আবাহনীর কাছে প্রথম হার বসুন্ধরার
২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা আবাহনী লিমিটেডের কাছে প্রথমবার হারলো টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিকে বিপিএলের এবারের আসরে জিতেই চলেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গতকাল কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে বসুন্ধরাকে ১-০ গোলে হারিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠলো বিদেশি বিহীন ঢাকা আবাহনী। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন স্থানীয় ফরোয়ার্ড ফরোয়ার্ড সুমন রেজা। একই দিন ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা চার ম্যাচ জিতে তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো মোহামেডান। সাদাকালোদের পক্ষে নাইজেরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল টনি, ফরোয়ার্ড ইমানুয়েল সানডে ও মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে একটি করে গোল করেন। পুলিশের হয়ে এক গোল শোধ দেন স্থানীয় ফরোয়ার্ড আল-আমিন।
মঞ্চ একই। অথচ কতটা সাদৃশ্যপূর্ণ চিত্র। বিপিএলের একই মঞ্চে চার ম্যাচে দুই হার বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। দু’টি হারই তারা দেখেছে দেশের দুই ঐতিহ্যবাহী দলের কাছে।
কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে বিদেশি খেলোয়াড় বিহীন আবাহনী। ফলে শুরুতেই এগিয়ে যায় তারা। ম্যাচের ২ মিনিটে বাম দিক থেকে শাহরিয়ার ইমনের হাওয়ায় ভাসানো বলে দুর্দান্ত হেড করে বসুন্ধরার জাল কাঁপান সুমন রেজা (১-০)।
এরপর শত চেষ্টা করেও সেই গোল আর শোধ দিতে পারেনি বসুন্ধরা। ১৭ দিনের ব্যবধানে তিনটি হার দেখলো রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতার দল। মাঝে ফেডারেশন কাপে ফর্টিসের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা। বিপিএলে নাম লেখানোর পর সবগুলো ট্রফিই জিতেছে বসুন্ধরা। লিগের সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে পাত্তাই দেয়নি তারা। পাঁচ লিগে ১০ বার মুখোমুখি হয়েছিল আবাহনী-বসুন্ধরা। কিন্তু কখনও কিংসদেদর বিপক্ষে জিততে পারেনি ঢাকার আকাশী-হলুদরা। দু’টিতে ড্র করলেও বসুন্ধরার বিপক্ষে ৮ ম্যাচে হেরেছে আবাহনী। এই প্রথম বসুন্ধরাকে হারাতে সক্ষম হলো ধানমন্ডির দলটি। এই জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠলো ঢাকা আবাহনী। সমান ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে বসুন্ধরা কিংস।
এদিকে জয়রথ ছুটছেই মোহামেডানের। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে পুলিশকে অনায়াসেই হারালো সাদাকালোরা। ম্যাচের ৩১ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। মুজাফফরভের কর্নারে ইমানুয়েল টনি জোরালো হেডে দলকে লিড এনে দেন (১-০)। ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। এসময় রিয়াদুল হাসান রাফির ক্রসে ইমানুয়েল সানডে ডিফেন্ডারদের মাঝ দিয়ে দারুণ এক ক্ষিপ্রতায় প্লেসিং করে পুলিশের জাল কাঁপান (২-০)। প্রথমার্ধের শেষ দিকে মুজাফফরভের কর্নারে দিয়াবাতের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। এই অর্ধের যোগকরা সময়ে (৪৫+২ মিনিট) পুলিশ এফসি এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। আল-আমিন আড়াআড়ি শটে গোল করে ব্যবধান কমান (১-২)। এ নিয়ে এই ফরোয়ার্ডের গোলসংখ্যা হলো পাঁচটি। ম্যাচের ৭১ মিনিটে মোহামেডানের পক্ষে তৃতীয় গোলটি করেন অধিনায়ক সুলেমানে দিয়াবাতে। মুজাফফরভের দারুণ এক পাস থেকে দিয়াবাতে পুলিশের বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ঠেলে দেন জালে (৩-১)। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত টানা চতুর্থ জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।
এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে তালিকার শীর্ষে সাদাকালোরা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুলিশের অবস্থান পাঁচে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করেন না - ডা.মাজহার
হাসান আরিফের প্রথম জানাজায় ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা
খুনিদের বিচার ও সাদ পন্থীদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে
গোয়ালন্দে ৫ জানুয়ারির জনসভা সফল করতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমবে: রিজভী
সাংবাদিক নির্যাতনে ডিএমসিআরসির উদ্বেগ
বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে ফুলপুরে বিক্ষোভ
বেক্সিমকোসহ বিভিন্ন গার্মেন্টস বন্ধে কর্মহীন হাজারো মানুষ, রেমিট্যান্স হারাচ্ছে দেশ
ভ্রমণকারীদের সচেতন হতে হবে
হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
নির্বাচনের রোডম্যাপ নিয়ে নানা কথা
বিশ্ব ইজতেমার ভবিষ্যৎ কী?
তাবলিগ একটিই থাকবে : সাদকে নিষিদ্ধ করতে হবে
ঈশ্বরদীতে বিএনপির কর্মীকে কুপিয়ে জখম : ৩৫ ঘরবাড়িতে আগুন
ঝিকরগাছায় অভিনব কায়দায় ৩ লাখ টাকা ছিনতাই, আটক ১
আশাশুনিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল
লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু
শীতকাল আল্লাহ তায়ালার নিয়ামত
পানির-ভারসাম্যতত্ত্ব, আসলনকল নির্ধারণী যন্ত্রের আবিষ্কারক মুসলিম মনীষী
কুকুরের কামড়ে আহত ১৪