দাবার পুরুষ দলগতে প্রথম জয় বাংলাদেশের
০২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
হ্যাংজু এশিয়ান গেমসের নবম দিনে গতকাল ৪টি ডিসিপ্লিনে অংশ নেয় বাংলাদেশ। যার মধ্যে দাবার পুরুষ দলগত ইভেন্টে প্রথম জয় তুলে নেয় তারা। এদিন দুপুরে হ্যাংজু কুই ইউয়ান চেস হলে তৃতীয় রাউন্ডের খেলায় হংকংকে ৩.৫-০.৫ পয়েন্টে হারান বাংলাদেশের দাবাড়–রা। লাল-সবুজদের পক্ষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে হংকংয়ের ফিদে মাস্টার লেম দানিয়েল কিং ওয়াই, কং উয়িং কি এবং ক্যান্ডিডেট মাস্টার নিসসিনোন নিলো ম্যানকে হারিয়ে দেন। বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ হংকংয়ের লি উয়ি হেংয়ের সঙ্গে ড্র করেন। এই ইভেন্টে তিন ম্যাচে ২ পয়েন্ট পেয়ে তালিকার অষ্টম স্থানে আছে বাংলাদেশ। আজ চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এদিকে কাল সকালে হ্যাংজু কুই ইউয়ান চেস হলে ব্রিজের রাউন্ড রবিন লিগের দ্বিতীয় পর্বের তৃতীয় দিন দারুণ কেটেছে বাংলাদেশের। সিঙ্গাপুরের কাছে হার দিয়ে দিন শুরু হলেও পরের দুই ম্যাচে লাল-সবুজরা হারিয়েছে চাইনিজ তাইপে ও থাইল্যান্ডকে। চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ না থাকায় ওয়াকওভার পায় বাংলাদেশ।
গেমসের নবম দিন র্যাঙ্কিং রাউন্ড দিয়ে শুরু হয় আরচ্যারির খেলা। ফুইয়ুং ইনহু স্পোর্টস সেন্টারে এই ডিসিপ্লিনের রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ১৯৬৩ স্কোর করে সপ্তম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রোমান সানা ৬৪৮, সাগর ইসলাম ৬৬২ ও রামকৃষ্ণ সাহা ৬৫৩ স্কোর করেন। এই ইভেন্টে শীর্ষ তিনে আছে দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও ভারত। এদিকে ব্যক্তিগত ইভেন্টে সাগর ইসলাম ২২ ও রামকৃষ্ণ সাহা ২৯তম হয়ে লড়বেন। দীর্ঘ এগার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলগত ইভেন্টে সুযোগ পেলেও ব্যক্তিগত ইভেন্ট থেকে বাদ পড়েছেন রোমান সানা। এবার গেমসের নিয়ম অনুযায়ী প্রত্যেক দেশের শীর্ষ দুইজন তারকা খেলার সুযোগ পাবেন ব্যক্তিগত ইভেন্টে। নারীদের এই ইভেন্টে ১৮২৫ স্কোর করে ১৪তম হয়েছে বাংলাদেশ। দলগত ইভেন্টে লড়বেন দিয়া সিদ্দিকি, ফামিদা সুলতানা নিশা ও সিমা আক্তার শিমু। দিয়া ও নিশি খেলবেন ব্যক্তিগত ইভেন্টে। পুরুষ দলগত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম ও নারীদের বিভাগে চাইনিজ তাইপে। বাংলাদেশ কম্পাউন্ডে পুরুষ বিভাগে ১২তম ও নারী বিভাগে অষ্টম হয়েছে। কম্পাউন্ডের দলগত ইভেন্টে পুরুষদের প্রতিপক্ষ মালয়েশিয়া এবং নারীদের হংকং।
গেমসের গলফ ডিসিপ্লিনে যথারীতি ব্যর্থ হয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। কাল ওয়েস্ট লেক ইন্টারন্যাশনাল গলফ কোর্সে ১৪তম অবস্থানে থেকে শেষ করেন সিদ্দিকুর রহমান। চার রাউন্ড মিলে পারের চেয়ে ১৩ শট কম খেলেন তিনি। আগের দিন শেষ রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলেন সিদ্দিকুর। আর পারের সমান শট খেলে জামাল হোসেন গেমস শেষ করেন ৩৫তম অবস্থানে থেকে। গলফে ব্যক্তিগত স্বর্ণ জিতেছেন হংকংয়ের তাইচি খো। তিনি পারের চেয়ে ২৭ শট কম খেলেন।
এদিকে কাবাডি ডিসিপ্লিনের খেলা শুরু হবে আজ থেকে। এদিন সকালে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ম্যাটে নামবে বাংলাদেশ পুরুষ দল। জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের গ্রুপে জাপান াড়াও আছে থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও ভারত। ‘বি’ গ্রুপের দলগুলো হলো- ইরান, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘুষের টাকা না পেয়ে মারপিটে আহত ৩ জনের অভিযোগে এসআই নুর ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু
নতুন কর্মসূচি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল: ক্ষয়ক্ষতি শত বিলিয়ন ছাড়ানোর আশংকা
নামের কারণে ১৬ বছর বঞ্চিত সৈয়দপুরের শহীদ জিয়া শিশু নিকেতন
মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
বসুরহাট পৌরসভা বিএনপি'র উঠান বৈঠক ও শীত বস্ত্র বিতরণ
৯ ছক্কায় সাব্বিরের ৩৩ বলে ৮২
কিশোরগঞ্জে ছিনতাই করা মোবাইল ফোনের আইএমইআই নম্বর বদলে দিতেন মহসিন
দেশ এখন কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে: মঈন খান
ঢাকায় ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার খোলার চেষ্টা চলমান: পররাষ্ট্র মন্ত্রণালয়
যশোরে মহাসড়ক সংস্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ
খালেদা জিয়ার বিদেশযাত্রা ঘিরে যানজট, দুঃখ প্রকাশ করল বিএনপি