মোহামেডানের মধুর প্রতিশোধ
১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
চলমান ঘরোয়া ফুটবল মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে হেরেছিল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচেই রহমতগঞ্জ ১-০ গোলে হারিয়েছিল মোহামেডানকে। এবার সেই হারের মধুর প্রতিশোধ সাদাকালোরা তুললো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বিপিএলের সপ্তম রাউন্ডের খেলায় রহমতগঞ্জকে ৩-১ উড়িয়ে দিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো মোহামেডান। বিজয়ী দলের হয়ে স্থানীয় মিডফিল্ডার রাজু আহমেদ জিসান, মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলেমানে দিয়াবাতে ও নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে একটি করে গোল করেন। রহমতগঞ্জের পক্ষে একটি গোল শোধ দেন আগের ম্যাচে ডাবল হ্যাটট্রিক করা ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটেং।
পয়েন্ট টেবিলে উপরের দিকে অবস্থান মোহামেডান ও রহমতগঞ্জের। স্বাভাবিকভাবেই এ দুই দলের খেলা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। এমন প্রত্যাশা ছিল কুমিল্লার দর্শকদের। ম্যাচে হয়েছেও তাই। শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটিকে উপভোগ্য করে তোলে। তবে কোচ আলফাজ আহমেদের কৌশলের কাছে হার মানতে হয়েছে কামাল বাবুর দলকে। যদিও ম্যাচের প্রথমার্ধের প্রায় পুরোটা সময় মোহামেডানকে আটকে রেখেছিল রহমতগঞ্জ। তবে প্রথমার্ধের যোগকরা সময় থেকে ম্যাচের শেষ বাশি বাজা পর্যন্ত ছিল দারুণ রোমাঞ্চকর লড়াই। ম্যাচের চারটি গোলই হয়েছে এই সময়ে। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে রহমতগঞ্জ পেনাল্টি পেলেও তা কাজে লগাতে ব্যর্থ হন নাবীব নেওয়াজ জীবন। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+১ মিনিট) মোহামেডান প্রথম গোলটি পায়। এসময় রাজু আহমেদ জিসান গোল করে এগিয়ে নেন দলকে (১-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুই গোল আদায় করে নেয় সাদাকালোরা। ৬৪ মিনিটে দিয়াবাতের গোলে ব্যবধান বাড়ায় মোহামেডান (২-০)। ৬৯ মিনিটে সানডে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। অবশ্য ম্যাচের ৮৬ মিনিটে বোয়েটেংয়ের গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি রহমতগঞ্জ। এই জয়ে সাত ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই রইলো। সমান ম্যাচে পাঁচ জয় ও দুই হারে ১৫ পয়েন্ট নিয়ে পরের স্থানেই রহমতগঞ্জ।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৪-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। গোপীবাগের দলটির হয়ে এলিটা কিংসলে, রহমত মিয়া, সাজ্জাদ হোসেন ও সেনেগালের মিডফিল্ডার শেক সেসে একটি করে গোল করেন। ওয়ান্ডারার্সের পক্ষে এক গোল শোধ দেন আবু সুফিয়ান। ম্যাচ জিতে সাত ম্যাচে চার জয়, দুই ড্র ও এক হারে ১৪ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনীকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠলো ব্রাদার্স। সমান ম্যাচে একটি করে জয় ও ড্র এবং পাাঁচ হারে মাত্র ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ঢাকা ওয়ান্ডারার্স।
এদিকে একই দিন ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে ১-১ ব্যবধানে রুখে দিয়েছে দশজনের ফর্টিস এফসি। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২ মিনিট) মোর্শেদুল ইসলামের গোলে পুলিশ এগিয়ে যায় (১-০)। এর পরের মিনিটেই পিয়াস আহমেদ নোভার গোলে হার এড়িয়ে ড্র করে ফর্টিস (১-১)। সাত ম্যাচ শেষে এক জয়, চার ড্র ও দুই হারে ৭ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে ফর্টিস। সমান ম্যাচে দুই জয়, এক ড্র ও চার হারে ৭ পয়েন্ট পেলেও গোল গড়ে পিছিয়ে থেকে সপ্তম স্থানে জায়গা হলো পুলিশের। অন্যদিকে কাল সন্ধ্যায় রাজধানীর কিংস অ্যারেনায় নিজেদের সপ্তম ম্যাচে নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বসুন্ধরা কিংস। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন, স্থানীয় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম ও রাকিব হোসেন একটি করে গোল করেন। ফকিরেরপুল পাওয়া একমাত্র গোলটি আসে আত্মঘাতি থেকে। ম্যাচের শুরুতেই বসুন্ধরার ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা আত্মঘাতি গোল করলে এগিয়ে যায় ফকিরেরপুল। তবে তারা লিড ধরে রাখতে না পেরে পরের উল্টো চার গোল হজম করেই মাঠ ছাড়ে। সাত ম্যাচ শেষে চার জয়, এক ড্র ও দুই হারে ১৩ পয়েন্ট পেয়ে তালিকার চতুর্থ স্থানে উঠলো বসুন্ধরা। সমান ম্যাচে এক জয় ও ছয় হারে মাত্র ৩ পয়েন্ট পাওয়া ফকিরেরপুলের অবস্থান নবম স্থানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টাই-ব্রেকিং ভোটে পিট হেগসেথ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিশ্চিত
এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী
এবার মা, ছোট ভাই ও আন্দোলনে আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
এই প্রথম ভারতে স্বর্ণের দাম বেড়ে ৮৩ হাজার রুপি
বিজিবি মহাপরিচালকের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি
সুইজারল্যান্ড থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা
উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সাইফ
সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন উপদেষ্টা ড.আসিফ নজরুল
সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আজও দূষণের শীর্ষে ঢাকা, বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’
চীনে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু
ইসলামী আদর্শে ইসরায়েলি বন্দিদের প্রতি মানবিক আচরণ: আল-কাসাম কমান্ডার
বরগুনায় গভীররাতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত
গোয়েন্দা পরিচয়ে চট্টগ্রামের অভিজাত খুলশী এলাকায় দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা, আটক ১১
ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকার পর পুনরায় পৌনে ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে
মার্কিন ভিসা জটিলতা, ভারতীয়দের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১ জনকে কারাদন্ড
ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ছাত্রদল নেতার মৃত্যু
ভারতে এক দিনের জন্য ১০ সংসদ সদস্য সাসপেন্ড
কোরআন অবমাননায় এই প্রথম মামলা হলো ডেনমার্কে