টটেনহ্যামকে বিদায় করে ফাইনালে লিভারপুল
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ফাইনালে খেলতে হলে কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিতেতে হবে এমন সমীকরণ সামনে রেখে ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে খেলতে নামে লিভারপুল। প্রথম লেগে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকা টটেনহ্যাম ফাইনালের পথে লিভারপুলের বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং গোল উৎসব করেই পর পর দ্বিতীয় বারের মত ফাইনাল নিশ্চিত করেছে অলরেডরা। বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে লিগ কাপের সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচে টটেনহ্যামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে লিগ কাপের ফাইনালে উঠল প্রতিযোগিতাটির বর্তমান ও রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নরা। লিভারপুলের গোলগুলো করেন কোডি গাকপো, মোহামেদ সালাহ, ডোমিনিক সোবোসলাই ও ভার্জিল ফন ডাইক। প্রথম লেগে ১-০ গোলে জয়ী টটেনহ্যাম ফিরতি লেগে তেমন সুবিধা করতে পারেনি। খেলার শুরু থেকেই নিজেদের রক্ষণভাগ আগলাতে ব্যস্ত থেকেছে তারা। গোলের জন্য তারা মাত্র পাঁচটি শট নিতে পারে, যার একটিও লক্ষ্যে ছিল না। অন্যদিকে লিভারপুলের ২৬ শটের ১০টিই লক্ষ্যে ছিল। প্রত্যাশিতভাবেই ম্যাচের শুরু থেকে লিভারপুল বেশিরভাগ সময় পজেশন রেখে আক্রমণের চেষ্টা করতে থাকে। প্রতিপক্ষের ওপর একচেটিয়া চাপ ধরে রেখে প্রথম ৩০ মিনিটে গোলের জন্য সাতটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। যদিও টটেনহ্যাম গোলরক্ষককে একবারও কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি তারা। প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখার সুফল লিভারপুল পেয়ে যায় ৩৪ মিনিটে। বক্সে ডান দিক থেকে সালাহর দূরের পোস্টে বাড়ানো বল ফাঁকায় পেয়ে দলকে এগিয়ে নেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো। তবে বক্সে বাঁ দিক থেকে সালাহর ভলি গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে বাধা পেলে বেঁচে যায় টটেনহ্যাম। বিরতির পরও একইরকম আক্রমণাত্মক শুরু করে লিভারপুল। ৪৯ মিনিটে সবাইকে পেছনে ফেলে নুনেস ডি বক্সে ঢুকে পড়লে তাকে ফাউল করে আটকান গোলরক্ষক। সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সালাহ। স্পট কিকে দলকে ফাইনালের পথে এগিয়ে নেন মিশরের স্ট্রাইকার। এরপর বেশকটি সুযোগ হারানোর পর ৭৫ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় লিভালপুল। ব্র্যাডলির থেকে বল পেয়ে প্লেসিং শটে জাল কাঁপান সোবোসলাই। তিন মিনিট পর গোলের সহজ সুযোগ নস্ট করে টটেনহ্যাম। সন হিউং মিনের শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। এরপরই ৮০ মিনিটে পাল্টা আক্রমণে উঠে সব অনিশ্চয়তার ইতি টেনে দেয় লিভারপুল। ম্যাক অ্যালিষ্টারের কর্নারে দারুণ হেডে স্কোরলাইন ৪-০ করেন ডাচ ডিফেন্ডার ফন ডাইক। বাকি সময়ে আর খেলায় ফেরা সম্ভব হয়নি টটেনহ্যামের। গতবছর দলের দায়িত্ব নেয়ার পর দলকে ফাইনালে উঠিয়ে কোচ আর্নে সøট বলেন,‘এটা তখনই বিশেষ হয়ে উঠবে, যখন কিছু জিততে পারব। আমরা জানি, ফাইনাল ম্যাচটা কতটা কঠিন হবে, কারণ নিউক্যাসল চমৎকার একটি দল। ফাইনাল খেলা সব সময়ই দারুণ কিছু। আমরা প্রতিদিন মাঠে নেমে দলের উন্নতির চেষ্টা করি। খেলোয়াড়রা নিজেদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছানো এবং শিরোপা জেতাটাই আসল।’ আগামী ১৬ মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন