ফাইনালে বাংলাদেশ-চাইনিজ তাইপে
২০ মার্চ ২০২৩, ১০:৫৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠলো স্বাগতিক বাংলাদেশ ও চাইনিজ তাইপে। আজ দুপুর সোয়া ১২টায় পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে দুই দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিশ্ব কাবাডি ফেডারেশনের সভাপতি সত্যশিভাম মুনিস্বামী, এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক।
এর আগে গতকাল বিকালে শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তিনটি লোনাসহ ৪৫-২৬ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নেমে টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যাচ্ছে স্বাগতিকরা। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ জিতে অপরাজিত থেকেই সেরা দল হিসেবে শেষ চারে উঠে বাংলাদেশ। শেষ চারের ম্যাচে কাল ইনজুরিতে থাকা রোমান হোসেনকে সেরা সাতে খেলান বাংলাদেশের ভারতীয় কোচ সাজুরাম গয়াত। দুই ম্যাচ আগে ব্যাথা পেয়ে ম্যাট ছাড়া রাসেল হাসানও ছিলেন সেরা সাতে। পরে অবশ্য অদল বদলে খেলেছেন তারা। ইনজুরি কাটিয়ে এ মাচে ফিরেছিলেন আরদুজ্জামান মুন্সি। তবে সেমিতে থাইল্যান্ডকে হারালেও শুরুটা খুব একটা ভাল ছিল না বাংলাদেশের। ক্ষিপ্রতা দিয়ে প্রতিপক্ষ থাইল্যান্ড শুরুতেই দুই পয়েন্ট আদায় করে নেয়। পক্ষান্তরে বার বার রেইড দিয়ে বাংলাদেশ কোন পয়েন্ট আদায় করতে পারছিল না। পরে অবশ্য খেলায় ফেরে তারা। ১৭-১১ পয়েন্টে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে পয়েন্ট আদায়ের ধারবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। মিজানুরের টানা দুটি সফল রেইডে আবারও ব্যবধান বাড়ায় বিজয়ীরা (৪৫-২৩)। তবে শেষের দিকে টানা তিনটি পয়েন্ট পেলেও হার এড়াতে পারেনি থাইল্যান্ড। ম্যাচ সেরার পুরস্কার পান বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার।
একই ম্যাটে দ্বিতীয় সেমিফাইনালে ২-১ লোনাসহ ৫২-৪৪ পয়েন্টে ইরাককে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে চাইনিজ তাইপে। প্রথমার্ধে বিজয়ী দল ৩১-১৬ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যান অব দ্য ম্যাচ হন তাইপের চেং চিন চ্যাং।
এদিকে এই টুর্নামেন্টের ফাইনালে উঠে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ কাবাডিতে এবং হ্যাংজু এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ও চাইনিজ তাইপে। কাল কাবাডি ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ^ কাবাডি ফেডারেশনের সভাপতি সত্যশিভাম মুনিস্বামী ও এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আলাভেসকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো বার্সা
সউদী যুবরাজের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট জোলানির সাক্ষাৎ
ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছেন আরব মন্ত্রীরা
নববর্ষের ছুটিতে নিজ শহরে বীরোচিত অভ্যর্থনা ডিপসিকের প্রতিষ্ঠাতাকে
ট্রাম্পের নির্দেশে আইএসের বিরুদ্ধে সোমালিয়ায় বিমান হামলা শীর্ষ পরিকল্পনাকারী নিহত
সংঘাত নিরসন আলোচনা শুরুর প্রস্তুতি নিশ্চিত করেছেন জেলেনস্কি
সরে গেলো নৌকা
জানুয়ারিতে টার্কস্ট্রিম দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস রফতানি রেকর্ড উচ্চতায়
ভারতের ৭৮ বিলিয়ন ডলার বাড়লো প্রতিরক্ষা বাজেট
ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বী-বার্ষিক সম্মেলনে রেজাউল করিম
স্বামীর টাকা তাকে না বলে স্ত্রীর বাবা-মাকে দিয়ে দেওয়া প্রসঙ্গে।
মির্জাপুরে মাটিখেকোদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা উপজেলা প্রশাসনের
বান্দরবানের লামায় ৭ শ্রমিককে অপহরণের অভিযোগ
মির্জাপুরে মাটিখেকোদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা উপজেলা প্রশাসনের
নবাব সলিমুল্লাহ্'র ১১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আফ্রিদিকে মনে করালেন অভিষেক
ভারত সীমান্তের সেই বেড়িবাঁধ পরিদর্শনে যাবেন জামায়াত আমির
তৌহিদের সারা শরীরে নির্যাতনের চিহ্ন
গণতন্ত্রের আপসহীন সংগ্রামী বেগম খালেদা জিয়া
পাঠ্যপুস্তক ইতিহাস-সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের অনুগামী হতে হবে