সেই সূর্যকুমারের ব্যাটেই জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের
২৪ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম
বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে তিক্ত হারের স্মৃতি এখনো তরতাজা কোটি ভারতীয় ভক্তের হৃদয়ে।পুরো আসরে দুর্দান্ত ক্রিকেট খেলে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছিল ভারত। তবে নাটকের চূড়ান্ত দৃশ্যপটে যেন পুরোপুরি অচেনা ছিলেন রোহিত শর্মা,বিরাট কোহলি, রাহুলরা।ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হট ফেভারিট ভারত হেরে যায় অনেকটা একপেশেভাবে।আর তাতে ঘরের মাঠে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় শত কোটি ভারতীয় ভক্তের।
অপ্রত্যাশিত সেই হারের ব্যবচ্ছেদ চলছে এখনো। কাঠগড়ায় তোলা হচ্ছে দলের অনেক খেলোয়াড়কেই।তার মধ্যে উপরের দিকেই আছেন মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। ওপেনার ও টপ অর্ডারদের ভিত গড়ে দেওয়ার পর শেষ দিকে নেমে ঝড় তুলে দলকে বড় সংগ্রহ এনে দিবেন- এ প্রত্যাশায় ছিল মারকুটে এই ব্যাটসম্যান থেকে।
ফাইনালে মঞ্চ প্রস্তুত ছিল এই ব্যাটসম্যানের জন্য। দ্রুত কোহলি, রাহুল আর জাদেজাকে হারানো ভারত লড়াকু সংগ্রহের জন্য তাকিয়ে ছিল সূর্য কুমারের ব্যাটের দিকে।তবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।শেষ দশ ওভারে নেমে খেলেছেন ২৮ বলে ১৮ রানের এক স্বভাব বিরুদ্ধ ইনিংস।ফলে ভারতও পায়নি লড়াইয়ের পুঁজি।
এই ব্যর্থতার কথা সহজে ভোলার কথা নয় সূর্য কুমারের।তবে সে কষ্ট ধীরে ধীরে লাঘব করার সময়ও যে নেই!
আহমেদাবাদের ঐতিহাসিক সেই ফাইনালের মাত্র চার দিন পর আজ পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। যেখানে ফাইনালের মতো একপেশে লড়াই হয়নি।
তবে রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত জয় দুই উইকেটে জয় পেয়েছে ভারত। ৪২ বলে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংসে ভারতের জয়ের নায়ক সেই সূর্য কুমার যাদব। বড় তারকাদের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবেও এটি ছিল তার প্রথম ম্যাচ।
বিশাখাপাট্টম স্টেডিয়ামে টস হেরে নামে অস্ট্রেলিয়া জস ইংলিশের ঝড় সেঞ্চুরি আর স্টিভেন স্মিথের অর্ধশত রানের উপর ভর করে ২০৯ রানের বড় লক্ষ্য দাড় করায় ভারতের সামনে।
তৃতীয় নম্বরে নেমে ৫০ বলে ১১০ রানের দাপুটে এক ইনিংস খেলেন ইংলিশ।সমানে পিঠিয়েছেন সব ভারতীয় বোলারকেই।১১টি চার এবং ৮টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার ইংনিসে। অন্য প্রান্তে ওপেনিং এ নামা স্মিথ সেভাবে সুবিধা করতে পারলেও টিকে থেকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন ইংলিশকে। যদিও ব্যাটিং পিচে তার ৪১ বলে ৫২ রান ইনিংসকে একটু মন্থরই বলা চলে।এই দুইজন দ্রুত আউট হওয়ার পর মার্কাস স্টোইনিস(৭) এবং টিম ডেভিড(১৯) অস্ট্রেলিয়ার সংগ্রহ ২০০ রানের কোটা পার করান।
ফ্ল্যাট উইকেট, সঙ্গে ভারতীয় দলে সব মারকুটে ব্যাটসম্যান। তাই লক্ষটা একেবারেই অসম্ভব মনে হচ্ছিল না। আগ্রাসী শুরু করে ২২ রানে দুই উইকেট হারানোর পরেও ভারত দমে যায়নি।তৃতীয় উইকেট ছুটিতে ঈশান কিষাণ ও সূর্য কুমার মিলে দলের হাল ধরেন।ফাইনলে রান না পাওয়া সূর্যকুমারকে আবার চেনা মেজাজে দেখা গেল সংক্ষিপ্ত সংস্করণে। শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে।তাঁদের তৃতীয় উইকেটের জুটিতে উঠল ৬০ বলে ১১২ রান।ইশান খেলেন ৩৯ বলে ৫৮ রানের ইনিংস। ২টি চার এবং ৫টি ছক্কা মারেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
তাদের জুটি চলাকালে সহজ জয়ের পথেই ছিল ভারত। তবে ঈশান আউট হওয়ার পর পাচে নামা তিলক বার্মা (১০ বলে ১২ রান) আর আরেক সেট ব্যাটসম্যান সূর্য কুমার ৮০ রানে আউট হলে কিছুটা উত্তেজনা তৈরি হয় খেলাতে। সেটি আরও বাড়ে অক্ষর পাটেল রবি বিষ্ণোই, আরশদীপ সিংহেরা দ্রুত একে একে সাজঘরে ফিরে গেলে। তবে সহজ জয় কঠিন করেই ভারত শেষ পর্যন্ত জয় পায় আইপিএল সেনসেশন রিংকু সিং এর সৌজন্যে।এক প্রান্ত আগলে রেখে ১৪ বলে ২২ রানে অপরাজিত ছিলেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা