আবাহনীর কাছে প্রথম হার বসুন্ধরার
২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা আবাহনী লিমিটেডের কাছে প্রথমবার হারলো টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিকে বিপিএলের এবারের আসরে জিতেই চলেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গতকাল কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে বসুন্ধরাকে ১-০ গোলে হারিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠলো বিদেশি বিহীন ঢাকা আবাহনী। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন স্থানীয় ফরোয়ার্ড ফরোয়ার্ড সুমন রেজা। একই দিন ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা চার ম্যাচ জিতে তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো মোহামেডান। সাদাকালোদের পক্ষে নাইজেরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল টনি, ফরোয়ার্ড ইমানুয়েল সানডে ও মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে একটি করে গোল করেন। পুলিশের হয়ে এক গোল শোধ দেন স্থানীয় ফরোয়ার্ড আল-আমিন।
মঞ্চ একই। অথচ কতটা সাদৃশ্যপূর্ণ চিত্র। বিপিএলের একই মঞ্চে চার ম্যাচে দুই হার বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। দু’টি হারই তারা দেখেছে দেশের দুই ঐতিহ্যবাহী দলের কাছে।
কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে বিদেশি খেলোয়াড় বিহীন আবাহনী। ফলে শুরুতেই এগিয়ে যায় তারা। ম্যাচের ২ মিনিটে বাম দিক থেকে শাহরিয়ার ইমনের হাওয়ায় ভাসানো বলে দুর্দান্ত হেড করে বসুন্ধরার জাল কাঁপান সুমন রেজা (১-০)।
এরপর শত চেষ্টা করেও সেই গোল আর শোধ দিতে পারেনি বসুন্ধরা। ১৭ দিনের ব্যবধানে তিনটি হার দেখলো রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতার দল। মাঝে ফেডারেশন কাপে ফর্টিসের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা। বিপিএলে নাম লেখানোর পর সবগুলো ট্রফিই জিতেছে বসুন্ধরা। লিগের সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে পাত্তাই দেয়নি তারা। পাঁচ লিগে ১০ বার মুখোমুখি হয়েছিল আবাহনী-বসুন্ধরা। কিন্তু কখনও কিংসদেদর বিপক্ষে জিততে পারেনি ঢাকার আকাশী-হলুদরা। দু’টিতে ড্র করলেও বসুন্ধরার বিপক্ষে ৮ ম্যাচে হেরেছে আবাহনী। এই প্রথম বসুন্ধরাকে হারাতে সক্ষম হলো ধানমন্ডির দলটি। এই জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠলো ঢাকা আবাহনী। সমান ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে বসুন্ধরা কিংস।
এদিকে জয়রথ ছুটছেই মোহামেডানের। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে পুলিশকে অনায়াসেই হারালো সাদাকালোরা। ম্যাচের ৩১ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। মুজাফফরভের কর্নারে ইমানুয়েল টনি জোরালো হেডে দলকে লিড এনে দেন (১-০)। ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। এসময় রিয়াদুল হাসান রাফির ক্রসে ইমানুয়েল সানডে ডিফেন্ডারদের মাঝ দিয়ে দারুণ এক ক্ষিপ্রতায় প্লেসিং করে পুলিশের জাল কাঁপান (২-০)। প্রথমার্ধের শেষ দিকে মুজাফফরভের কর্নারে দিয়াবাতের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। এই অর্ধের যোগকরা সময়ে (৪৫+২ মিনিট) পুলিশ এফসি এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। আল-আমিন আড়াআড়ি শটে গোল করে ব্যবধান কমান (১-২)। এ নিয়ে এই ফরোয়ার্ডের গোলসংখ্যা হলো পাঁচটি। ম্যাচের ৭১ মিনিটে মোহামেডানের পক্ষে তৃতীয় গোলটি করেন অধিনায়ক সুলেমানে দিয়াবাতে। মুজাফফরভের দারুণ এক পাস থেকে দিয়াবাতে পুলিশের বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ঠেলে দেন জালে (৩-১)। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত টানা চতুর্থ জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।
এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে তালিকার শীর্ষে সাদাকালোরা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুলিশের অবস্থান পাঁচে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের