৭ ম্যাচ পর জয়ে ফিরল সিটি
০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ এএম
সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ পর জয়ের দেখা পেলো ম্যানচেস্টার সিটি। বুধবার নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওয়ালার দল। অষ্টম মিনিটে সিটিকে এগিয়ে নিতে ভূমিকা রাখেন ডি ব্রুইন। গোলমুখে নেওয়া তার হেড খুব কাছ থেকে জালে ঠেলে দেন সিলভা। ডি ব্রুইনা নিজে গোল করেন ৩১ মিনিটে। ডকুর পাস ধরে ঠিক ১৮ গজ বক্সের ভেতর থেকে জাল কাঁপান তিনি। ৫৭ মিনিটে ডকু জয় সুনিশ্চিত করেন। আর্লিং হাল্যান্ডের দূরপাল্লার পিন পয়েন্ট ক্রসে নিজের মার্কারকে ফাঁকি দিয়ে ৩-০ করেন তিনি। ১৪ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যান সিটি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলে চেলসির অবস্থান দ্বিতীয়। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টপে আছে লিভারপুল।
এদিকে, প্রথমার্ধে দুই দলের ভীষণ বাজে ফুটবল প্রদর্শনীর পর বেশ ভালো খেলল আর্সেনাল। দ্বিতীয়ার্ধের দুই গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে আবারও হারাল মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে আর্সেনাল। ইউরিয়েন টিম্বার স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয় গোলটি করেছেন উইলিয়াম সালিবা। প্রথমবারের মতো লিগে ইউনাইটেডের বিপক্ষে টানা চার ম্যাচ জিতল আর্সেনাল। আর হতশ্রী ফুটবল খেলে হুবেন আমুরির কোচিংয়ে চার ম্যাচে প্রথম হারের তেতো স্বাদ পেল ইউনাইটেড। এই ১৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।
এছাড়া, লা লিগায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপে। লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বুধবার ২-১ গোলে হারলো অ্যাথলেটিক ক্লাবের মাঠে। সব প্রতিযোগিতা মিলে এটি তাদের সাত ম্যাচে চতুর্থ হার। প্রায় দুই মাস অপরাজিত থাকা অ্যাথলেটিক শুরু থেকে দাপট দেখায়। ৫৩ মিনিটে গোলমুখের কাছ থেকে নেওয়া শটে তাদের লিড এনে দেন অ্যালেক্স বেরেনগুয়েরে। ১৫ মিনিট পর মাদ্রিদ ডিফেন্ডার আন্থোনিও রুডিগারকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। এমবাপে রিয়ালকে সমতা ফেরানোর দারুণ সুযোগ পান। কিন্তু গত সপ্তাহে লিভারপুলের কাছে চ্যাম্পিয়নস লিগ হারের ম্যাচে পেনাল্টি মিস করা ফ্রান্স ফরোয়ার্ড আবারও দুর্বল শট নেন। অ্যাথলেটিক গোলরক্ষক জুলেন আগিরেজাবালার জন্য সেটি ঠেকানো বেশ সহজ ছিল। রিয়াল শেষ পর্যন্ত সমতা ফেরায়। ৭৮ মিনিটে জুড বেলিংহ্যাম ফিরতি শটে গোল করেন। কিন্তু দুই মিনিট পর ফেডেরিকো ভালভার্দের মারাত্মক ভুলে গোরকা গুরুজেতা জাল কাঁপান। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ঘুচানোর সুযোগ হারালো রিয়াল। ৩৭ পয়েন্ট নিয়ে কাতালান জায়ান্টরা এক নম্বরে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল চার পয়েন্ট পেছনে। অ্যাথলেটিক ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ