আবাহনীর কাছেও হারলো রহমতগঞ্জ
১৯ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হেরেছিল জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। লিগের অষ্টম রাউন্ডে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের কাছেও হারলো পুরান ঢাকার দলটি। অন্যদিকে এই রাউন্ডে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছে ফর্টিস এফসি।
গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্থানীয়দের নিয়ে গড়া ঢাকা আবাহনী। বিজয়ী দলের হয়ে ডিফেন্ডার শাকিল হোসেন জয়সূচক গোলটি করেন। কাল রহমতগঞ্জের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীর নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা খেলেননি। তার জায়গায় মাহফুজ হাসান প্রীতম ছিলেন সেরা একাদশে। তবে কোচ কামাল বাবুর দল প্রীতমকে সেভাবে বড় পরীক্ষায় ফেলতে পারেনি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে তারা গোলের সুযোগ তৈরি করেছে কমই। ম্যাচে আবাহনীকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার হাতছানি ছিল রহমতগঞ্জের। কিন্তু এ সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ হয়। যদিও এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি পেয়েছিল রহমতগঞ্জই। ম্যাচের ১০ মিনিটে বক্সের ভেতর থেকে আবাহনীর মোহাম্মদ হৃদয় ব্যাক পাস দেন গোলরক্ষককে, কিন্তু সেই পাসে গতি ছিল না মোটেই। তবে রহমতগঞ্জের ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং ও স্থানীয় ডিফেন্ডার তাজ উদ্দিন ছুটে গিয়ে বলের নাগাল পাওয়ার আগেই দ্রুত তা ক্লিয়ার করেন আবাহনী গোলরক্ষক প্রীতম। ৩৫ মিনিটে তাজ উদ্দিনের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে ব্যাকহিল ফ্লিক করতে চেয়েছিলেন বোয়াটেং, কিন্তু বলের সঙ্গে সংযোগ করতে পারেননি এই নাইজেরিয়ান। পাল্টা আক্রমণে আবাহনী প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে গেলেও গোল পায়নি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। বিরতির পর শুরু থেকেই গোল পাওয়ার চেষ্টায় থাকে দু’দল। আবাহনী প্রথম ভালো সুযোগটি তৈরি করে ম্যাচের ৫৫ মিনিটে। এসময় বাইলাইনের একটু উপর থেকে সতীর্থের বাড়ানো কাট ব্যাক ছোট বক্সে দাঁড়িয়ে উড়িয়ে মারেন মিডফিল্ডার মাহাদি ইউসুফ। ৫৯ মিনিটে নাবীব নাওয়াজ জীবনের ফ্রি কিকে ইশতেকারুল ইসলাম শাকিলের হেড লক্ষ্যভ্রষ্ট হলে রহমতগঞ্জ এগিয়ে যেতে পারেনি। অবশেষে গোলের দেখা মেলে ম্যাচের ৬৮ মিনিটে। এসময় আবাহনীর এক খেলোয়াড়ের ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি রহমতগঞ্জের ডিফেন্ডার। বক্সের ভেতরে থাকা এক সতীর্থ শাকিলকে পাস দিলে তিনি ফাঁকায় বক্সের প্রান্ত থেকে ডান পায়ের মাপা শটে গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ ঝাঁপালেও বলের নাগাল পাননি। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের ৭০ মিনিটে মাহদি ইউসুফ খান বাঁ দিক দিয়ে বক্সে ঢুকলে তাকে নিজেদের বক্সে ফেলে দেন রহমতগঞ্জের তাজ উদ্দিন। রেফারি পেনাল্টির বাশি বাজালে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মোহাম্মদ ইব্রাহিম। তার পেনাল্টি শট বাইরে চলে যায়। ৭৯ মিনিটে রহমতগঞ্জের মেরাজ হোসেনের হেড গোললাইন থেকে ক্লিয়ার হয়। শেষ দিকে এসে খেলা আরও জমে ওঠে। আবাহনীর পোস্টের সামনে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। তবে তা বেশিদূর গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়ে ঢাকা আাবাহনী। আট খেলা শেষে ছয় জয় এবং একটি করে ড্র ও হারে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলো আবাহনী। সমান ম্যাচে পাঁচ জয় ও তিন হারে ১৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রহমতগঞ্জ।
এদিন রাজধানীর কিংস অ্যারেনায় স্বাগতিক বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছে অপেক্ষাকৃত দুর্বল ফর্টিস এফসি। ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। ম্যাচের ১১ মিনিটে স্থানীয় ডিফেন্ডার তপু বর্মণের গোলে এগিয়ে যায় বসুন্ধরা (১-০)। তবে ৬৩ মিনিটে স্থানীয় ফরোয়ার্ড মোহাম্মদ আবদুল্লাহর গোলে সমতায় ফেরে ফর্টিস (১-১)। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। আট ম্যাচ শেষে চার জয় এবং দু’টি করে ড্র ও হারে ১৪ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানেই রইল বসুন্ধরা কিংস। সমান ম্যাচে এক জয়, পাঁচ ড্র ও দুই হারে ৮ পয়েন্ট পাওয়া ফর্টিসের অবস্থান ছয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ