‘দাবার চালে’ মাত শামীমের
২৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
উৎসবমুখর পরিবেশে সিজেকেএস কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে হাড্ডা-হাড্ডি লড়াই হয়েছে। এতে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম মাত্র এক ভোটের ব্যবধানে জয়ী হয়ে পুনরায় অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদটিতে লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। মাত্র এক ভোটের ব্যবধান থাকায় দ্বিতীয়বার ভোট গণনা করা হয়। এতে দাবার চালে ক্যারিশমা দেখিয়ে তিনি জয়ের মুখ দেখেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন। তার মধ্যে সাহাব উদ্দিন পেয়েছেন ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মশিউর রহমান চৌধুরী পেয়েছেন ৮৬ ভোট ও এস এম শহীদুল ইসলাম পেয়েছেন ৬৩ ভোট। ক্রীড়াবিদ থেকে ক্রীড়া সংগঠক মো: হাফিজুর রহমান সর্বোচ্চ ২২১ ভোট পেয়ে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি যেন সিজেকেএসএর অবিচ্ছেদ্য এক অংশ তা কাউন্সিলররা ভোটের মাধ্যমে প্রমাণ করেছেন। এ পদে আর যে তিনজন নির্বাচিত হয়েছেন তারা হলেন- সৈয়দ আবুল বশর ১৫৪ ভোট, এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী ১২৮ ভোট ও এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী ১২৩ ভোট।
এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় উৎসবমুখর পরিবেশে কাউন্সিলররা ভোট দিতে এসে স্টেডিয়াম এলাকা বেশ মাতিয়ে রেখেছিলেন। সিজেকেএসএর নির্বাচিত কর্মকর্তার সংখ্যা ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৯জন। ২৫২জন কাউন্সিলরের মধ্যে গতকাল ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৪০জন। কঠোর নিরাপত্তায় গতকাল সকাল ৮টায় ভোট শুরু হয়। একমাত্র ভোটার ছাড়া আর কাউকে স্টেডিয়াম এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত আ জ ম নাছির উদ্দীন প্রথম ভোট দেন। এরপর অন্যান্য ভোটাররা আস্তে আস্তে ভোট দিতে আসতে শুরু করলে বেলা বাড়ার সাথে সাথে কাউন্সিলরদের উপস্থিতি স্টেডিয়াম সরগরম হয়ে উঠে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবং বিকেলে ভোট গণনা শুরু হয়। যুগ্ম সম্পাদক দুইটি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে প্রায় চার দশকের কাছাকাছি ক্রীড়াঙ্গণে কেটে যাওয়া মাঠের মানুষ শান্ত ও বিনয়ী ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম ২১৫ ভোট এবং অহীদ সিরাজ চৌধুরী স্বপন ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে সরাসরি লড়াই করেছেন দুই ক্রীড়াবিদ থেকে ক্রীড়া সংগঠক শাহাবুদ্দীন মো: জাহাঙ্গীর এবং একাধিকবার নির্বাহী সদস্যের দায়িত্ব পালন করা আ ন ম ওয়াহিদ দুলাল। এতে শাহাবুদ্দীন পেয়েছেন ১১০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। ওয়াহিদ দুলাল পেয়েছেন ৬৭ ভোট। নির্বাহী সদস্য পদে ১৩জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- গোলাম মহিউদ্দিন হাসান ১৯৬ ভোট, মোহা: শাহজাহান ১৭৮ ভোট, এ কে এম আবদুল হান্নান আকবর ১৭০ ভোট, মো: দিদারুল আলম ১৬৮ ভোট, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন ১৫৩ ভোট, হাসান মুরাদ বিপ্লব ১৪৮ ভোট, আকতারুজ্জামান ১৪৫ ভোট, মো: রাশেদুর রহমান মিলন ১৩৪ ভোট, নাসির মিঞা ১৩২ ভোট, সৈয়দ মো: তানসীর ১২৮ ভোট, মো: মুজিবর রহমান ১২৩ ভোট, মো: এনামুল হক ১২২ ভোট ও মো: আলমগীর পারভেজ ১১৩ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য সংরক্ষিত (উপজেলা) তিনজনের মধ্যে মো: জাহিদুল ইসলাম ১৭৯ ভোট ও প্রদীপ কুমার ভট্টাচার্য্য ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভলিবল প্রতিযোগিতায় ফায়ার সার্ভিস ও ঠাকুরবাখাই বিজয়ী
রাজবাড়ীর পাংশায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেফতার
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’