ইউনাইটেড অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জে নিস্টলরয়
৩০ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম
প্রবল ইচ্ছার পরও ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে পারেননি রুড ফন নিস্টলরয়। তবে নিজের সাবেক ক্লাবের অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জ নিতে দেরি করেননি নেদারল্যান্ডসের সাবেক এই তারকা ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগেরই আরেক দল লেস্টার সিটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
লেস্টার সিটিতে স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হলেন নিস্টলরয়। দলের বাজে পারফরম্যান্সের কারণে গত রোববার তাকে ছাঁটাই করে লেস্টার। তার জায়গায় আসা নিস্টলরয়ের সঙ্গে লেস্টারের চুক্তি ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত। বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করে লেস্টার।
গত জুলাইয়ে ইউনাইটেডে এরিক টেন হাগের কোচিং স্টাফে যোগ দেন। টানা বাজে পারফরম্যান্সে টেন হাগ বরখাস্ত হওয়ার পর ভারপ্রান্ত নিজের স্মৃতিময় ক্লাবে কোচের দায়িত্ব পান নিস্টলরয়। তার কোচিংয়ে চার ম্যাচের তিনটিতে জেতে দল, অন্যটিতে করে ড্র।
পরে ইউনাইটেড প্রধান কোচ হিসেবে আনে পর্তুগিজ কোচ হুবেন আমুরিকে। নিস্টলরয় এরপর বেশ কবারই প্রকাশ্যে বলেন, যে কোনো ভূমিকায় ইউনাইটেডে থেকে যেতে চান তিনি। তবে স্পোর্তিং লিসনবন থেকে আমুরি তার সাপোর্ট স্টাফের সবাইকে নিয়ে আসায় সপ্তাহ দুয়েক আগে ইউনাইটেড ছাড়তে হয় ফন নিস্টলরয়কে।
নিস্টলরয় ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকার সময় ইউনাইটেড দুই ম্যাচে বিধ্বস্ত করে লেস্টার সিটিকে। এই ক্লাবেরই দায়িত্ব নিয়ে এখন উচ্ছ্বসিত ৪৮ বছর বয়সী ডাচ গ্রেট।
“আমি গর্বিত ও রোমাঞ্চিত। লেস্টার সিটি ফুটবল ক্লাব নিয়ে যাদের সঙ্গেই কথা বলেছি, সবাই খুব উৎসাহ দিয়েছে। এই ক্লাবে কাজ করা মানুষগুলোর মান ও ক্লাবের সমর্থকদের নিয়ে দারুণ সব গল্প আছে এবং অবশ্যই ক্লাবের সাম্প্রতিক অতীতও দারুণ।”
২০১৫-১৬ মৌসুমে রূপকথার জন্ম দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লেস্টার। তবে সেই সাফল্যের ধারা ধরে রাখতে পারেনি তারা। ২০২৩ সালে তো লিগ থেকে অবনমনও হয়ে যায় তাদের। এই মৌসুমে আবার তারা ফেরে শীর্ষ লিগে।
তবে সময়টা ভালো কাটছে না লেস্টারের। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে। অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়ে। সবশেষ চেলসির কাছে ২-১ গোলের হারের পর কুপারকে বিদায় করে দেয় ক্লাবটি। গত জুনে দায়িত্ব পেয়েছিলেন কুপার।
প্রধান কোচ হিসেবে এর আগে নিস্টলরয় ছিলেন পিএসভি আইন্দহোভেনে। তার কোচিংয়ে ২০২২-২৩ মৌসুমে ডাচ কাপ জিতেছিল তার ক্লাব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন