভেদের বিষ: মুশফিক আনসারী

পরিবেশ কর্ম-পরিকল্পনা ২০২৪-২০৩০ চালু করেছে এডিবি

পরিবেশ কর্ম-পরিকল্পনা ২০২৪-২০৩০ চালু করেছে এডিবি

লন্ডনে হাইকমিশনার সাইদা মুনার রাজত্বের অবসান হচ্ছে

লন্ডনে হাইকমিশনার সাইদা মুনার রাজত্বের অবসান হচ্ছে

ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক উস্কানির ফাঁদ পাতা হচ্ছে

ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক উস্কানির ফাঁদ পাতা হচ্ছে

জাতীয় অর্জনে কৃষক ও কৃষিবিদদের অবদান অনস্বীকার্য -স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

জাতীয় অর্জনে কৃষক ও কৃষিবিদদের অবদান অনস্বীকার্য -স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা