দুই বন্ধুর শেষ 'ধ্রুপদী দ্বৈরথ' শেষ ড্র'য়ে,জমে উঠেছে লীগ শিরোপার লড়াই
১১ মার্চ ২০২৪, ০২:১০ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৪, ০২:১০ এএম
এমনিতেই প্রিমিয়ার লীগে লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচ হাইভোল্টেজ লড়াইগুলোর একটি। এর উপর শিরোপার সমীকরণে রবিবারের দুই দলের লড়াইটির ছিল বাড়তি গুরুত্ব।তবে এসব ছাপিয়ে গতকালের ম্যাচের আরও একটি দিকে ছিল সবার বাড়তি মনোযোগ। প্রিমিয়ার লীগে দুই কিংবদন্তি কোচ ইয়োহেন ক্লপ ও পেপ গার্দিওলা গতকাল শেষবারের মত মুখোমুখি হয়েছিলেন।ক্ষুরধার এই দুই মস্তিষ্কের শেষ দ্বৈরথটি বিশ্বব্যাপী 'দ্যা ল্যাস্ট ড্যান্স' নামে পরিচিত পেয়েছিল।
যদিও প্রতিদ্বন্দ্বিতার বারুদ ছাপিয়ে এই দুই বিশ্বসেরা কোচ সবসময়ই পরস্পরকে বন্ধু হিসবেই পরিচয় দিয়েছেন।দুই বন্ধুর শেষ লড়াইয়ে ম্লান মুখে ফিরতে হয়নি কাউকেই।
রবিবার প্রিমিয়ার লীগের লিভারপুল-সিটি হাইভোল্টেজ ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। আক্রমণে ভরপুর প্রথামার্ধে সিটিকে এগিয়ে দেন জোন স্টোনস।বিরতির পরপরই সফল স্পটকিকে লিভারপুলকে সমতায় ফেরান মার্ক আলিস্টের।
ম্যাচটি কেউ না জেতায় জমে উঠেছে লীগ শিরোপার লড়াই।সিটি-লিভারপুলের পাশাপাশি আর্সেনালও ভালোভাবেই আছে আছে শিরোপার দৌড়ে।
অন্তত এই সপ্তাহের জন্য লিগ টেবিলের শীর্ষেই থাকছে আর্সেনাল। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৪। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে লিভারপুল। আর তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে সিটি।
ঘরের মাঠে এদিন আক্রমণাত্মক শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। ৭ম মিনিটেই এগিয়ে যেতে পারত স্বাগতিকেরা। তবে বা প্রান্তে বাইলাইনের কাছ থেকে ডি ব্রুইনার ক্রস নাগালে পাননি ফোডেন।এরপরও বেশ কয়েকটি সুযোগ তৈরী করলেও সফল হয়নি স্বাগতিকেরা।
চাপে সামলে ১৪ মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণে যায় লিভারপুল, তবে দূরের পোস্টে নাথান অকের ক্রসে পা ছোঁয়াতে পারননি দারউইন নুনেস।১৯ তম মিনিটে এই উরুগুয়েন তারকার অফসাইড পজিশনের কারণে বাতিল হয় লিভারপুলের গোল।
তবে পাল্টা আক্রমণে চার মিনিট পরেই সফলতা পায় সিটি। কেভিন ডে ব্রুইনের দারুণ বুদ্ধিদীপ্ত কর্নারে ছয় গজ বক্সে আনমার্কড অবস্থায় থাকা জোন স্টোনস পায়ের টোকায় সিটিকে লিড এনে দেন।
তবে গোল করার পরের কিছু সময় খোলসের ভেতর চলে যায় স্বাগতিকেরা।এর সময়টাই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছেন লিভারপুল। তবে সফলতা পায়নি।৩১তম মিনিটে সুযোগ ডমিনিক সোবোসলাইয়ের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় লিভারপুল সমর্থকদের। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই মারাত্মক এক ভুল করে বসেন ডাচ ডিফেন্ডার আকে, অনেকটা হেয়ালি ভঙ্গিতে গোলরক্ষকের উদ্দেশ্যে বাড়ান দুর্বল ব্যাকপাস। কাছেই থাকা নুনেস ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নেওয়ার পর তাকে ফাউল করেন এডারসন।পেনাল্টি পায় অলরেডসরা।বুলেট গতির স্পট কিকে সমতা টানেন দলের আর্জেন্টাইন মিডফিল্ডার মার্ক আলিস্তে।
৫৮ মিনিটে ফোডেনের শট টেকিয়ে দেন এডারসনের বদলে নামা লিভারপুল গোলরক্ষক কুইভিন কেলেহার।শেষদিকে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। বিশেষ যোগ করার সময়ে মরিয়া চেষ্টা করা যায় লিভারপুল। এই সময়ে তিনটি কর্নার আদায় করে নেয় তারা।তবে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আর জয়সূচক গোলের দেখা পায়নি অল রেডসরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি
বিমানের এই কর্মকা- সহ্য করার মতো নয় -সিলেট সুধীজন
বাণিজ্যমেলায় শেষ মুহূর্তে নিত্যপণ্য কেনাকাটার ধুম