ইউনাইটেড অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জে নিস্টলরয়
৩০ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম
প্রবল ইচ্ছার পরও ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে পারেননি রুড ফন নিস্টলরয়। তবে নিজের সাবেক ক্লাবের অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জ নিতে দেরি করেননি নেদারল্যান্ডসের সাবেক এই তারকা ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগেরই আরেক দল লেস্টার সিটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
লেস্টার সিটিতে স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হলেন নিস্টলরয়। দলের বাজে পারফরম্যান্সের কারণে গত রোববার তাকে ছাঁটাই করে লেস্টার। তার জায়গায় আসা নিস্টলরয়ের সঙ্গে লেস্টারের চুক্তি ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত। বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করে লেস্টার।
গত জুলাইয়ে ইউনাইটেডে এরিক টেন হাগের কোচিং স্টাফে যোগ দেন। টানা বাজে পারফরম্যান্সে টেন হাগ বরখাস্ত হওয়ার পর ভারপ্রান্ত নিজের স্মৃতিময় ক্লাবে কোচের দায়িত্ব পান নিস্টলরয়। তার কোচিংয়ে চার ম্যাচের তিনটিতে জেতে দল, অন্যটিতে করে ড্র।
পরে ইউনাইটেড প্রধান কোচ হিসেবে আনে পর্তুগিজ কোচ হুবেন আমুরিকে। নিস্টলরয় এরপর বেশ কবারই প্রকাশ্যে বলেন, যে কোনো ভূমিকায় ইউনাইটেডে থেকে যেতে চান তিনি। তবে স্পোর্তিং লিসনবন থেকে আমুরি তার সাপোর্ট স্টাফের সবাইকে নিয়ে আসায় সপ্তাহ দুয়েক আগে ইউনাইটেড ছাড়তে হয় ফন নিস্টলরয়কে।
নিস্টলরয় ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকার সময় ইউনাইটেড দুই ম্যাচে বিধ্বস্ত করে লেস্টার সিটিকে। এই ক্লাবেরই দায়িত্ব নিয়ে এখন উচ্ছ্বসিত ৪৮ বছর বয়সী ডাচ গ্রেট।
“আমি গর্বিত ও রোমাঞ্চিত। লেস্টার সিটি ফুটবল ক্লাব নিয়ে যাদের সঙ্গেই কথা বলেছি, সবাই খুব উৎসাহ দিয়েছে। এই ক্লাবে কাজ করা মানুষগুলোর মান ও ক্লাবের সমর্থকদের নিয়ে দারুণ সব গল্প আছে এবং অবশ্যই ক্লাবের সাম্প্রতিক অতীতও দারুণ।”
২০১৫-১৬ মৌসুমে রূপকথার জন্ম দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লেস্টার। তবে সেই সাফল্যের ধারা ধরে রাখতে পারেনি তারা। ২০২৩ সালে তো লিগ থেকে অবনমনও হয়ে যায় তাদের। এই মৌসুমে আবার তারা ফেরে শীর্ষ লিগে।
তবে সময়টা ভালো কাটছে না লেস্টারের। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে। অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়ে। সবশেষ চেলসির কাছে ২-১ গোলের হারের পর কুপারকে বিদায় করে দেয় ক্লাবটি। গত জুনে দায়িত্ব পেয়েছিলেন কুপার।
প্রধান কোচ হিসেবে এর আগে নিস্টলরয় ছিলেন পিএসভি আইন্দহোভেনে। তার কোচিংয়ে ২০২২-২৩ মৌসুমে ডাচ কাপ জিতেছিল তার ক্লাব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘরের মাঠে বার্সার প্রতিষ্ঠাবার্ষিকী মলিন করে পালমাসের ইতিহাস
কুমিল্লা বিভাগ বাস্তবায়নে যা বললেন উপদেষ্টা আসিফ
শেরপুরে দুই ট্রাক ভারতীয় চিনিসহ এক চোরাকারবারি আটক
আশুলিয়ার ইউনিক এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
আশুগঞ্জে প্রাইভেটকার থেকে গাঁজা উদ্ধার
কোন ষড়যন্ত্রই বাধাগ্রস্ত করতে পারবে না দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে : সিলেট জেলা বিএনপি সেক্রেটারী এড. এমরান চৌধুরী
সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে সংসদীয় এলাকার ১৭ জনকে হত্যার অভিযোগ তুলে বিচার দাবি
ডিআরইউর নবনির্বাচিত কমিটির নেতাদের শুভেচ্ছা জামায়াত আমিরের
কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
নীরোগ থাকার জন্য প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া উচিত: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা
স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গভীর ষড়যন্ত্রে মেতেছেন: জোনায়েদ সাকি
'ভারতের দালালদের সঙ্গে বৈঠকের অভিযোগ' কড়া জবাব আসিফ নজরুলের
পুলিশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে : ডিএমপি কমিশনার
খেলাফত আন্দোলনের নির্বাচন সম্পন্ন, আতাউল্লাহ আমীর ও মিয়াজী মহাসচিব পুনর্নির্বাচিত
বাংলাদেশ-উইন্ডিজ দ্বিতীয় টেস্টে টস হতে দেরি
ড. কামালকে ইমেরিটাস সভাপতি করে গণফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
‘সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসের জায়গা হবে না’
উৎপাদন বৃদ্ধি করে উদ্বৃত্ত খাদ্য সৈয়দপুর থেকে অন্য বিভাগে পাঠাতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
এমবাপের সমস্যা রিয়ালেরও: আনচেলত্তি
হাটুর উপর কাপড় উঠে গেলে অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে?