আর্জেন্টিনার কাছে চার গোল খেয়ে ব্রাজিল কোচের আত্মসমর্পণ, অধিনায়কের ক্ষমা প্রার্থনা
২৬ মার্চ ২০২৫, ১২:০৮ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৫, ১২:০৮ পিএম

ম্যাচের আগে দিয়েছিলেন হুঙ্কার। কিন্তু ম্যাচে দেখা গেল উল্টো চিত্র। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবচেয়ে বাজে পরাজয়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস। কোচ দরিভাল জুনিয়রও প্রতিপক্ষ কোচের কাছে পর্যুদস্ত হওয়াটা স্বীকার করে নিয়েছেন।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে ব্রাজিলকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। এই স্কোরলাইনেও আসলে ম্যাচের প্রকৃত চিত্র বোঝা যাচ্ছে না। ম্যাচ জুড়ে আর্জেন্টিনার দাপট ছিল এতটাই বেশি। মাঠে ব্রাজিলকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়।
মাঠের লড়াইয়ে এমন আত্মসমর্পণের পর সমর্থকদের কাছে মাথা নুয়ে বার্তা দিলেন মার্কিনিয়োস। এই মুহূর্তে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বও তিনি মেনে নিলেন একরকম।
“এখনও খেলার রেশ রয়ে গেছে, এখনই কথা বলা কঠিন… তবে এটা বিব্রতকর। আজকে আমরা যা করেছি, এটার পুনরাবৃত্তি করা যাবে না।”
“ম্যাচের শুরুটাই আমাদের ছিল বাজে। আমরা যা করতে পারি, এর গড়পড়তারও নিচে ছিল তা এবং ওরা তো এমনিতেই আত্মবিশ্বাসে টগবগ করে ছুটছে। ওরা জানে, কীভাবে স্মার্ট ফুটবল খেলতে হয়। সমর্থকদের জন্য খারাপ লাগছে, ক্ষমা প্রার্থনা করছি।”
ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই পায়ের নিচে মাটি খুঁজছেন দরিভাল। আর্জেন্টিনার কাছে এমন হারে বেশ চাপে পড়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিলে তাঁকে ছাঁটাইয়ের দাবি উঠেছে। দরিভালও স্কালোনির কৌশলের কাছে পর্যুদস্ত হওয়াটা স্বীকার করে নিলেন ম্যাচ শেষে।
‘প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে স্বীকার করতেই হবে। আমাদের পর্যুদস্ত করে তারা যোগ্যতর দল হিসেবেই জিতেছে। এই হার তাৎপর্যপূর্ণ। তবে সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারব।’
দরিভাল পাশে পাচ্ছেন অধিনায়ককে, ‘এটা শুধু কোচের ভুল নয়, খেলোয়াড়দেরও। আজ যা ঘটেছে তা যেন আর না ঘটে।’
এই পরাজয়ের পর ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় চারে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে উরুগুয়ে, পাঁচে প্যারাগুয়ে। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে একুয়েডর। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে এই ম্যাচের আগেই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

এমবাপের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

দোষী প্রমাণিত হলে কি শাস্তি হতে পারে আনচেলত্তির?

আনুষ্ঠানিক বন্ধ ইউএসএআইডি

৯৫ বছরে এমন ভূমিকম্প দেখেনি থাইল্যান্ড

রাজতন্ত্রের দাবিতে নেপালে বিক্ষোভ সংঘর্ষ, সাংবাদিকসহ নিহত ২

ফিলিস্তিনপন্থি প্রতিবাদে ৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল

নালিতাবাড়ীতে ৯৫ ড্রেজার ধ্বংস কারাদণ্ড ৩ জন কে

ডিয়েগো গার্সিয়া দ্বীপকে কাজে লাগাতে পারে পেন্টাগন

‘রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাধাদানকারীদের জাতি ক্ষমা করবে না’

নাটক প্রেম ভাই

নাটক লাস্ট উইশ

ঈদে সায়েরা রেজার নতুন গান

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে অপার্থিবের প্রথম অ্যালবাম আবছা নীল কণা

নগরকৃষকদের নিয়ে কৃষকের ঈদ আনন্দ

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ঘরের কথা ঘরেই থাক’

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়াল

ভূমিকম্প বিধ্বস্ত থাইল্যান্ডের রাস্তায় সন্তানের জন্ম দিলেন তরুণী

তালেবানের ঘাঁটিতে ড্রোন হামলা পাকিস্তান সেনার, নিহত ১১

বিক্রি হয়ে গেল এক্স, দাম উঠল ৩,৩০০ কোটি ডলার, কিনল কে?

চপলকে নিয়ে এ কেমন নাটক এনএসসির?