দুই আবাহনীর লড়াইয়ে বড় জয় ঢাকার
১২ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই আবাহনীর লড়াইয়ে বড় জয় পেলো ঢাকা। গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ঢাকা আবাহনী লিমিটেড। বিজয়ীদের পক্ষে ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম দু’টি এবং ফরোয়ার্ড এনামুল ইসলাম গাজী ও মিডফিল্ডার আসাদুল মোল্লা একটি করে গোল করেন।
কাল ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও গোল পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় স্থানীয় ফুটবলারদের নিয়ে গড়া ঢাকা আবাহনীকে। এই সময় পর্যন্ত একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন ঢাকার ফরোয়ার্ডরা। তবে বিরতির আগেই গোল পায় কোচ মারুফুল হকের দল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। ম্যাচে বিরতির বাশি বাজার ঠিক তিন মিনিট আগে প্রথম গোল পায় ঢাকার আকাশী-হলুদরা। এসময় এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বক্সে ঢুকে যাওয়া ইব্রাহিমকে পায়ে আঘাত করেন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার ফজলে রাব্বী। রেফারি সবুজ দাস পেনাল্টির বাঁশি বাজালে নিখুঁত স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নেন ইব্রাহিম (১-০)। আগের ম্যাচে ফেডারেশন কাপে ইব্রাহিমের একমাত্র গোলেই চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানকে হারিয়েছিল ঢাকা আবাহনী।
চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও আগ্রাসী ফুটবল খেলতে থাকে ঢাকা আবাহনী। ফলে এই অর্ধে আসে আরও তিন গোল। ম্যাচের ৫১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ঢাকার অভিজাত পাড়ার দলটি। এসময় ডান দিকে দিয়ে আক্রমণে ওঠা ইমনের ক্রস আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক মোহাম্মদ নাঈম, কিন্তু ব্যর্থ তিনি। গোল মুখে পাওয়া বল আলতো টোকায় জালে জড়িয়ে দেন এনামুল (২-০)। ম্যাচের ৬৬ মিনিটে মাঝমাঠ থেকে রক্ষণ চেরা পাস বাড়ান ইমন। বল নিয়ন্ত্রণে নিয়ে চট্টগ্রামের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দারুণ শটে নাঈমের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন ইব্রাহিম (৩-০)। পাঁচ মিনিট পর ঢাকার আরেক গোলে ম্যাচ থেকে পুরো ছিটকে যায় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৭১ মিনিটে মিরাজুল ইসলামের কর্নারে চট্টগ্রাম আবাহনীর ঘানার ডিফেন্ডার কেওয়াসি ডায়মন্ড হেড করলে বল উপরে উঠে যায়, এরপর জটলার মধ্য থেকে মোহাম্মদ হৃদয়ের শট ব্লকড হওয়ার পর বল চলে যায় আসাদুলের পায়ে। ইমনের বদলি নামা এই মিডফিল্ডার বল পেয়ে নিচু শটে গোল করে ঢাকা আবাহনীকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।
সাত ম্যাচ শেষে পাঁচ জয় এবং একটি করে ড্র ও হারে ১৬ পয়েন্ট পেয়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পেছনে ফেলে তালিকার দ্বিতীয় স্থানে উঠলো ঢাকা আবাহনী। সমান ম্যাচের সবগুলো হেরে কোনো পয়েন্ট না পেয়ে তলানীতেই চট্টগ্রাম আবাহনী। লিগের সাত রাউন্ড শেষে সব ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ ১৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ১৪ ও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। সমান ৭ পয়েন্ট করে পেয়ে গোল গড়ে এগিয়ে থেকে ফর্টিস এফসি ষষ্ঠ ও বাংলাদেশ পুলিশ এফসি জায়গা পেয়েছে সপ্তম স্থানে। দুই নবাগত ঢাকা ওয়ান্ডারার্স ৪ ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ৩ পয়েন্ট পেয়ে আছে অষ্টম এবং নবম স্থানে। লিগের দশ দলের মধ্যে দু’টি ক্লাব রেলিগেশনে যাাবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসলামি দলগুলোর ঐক্য চায় জামায়াতের আমির ও চরমোনাই পীর
শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প
বাগবাড়ীতে ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
পাকুন্দিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে বিএনপি নেতা খুন
গাজীপুরে মহাসড়ক ঘেঁষে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা
শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হবে ভারতের প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন: আইন উপদেষ্টা
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নির্বাচন-২০২৫ সম্পন্ন রায়হান ফারহি সভাপতি, সম্পাদক মোফাজ্জল
লামায় ৪ ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা
পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও কর্মশালা
গেল বছর উখিয়া টেকনাফে ১৯২ জনকে অপহরণ: সংখ্যা আর কত বৃদ্ধি পেলে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের টনক নড়বে!
মেসির আচরণে ক্ষুব্ধ মেক্সিকোর সাবেক তারকা ফুটবলার
র্যাশফোর্ডের নতুন ঠিকানা বার্সালোনা?
জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে: হাসান সরকার
তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করলেন প্রেসিডেন্ট
নরসিংদীতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ চলছে
কুষ্টিয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলাচল করছে বালুভর্তি ড্রামট্রাক
আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ কোটি টাকা মূল্যের ১৬টি দোকান পুড়ে ছাই