টানা ছয় জয়ে শীর্ষে লিভারপুল
১২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
শেষ পর্যন্ত হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে আগের দুই ম্যাচ হারের পর জয়ের মুখ দেখলো কার্লো আনচেলত্তির দল। মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে ইতালিয়ান ক্লাব আটালান্টাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান প্রতিপক্ষের সঙ্গে কঠিন পরীক্ষা দিতে হবে জানতো তারা। এই আসরে অপরাজিত থাকা দুই দলের একটি ছিল আটালান্টা। সেই দলটির বিপক্ষে লড়াই করে জিতলো মাদ্রিদ ক্লাবটি। দলের এই জয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। নতুন চ্যাম্পিয়নস লিগে সিরি আর শীর্ষ দলকে প্রথম হারের স্বাদ দিলো তারা। খেলার ১০ মিনিটে বক্সের মধ্যে থেকে এমবাপ্পের শট তাদেরকে এগিয়ে দেয়। ফরাসি ফরোয়ার্ড পরে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। পেশির ইনজুরিতে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার জায়গায় রদ্রিগোকে মাঠে নামান কোচ। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেছন থেকে সিড কোলাসিনাচকে টেনে ধরেন অরেলিয়েন শুয়োমেনি। পেনাল্টি পায় আটালান্টা। স্পট কিকে গোল করে দলকে সমতায় ফেরান চার্লস ডি কেটেলায়েরে। ১-১ এ সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল। ৫৬ মিনিটে আবারো এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-১ লিড পায় তারা। তিন মিনিট পর বেলিংহ্যাম কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান বাড়ান। কিন্তু ৬৫ মিনিটে আটালান্টার আদেমোলা লুকম্যান দলের হয়ে দ্বিতীয় গোল করলে ম্যাচে উত্তেজনা ফেরে। শেষ পর্যন্ত রিয়াল কিপার থিবো কোর্তোয়া দারুণ কিছু সেভে দলকে বাঁচান।
এদিকে, ছয় ম্যাচ শেষেও ৩৬ দলের মধ্যে একমাত্র দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে শতভাগ সাফল্য ধরে রাখলো লিভারপুল। মঙ্গলবার তারা স্প্যানিশ দল জিরোনাকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে অলরেডরা। একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ সালাহ। জিরোনা টুর্নামেন্টে পঞ্চম হার দেখলো। কিন্তু লিভারপুলের ঘাম ছুটিয়েছে তারা। প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরী করেছিল জিরোনা। কিন্তু সফরকারী গোলরক্ষক অ্যালিসন বেকার তাদের হতাশ করেন। পাশাপাশি কাউন্টার অ্যাটাকে জিরোনাকে দমিয়ে রাখে লিভারপুল। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে ব্রেক থ্রু পায় অলরেডরা। লুইস দিয়াজ জিরোনার ডি বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। ৬৩ মিনিটে সালাহ পেনাল্টি স্পট থেকে জাল কাঁপান। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে এটি তার ১৬তম গোল।
আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের জালে এক গোল দিয়ে ৫ গোল হজম করেছে শাখতার দোনেস্ক। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ৫-১ গোলে হেরেছে তারা। যদিও খেলার ৫ মিনিটে গোল আদায় করে নেয় শাখতার। জুভকভের পাসে চমৎকার গোলে ১-০ তে এগিয়ে যায় ইউক্রেনের দলটি। ৬ মিনিট পরই সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। মিখাইল ওলিসের কাছ থেকে পাওয়া বল সহজেই জালে জড়ান কনরাড লাইমার। প্রথমার্ধের শেষ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান ২-১ করে নেয় বায়ার্ন। গোল করেন টমাস মুলার। দ্বিতীয়ার্ধে বায়ার্নের হয়ে জোড়া গোল করেন মাইকেল ওলিসে। প্রথমটি ৭০ মিনিটে পেনাল্টিতে। দ্বিতীয়টি ৯৩ মিনিটে। তার আগে ৮৭ মিনিটে আরও একটি গোল করেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এতে ৫-১ গোলে জয় পায় জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। টানা তিন জয়ে টেবিলের অষ্টম স্থানে উঠে গেছে বায়ার্ন। ৬ ম্যাচে ভিনসেন্ট কোম্পানির দলের পয়েন্ট ১২। ছয় ম্যাচে ষষ্ঠ জয়ে লিভারপুল লিগ পর্বে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে। জিরোনা তিন পয়েন্ট নিয়ে ৩০তম স্থানে। দুই ম্যাচ হাতে রেখে ৩৬ দলের টেবিলে ৯ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলতে সরাসরি জায়গা পেতে শীর্ষ আটে থাকতে হবে। সেই জায়গা থেকে তিন পয়েন্ট পেছনে আছে তারা। ছয় ম্যাচে প্রথম হারে ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আটালান্টা। প্রথম রাউন্ডের সেরা ৮ দল সরাসরি শেষ ষোলতে খেলবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের শীতবস্ত্র বিতরণ
সিংগাইরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ঢাবি প্রক্টরের সঙ্গে বাম ছাত্রনেতাদের মারমুখি আচরণ
মুদ্রাস্ফীতি ও ভ্যাট বাড়ানোর ইস্যুতে শনিবার বিএনপির সংবাদ সম্মেলন
নৌঘাটের চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার
আন্তর্জাতিক সম্মাননা পেলেন জহিরুল ইসলাম
বাংলাদেশের সাথে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে নিতে চায় ভারত
তিন দল নিয়ে হচ্ছে মেয়েদের বিপিএল
ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন
ইরানে হিফজ প্রতিযোগিতা: বিকলাঙ্গ হাফেজসহ বাদ ২ প্রার্থী
সিলসের ছোবল সামলে শাকিল-রিজওয়ানের দৃঢ়তা
সুরেক্স’র কমিটি পরিচিতি ও বার্ষিক বনভোজন ৭ ফেব্রুয়ারি
বকেয়া বেতনের দাবিতে নবীনগর- চন্দ্রা মহাসড়ক অবরোধ
বিএনপি চাঁদাবাজের দল নয়: দিপু হায়দার
তারকা হওয়ার সব গুনাবলী আছে নাহিদ রানার মধ্যে: আর্থার
গুমের তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি: অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশের একটি আইসিসি ট্রফি দরকার: আর্থার
নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল, যুবককে গ্রেফতার করলো সিআইডি
ওমরাহ পালন করতে গিয়ে মতলবের বৃদ্ধের মৃত্যু
বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামবো না: ডা. শফিকুর রহমান