বাবা-ভাইয়ের পর সোনা জিতলেন কারোলিয়েনও
০৫ আগস্ট ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ১২:১৩ এএম
বাবা জিতেছিলেন ২৮ বছর আগে। ভাই জিতেছেন এক সপ্তাহ আগে। এবার অলিম্পিকে সোনা জিতলেন বোন কারোলিয়েন ফ্লোরিনও। ২৬ বছর বয়সী এই রোয়ার আজ মেয়েদের সিঙ্গেল স্কালসে ৭ মিনিট ১৭.২৮ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। কারোলিয়েনের ভাই ফিন ফ্লোরিন গত সপ্তাহে ছেলেদের কোয়াড্রপল স্কালসে সোনা জিতেছেন। তাঁদের বাবা রোনাল্ড ফ্লোরিন দুটি অলিম্পিক পদকের মালিক।
শুধু বাবা আর ভাই-বোনই নয়, পুরো ফ্লোরিন পরিবারই আসলে অলিম্পিয়ান। কারোলিয়েন ও ফিনের মা আন্তে রেহাগ। জার্মানির এই রোয়ার ১৯৯৪ ওয়ার্ল্ড রোয়িং চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন। খেলেছেন ১৯৯৬ আটলান্টা অলিম্পিকেও। ওই আসরেই রোয়িং এইটে সোনা জেতেন কারোলিয়েন-ফিনের বাবা রোনাল্ড। নেদারল্যান্ডসের এই রোয়ার ১৯৮৮ সিউল অলিম্পিকেও সোনা জিতেছিলেন। সব মিলিয়ে একই পরিবারের চার সদস্যই অলিম্পিয়ান, তিনজনই রোয়িংয়ে সোনাজয়ী। এর মধ্যে তৃতীয়জন, কারোলিয়েন গতকাল সোনা জিতেছেন সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের এমা টুইগকে হারিয়ে। ৫০০ মিটার পথের মধ্যে এগিয়ে যাওয়া কারোলিয়েন বাকি পথে একবারও পেছাননি। ২০০০ মিটারের রোয়িং শেষ করেন টুইগের চেয়ে প্রায় দুই সেকেন্ড (১.৪৬) আগে। সোনা জয়ের পর উচ্ছ¡সিত কারোলিয়েন বলেন, ‘আমার কাছে এটা বিশ্বজয়ের মতো। জন্মের পর থেকেই অলিম্পিকে একটা সোনা জিততে চেয়েছি আমি। চেয়েছি বিশ্বসেরা রোয়ারদের ভেতর থেকে মেয়েদের সিঙ্গেল স্কালস জিততে।’
মা-বাবা সাবেক অলিম্পিয়ান হওয়ায় ছোটবেলা থেকেই রোয়িংয়ের সঙ্গে বেড়ে ওঠা কারোলিয়েনের। প্রতিযোগিতাম‚লক রোয়িং শুরু করেন ১৪ বছর বয়সে, দক্ষিণ হলান্ডের লেইডেনে থাকাবস্থায়। পরে তিনি আমস্টারডাম স্টুডেন্ট রোয়িং ক্লাব এএসআর নেরিয়াসের হয়ে খেলা শুরু করেন। ২০১৭ সালে চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক রোয়িংয়ে শুরু। আর প্রথম আসরেই জেতেন রুপা। সেই থেকে এখন পর্যন্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ৫টি সোনা, একটি করে রুপা ও ব্রোঞ্জ এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দুটি সোনা ও একটি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছেন তিনি। ২০২০ টোকিও অলিম্পিকে ‘ফোর উইথআউট’ ইভেন্টে জেতেন রুপাও। কিন্তু বাবার মতো অলিম্পিকে সোনা জয় অধরাই ছিল। সেটিই পেয়ে গেলেন আজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক