বিদেশি কোচ খুঁজছে বাহফে
২৬ এপ্রিল ২০২৩, ০৮:৩১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৬ পিএম
আসন্ন এশিয়ান গেমসের জন্য বিদেশি কোচ খুঁজছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজুতে শুরু হবে এবারের এশিয়ান গেমস। এই গেমসের হকি ডিসিপ্লিনে ভালো করার লক্ষ্য লাল-সবুজদের। তাই বাহফের কর্তারা বিদেশি কোচের দিকেই ঝুঁকছেন। বাংলাদেশ হকির সিনিয়র ও জুনিয়র দলের কো-অর্ডিনেটর মাহবুব এহসান রানা বুধবার এ প্রসঙ্গে বলেন, ‘আসন্ন এশিয়ান গেমসের আগেই আমরা বিদেশি কোচ আনতে চাই। এজন্য ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে আলোচনাও হয়েছে।’ তিনি যোগ করেন, ‘বিশ^ হকি ইউরোপ শাসন করলেও আমরা এশিয়ার মধ্যে থেকেই কোচ নিতে চাই। অবশ্য তাকেই আমরা নির্বাচন করবো, যার আমাদের হকি ও খেলোয়াড় সম্পর্কে যার ধারণা রয়েছে।’ বিদেশি কোচের অর্থ সংস্থানের ব্যাপারে বাহফে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন জায়গা থেকেই চেষ্টা করা হবে বলে জানা গেছে। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশ ষষ্ঠ স্থান অর্জন করেছিল মালয়েশিয়ান কোচ গোপীনাথানের অধীনে প্রশিক্ষণ নিয়ে। এবারও সেই স্থান ধরে রাখার লক্ষ্যের কথা জানান রানা, ‘আমরা হ্যাংজু এশিয়ান গেমসে ষষ্ঠ স্থান ধরে রাখতে চাই। এজন্য বিদেশি কোচ নিয়োগ করে দ্রুত ক্যাম্প শুরু করতে চাই। কারণ জাতীয় দলের খেলোয়াড়রা অনেক দিন ক্যাম্পের বাইরে আছেন।’
এদিকে ওমানে জুনিয়র এশিয়া কাপ (অনূর্ধ্ব-২১) টুর্নামেন্ট শুরু হবে ২৩ মে থেকে। এ টুর্নামেন্টে ভালো ফলাফল করতে এখন নিবিড় অনুশীলনে মগ্ন বাংলাদেশ যুব দল। জুনিয়র এশিয়া কাপের আগে কন্ডিশনিং ক্যাম্প করতে বৃহস্পতিবার ভারত যাচ্ছে দলটি। হরিয়ানা ও জলন্ধরে ২৮ দিনের কন্ডিশনিং ক্যাম্প করার পাপাশি বিভিন্ন রাজ্যদলের বিপক্ষে সর্বোচ্চ ১১টি ম্যাচ খেলতে পারবেন লাল-সবুজের যুবারা। ভারতে কন্ডিশনিং ক্যাম্পের পর বাংলাদেশ দল ভারত থেকে সরাসরি চলে যাবে ওমানে। ভারত সফর নিয়ে বাংলাদেশ যুব হকি দলের প্রধান কোচ মামুন-উর রশিদ বলেন, ‘২৮ দিনের এই কন্ডিশনিং ক্যাম্প ওমানে অনুষ্ঠেয় এশিয়া কাপে ভালো করার রসদ যোগাবে। ক্যাম্প শেষে ১৭ এপ্রিল ভারত থেকেই ওমান চলে যাবো আমরা।’
জুনিয়র এশিয়া কাপে খেলবে দশটি দেশ। এগুলো হলো- বাংলাদেশ, চাইনিজ তাইপে, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড ও উজবেকিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান