ফিউচারস স্পোর্টিংয়ের লাখ টাকার টিটি টুর্নামেন্ট শুরু!
১৪ জুলাই ২০২৩, ০৯:১৪ পিএম | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম
ফিউচারস স্পোর্টিং, ল্যাব এইড গ্রুপের একটি টেবিল টেনিস (টিটি) ক্লাব। কলাবাগান বাস স্টপেজের পাশেই ল্যাব অ্যাইড আইকনিক ভবনের চতুর্থ তলায় এই ক্লাবটির অবস্থান। যেখানে বছরখানেক আগেও ছিল কর্পোরেট অফিসের কর্মকর্তাদের ব্যস্ততায় মুখর। এখন সেই অফিসকেই চমৎকার একটি টিটি ক্লাব হিসেবে গড়ে তুলেছে ল্যাব এইড গ্রুপ। উদ্দেশ্য- এলাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নির্বিঘেœ টেবিল টেনিস খেলার সুযোগ করে দেওয়া। এছাড়া চাকরীজীবি ও ব্যবসায়ীরাও নিয়মিত আসেন এই টিটি ক্লাবে খেলতে। ক্লাবের সদস্যদের অংশগ্রহণে প্রতি মাসে আয়োজন করা হয় টিটি টুর্নামেন্টের।
ফিউচারস স্পোর্টিং ক্লাব এবার আয়োজন করেছে শাওন স্ম্যাশ আপ নামের সবচেয়ে বড় পরিসরে দুই দিন ব্যাপী টিটি টুর্নামেন্টের। যার প্রাইজমানি থাকছে লাখ টাকা। শুক্রবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া চারটি দল উঠবে সেমিফাইনালে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে ৫০ হাজার টাকা। রানার্সআপরা ট্রফি ও ৩০ হাজার টাকা পাবে। এছাড়া সেমিফাইনালের বিজিত দুই দলকে দেওয়া হবে ১০ হাজার করে টাকা। জাতীয় দলের খেলোয়াড় ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জাভেদ আহমেদ এই টুর্নামেন্টের সমন্বয়ক। শাওন গ্রুপের পরিচালক ফরহাদ শরীফ এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছেন।
শাওন স্ম্যাশ আপ টিটি টুর্নামেন্টে গিয়ে দেখা মিলল জাতীয় টিটি দলের অনেক সদস্যেরই। তারা খেলছেন শাওন স্ট্রোম, ধানমন্ডি টিটি ক্লাব, ফিউচারস স্পোর্টিং ক্লাব, উত্তরা টিটি একাডেমি, মিরপুর টিটি একাডেমি, শাওন এভারগ্রিন, মোহাম্মদ আলী ফাইটার্স, এলিটস টিটি ক্লাব, ব্রেইনক্রাফট টিটি ক্লাব, আসাদ টিটি দল, টিম ডার্ক হর্স ও লালবাগ লিওপার্ডসের হয়ে। এ আসরে অংশ নিচ্ছেন পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী, জাতীয় দলের খেলোয়াড় রিফাত মাহমুদ সাব্বির, মাসুদ রানা পরাগ, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মুফরাদুল খায়ের হামজা, সাবেক জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ফয়সাল হিমেল খান, জাতীয় দলের সাবেক সিনিয়র খেলোয়াড় রিপন খান ও জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় যুবায়ের আহমেদসহ অনেকে।
শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী দিন ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে শাওন স্ট্রোম। শেষ চারে উঠতে শাওন স্ট্রোম হারিয়েছে ধানমন্ডি টিটি দল ও ফিউচারস স্পোর্টিংকে। ‘বি’ গ্রুপের দল উত্তরা টিটি একাডেমি হারিয়েছে মিরপুর টিটি একাডেমি ও শাওন এভারগ্রিন দলকে। ‘ডি’ গ্রুপ থেকে সেমিতে ওঠা আসাদ টিটি দল হারিয়েছে লালবাগ লিয়োপার্ডস ও টিম ডার্ক হর্সকে। ব্রেইনক্রাফট টিটি ক্লাব ও এলিটস টিটি দলকে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে শেষ চারে নাম লেখায় মোহাম্মদ আলী ফাইটার্স।
শনিবার সকাল ১১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে শাওন স্ট্রোম ও আসাদ টিটি দল। এদিন দ্বিতীয় সেমিফাইনালে উত্তরা টিটি একাডেমির প্রতিপক্ষ মোহাম্মদ আলী ফাইটার্স। এ ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। এদিন বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর