ফাইনালে বাংলাদেশ-চাইনিজ তাইপে
২০ মার্চ ২০২৩, ১০:৫৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠলো স্বাগতিক বাংলাদেশ ও চাইনিজ তাইপে। আজ দুপুর সোয়া ১২টায় পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে দুই দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিশ্ব কাবাডি ফেডারেশনের সভাপতি সত্যশিভাম মুনিস্বামী, এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক।
এর আগে গতকাল বিকালে শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তিনটি লোনাসহ ৪৫-২৬ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নেমে টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যাচ্ছে স্বাগতিকরা। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ জিতে অপরাজিত থেকেই সেরা দল হিসেবে শেষ চারে উঠে বাংলাদেশ। শেষ চারের ম্যাচে কাল ইনজুরিতে থাকা রোমান হোসেনকে সেরা সাতে খেলান বাংলাদেশের ভারতীয় কোচ সাজুরাম গয়াত। দুই ম্যাচ আগে ব্যাথা পেয়ে ম্যাট ছাড়া রাসেল হাসানও ছিলেন সেরা সাতে। পরে অবশ্য অদল বদলে খেলেছেন তারা। ইনজুরি কাটিয়ে এ মাচে ফিরেছিলেন আরদুজ্জামান মুন্সি। তবে সেমিতে থাইল্যান্ডকে হারালেও শুরুটা খুব একটা ভাল ছিল না বাংলাদেশের। ক্ষিপ্রতা দিয়ে প্রতিপক্ষ থাইল্যান্ড শুরুতেই দুই পয়েন্ট আদায় করে নেয়। পক্ষান্তরে বার বার রেইড দিয়ে বাংলাদেশ কোন পয়েন্ট আদায় করতে পারছিল না। পরে অবশ্য খেলায় ফেরে তারা। ১৭-১১ পয়েন্টে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে পয়েন্ট আদায়ের ধারবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। মিজানুরের টানা দুটি সফল রেইডে আবারও ব্যবধান বাড়ায় বিজয়ীরা (৪৫-২৩)। তবে শেষের দিকে টানা তিনটি পয়েন্ট পেলেও হার এড়াতে পারেনি থাইল্যান্ড। ম্যাচ সেরার পুরস্কার পান বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার।
একই ম্যাটে দ্বিতীয় সেমিফাইনালে ২-১ লোনাসহ ৫২-৪৪ পয়েন্টে ইরাককে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে চাইনিজ তাইপে। প্রথমার্ধে বিজয়ী দল ৩১-১৬ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যান অব দ্য ম্যাচ হন তাইপের চেং চিন চ্যাং।
এদিকে এই টুর্নামেন্টের ফাইনালে উঠে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ কাবাডিতে এবং হ্যাংজু এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ও চাইনিজ তাইপে। কাল কাবাডি ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ^ কাবাডি ফেডারেশনের সভাপতি সত্যশিভাম মুনিস্বামী ও এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
মানিকগঞ্জ-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি হরিরামপুর-শিবালয়বাসীর
গোয়ালন্দে সুইট হাট জাতের মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর