কিংসের মান বাঁচালেন তপু
০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
দেশে প্রথমবারের মতো আয়োজিত এক ম্যাচের টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে গত ২২ নভেম্বর মাঠে গাড়িয়েছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এরপর গত শুক্রবার শুরু হয়েছে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। লিগ শুরুর চার দিনের মাথায় কুমিল্লা ও ময়মনসিংহ ভেন্যুতে গতকাল মাঠে গড়িয়েছে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ। উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। যার একটিতে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হয়েছিল গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের। কাল দুপুরে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে তারকা ডিফেন্ডার তপু বর্মণের গোলে ব্রাদার্সকে ১-০ ব্যবধানে হারিয়ে মান বাঁচলো কিংসের। একই সময়ে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গ্রুপের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে রুখে দিয়েছে ফর্টিস এফসি।
ফেডারেশন কাপ শুরুর আগে আলোচনায় ছিল মাঠ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার আগেরদিন (সোমবার) ক্রিকেট পিচ উঠানোর প্রক্রিয়া শুরু হয়। সেই অপ্রস্তুত মাঠেই পরের দিন বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এক সময় দেশের সেরা ফুটবল ভেন্যু ছিল কুমিল্লা। গত মৌসুমে কুমিল্লায় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে এই ভেন্যুতে। যেকারণে এই ভেন্যুর মাঠটিতে ফুটবল ম্যাচের উপযোগী করে পরিচর্যা হয়নি। কিক-অফ বৃত্তের বড় অংশ জুড়ে ক্রিকেট পিচ উঠানোর পর ফাঁকা মাটি দেখা যাচ্ছে। সাইডলাইনের পাশেও অনেক জায়গায় ঘাস নেই। ফলে ঝুঁকিপূর্ণ ন্যাড়া মাঠে দু’দলের ফুটবলাররা স্বাভাবিক খেলা খেলতে পারেননি।
এ ম্যাচের আগে গত কয়েক মৌসুমে দেখা গেছে ব্রাদার্স ইউনিয়নকে গোল বন্যায় ভাসিয়েছে বসুন্ধরা কিংস। তবে এবার ভালোমানের কয়েকজন ফুটবলারকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে ব্রাদার্স। ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে হারলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলই খেলেছে ব্রাদার্স। কিংসের সঙ্গে সমানতালে লড়ে ম্যাচের প্রথমার্ধ তারা গোলশূন্য রাখতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধে অবশ্য গোল হজম করে গোপীবাগের দলটি। ম্যাচের ৬৯ মিনিটে তপু বর্মণ দলের পক্ষে একমাত্র গোলটি করলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস (১-০)। বসুন্ধরা কিংসের মান বাঁচানো এই গোলের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাতীয় দলের এই তারকা ডিফেন্ডার।
এদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের মাঠটি খুবই সুন্দর। ভালো মাঠ পেয়েও দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসি এবং বাংলাদেশ পুলিশের ফরোয়ার্ডরা গোল করতে পারেননি। ফলে গোলশূন্য ড্র করে দু’দলই পয়েন্ট ভাগ করে নিয়ে মাঠ ছাড়ে।
এবারের ফেডারেশন কাপে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশটি ক্লাব। কাল ‘এ’ গ্রুপের চারটি দল মাঠে নেমেছিল। এই গ্রুপের পঞ্চম দল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। প্রতি সপ্তাহের শুক্র-শনিবার বিপিএলের খেলার মাঝে প্রতি মঙ্গলবার হবে ফেডারেশন কাপের ম্যাচ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন পরবর্তী রাউন্ডে উঠবে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মতো সেই চার দল খেলবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার পদ্ধতিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন