দ্রুত বিসিবি ছাড়ার ইচ্ছা পাপনের!
১৫ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে থেকেই যুব ও ক্রীড়া মন্ত্রী হয়েছেন পাপন। যদিও এ দুই পদে থাকা নিয়ে আইনগত কোনো বাধা নেই। তবুও পাপনের বিসিবির দায়িত্ব ছাড়া নিয়ে জাতীয় নির্বাচনের পর থেকেই জোর আলোচনা চলছে সর্বত্র। কে হবেন পাপনের উত্তরসূরি? সেই হিসেব-নিকেশও কষছেন অনেকে! যদিও পাপন বিসিবিতে তার চলতি মেয়াদ পূর্ণ করেই দায়িত্ব ছাড়ার কথা আগেই জানিয়েছেন। এবার নতুন করে তিনি বলছেন, খুব দ্রুতই বিসিবি ছাড়তে চান! যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে গতকাল প্রথম কর্মদিবস ছিল পাপনের। এদিন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমার ইচ্ছে হলো এখান (বিসিবি) থেকে বের হব, যতো দ্রুত সম্ভব বের হয়ে আসতে চাই। তবে এমন কিছু করব না যেটির কারণে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হয়। এখন এটি ছেড়ে দেওয়া ভালো। তবে এই পদে থাকতে আইনগত কোনো বাধা নেই।’
নতুন ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ক্রীড়াঙ্গনের সব ডিসিপ্লিনই দেখতে হবে পাপনকে। যে কারণে বিসিবির দায়িত্ব সামলানো কঠিন বলে মনে করেন তিনি, ‘এখন আরও বড় দায়িত্ব পেয়েছি। সব খেলাই এখন আমাকে সমান চোখে দেখতে হবে এবং মনোযোগী হতে হবে। সেজন্য বিসিবির সভাপতি হিসেবে সেখানে যে সময় দিতে হবে সে সময় দিতে পারব না। তাই আমার সরে আসাই উচিৎ।’ তিনি বিসিবি ছাড়লে নতুন সভাপতি কে হবেন? এ নিয়ে পাপন বলেন, ‘এখানে তো একটি প্রক্রিয়া আছে। এর মধ্যে একটি হলো আমাদের যে মেয়াদ, সেটি সামনের বছর শেষ হবে। এই মেয়াদের পর আমি যদি না দাঁড়াই তাহলে তো শেষ। নতুন যারা আসবে তারা তাদের মতো বোর্ড ও সভাপতি বানাবে। এটি খুবই সহজ প্রক্রিয়া। প্রথমে কাউকে কাউন্সিলর হতে হবে, তারপর তাকে নির্বাচিত হয়ে আসতে হবে। নির্বাচিতদের মধ্যে থেকেই বোর্ডে যারা থাকবেন তারা নির্ধারণ করবেন কে হবেন সভাপতি। এখানে সরকারের বা বাইরের কারও প্রভাব থাকবে না।’
তবে নতুন করে আর বিসিবির দায়িত্ব নেওয়ার পরিকল্পনা আগেও ছিল না বলে জানান পাপন, ‘দুই টার্ম সভাপতি হওয়ার পর আমি এবার কিন্তু সভাপতি হতে চাচ্ছিলাম না। এবারই যেহেতু চাইনি, পরে আবার হব এবং কন্টিনিউ করার প্রশ্নই ওঠে না। আমি চাইনি, তারপরও হতে হয়েছে বা হয়েছি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ