স্টেডিয়াম নয়, মাঠ বাড়াতে চান পাপন
১৫ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এখন দেশের ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে চারবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী পদে দায়িত্ব পেয়েছেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর গতকাল নিজের প্রথম কর্মদিবস কাটান তিনি। এদিন সকালে পাপন যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। দুপুর পর্যন্ত এখানে অফিস করার পর বিকালের প্রথম প্রহরে আসেন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি)। এখানে আসার পর বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা, সাংবাদিক সংগঠন ও ক্রীড়াঙ্গনের সর্বস্তরে মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নতুন ক্রীড়া মন্ত্রী। এনএসসির ছোট্ট সম্মেলন কক্ষে পা ফেলার জায়গাও ছিল না। খানিকটা ধাক্কাধাক্কিও হয়েছে ফুল দিতে গিয়ে। বিষয়টি চোখ এড়ায়নি পাপনের। গণমাধ্যমের সঙ্গে আলোচনা শেষে এটিও উল্লেখ করেন তিনি, ‘আজকের (গতকাল) অনুষ্ঠানটি খানিকটা বিশৃঙ্খল ছিল। আমি সামনে সব অনুষ্ঠান শৃঙ্খলতার সঙ্গেই আয়োজন করব।’
এনএসসির অধীনস্থ সংস্থা হলেও বিসিবির কর্মকর্তারা কখনও এদিকে আসেন না। কিন্তু বিসিবি সভাপতি পাপন মন্ত্রী হয়ে কাল প্রথম এসেছেন এনএসসিতে, তাই বিসিবির প্রায় সব পরিচালকই উপস্থিত ছিলেন তার সঙ্গে। যুব ও ক্রীড়া মন্ত্রী পাপন এনএসসিরও চেয়ারম্যান। সাধারণত স্টেডিয়াম অবকাঠামো নির্মাণে ব্যস্ত থাকে এনএসসি। সংস্থাটির নতুন চেয়ারম্যান স্টেডিয়াম নির্মাণের চেয়ে মাঠকেই বেশি প্রাধান্য দিচ্ছেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, স্টেডিয়াম তো রয়েছে। কিন্তু মাঠ কোথায়? মাঠ না থাকলে মানুষ খেলবে কোথায়? তাই আমার কাছে স্টেডিয়ামের চেয়ে মাঠ বেশি প্রয়োজন।’ ঢাকায় মাঠ সংকটের বিষয়টি উল্লেখ করে ক্রিকেটের সমস্যাও সামনে আনলেন ক্রীড়া মন্ত্রী, ‘মিরপুর স্টেডিয়াম ছাড়া ঢাকায় সেভাবে মাঠ নেই। ফলে মিরপুরে অনেক চাপ পড়ছে এবং এজন্য উইকেটের মানও ভালো হচ্ছে না।’ স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার রক্ষণাবেক্ষণ যথাযথ হয় না। এই বিষয়টিও তুলে ধরেছেন পাপন। তার কথায়, ‘স্টেডিয়াম কিন্তু আমাদের অনেক রয়েছে। অনেক স্টেডিয়াম তালাবদ্ধ, খেলা হয় না, আবার অনেক স্টেডিয়াম সকলের জন্য উন্মুক্ত নয়।’ তাই তিনি এই বিষয়গুলো পর্যালোচনা করার তাগিদ অনুভব করেছেন, ‘আমাদের আগে দেখতে হবে স্টেডিয়ামের সংখ্যা কত এবং এর মধ্যে সক্রিয় কয়টি। এরপর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট হাজার কোটি টাকার একটু বেশি। এর মধ্যে যুব খাতেই চলে যায় অনেক অর্থ। ক্রীড়াঙ্গনে যে টাকা থাকে এর আবার সিংহভাগ অবকাঠামো নির্মাণ ও প্রশাসনিক ব্যয়। ক্রীড়ার প্রশিক্ষণে তুলনামূলক বেশি বরাদ্দ থাকে না। প্রশিক্ষণের পাশাপাশি অবকাঠামো নির্মাণও প্রয়োজন বলে মনে করেন নতুন ক্রীড়া মন্ত্রী। তিনি বলেন,‘প্রশিক্ষণ যেমন দরকার, তেমনি প্রয়োজন অবকাঠামো নির্মাণও। খেলোয়াড়দের জন্য ভালো এবং উন্নতমানের জায়গা দেওয়া দরকার প্রশিক্ষণ করানোর জন্য।’
এদিকে নিজ কর্মদিবসের প্রথম দিনই পাপন তার চিন্তা ও পরিকল্পনা নিয়ে কিছুটা ধারণা দিয়েছেন। তিনি প্রথমে কিছুটা সময় চেয়েছেন মন্ত্রণালয়ের কর্মকা- সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে, ‘আগে পুরো বিষয়টি আমাকে জানতে হবে। কতটুকু আমরা করতে পারব, কতটুকু সামর্থ্য রয়েছে। এরপর সেই অনুযায়ী এগিয়ে যাবো।’ ক্রিকেট বাদে বাকি সব ফেডারেশনই আর্থিক সমস্যায় জর্জরিত। তাই পাপন আর্থিক সাহায্যের বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, ‘মূলত তাদের আর্থিক সাহায্য প্রয়োজন। অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক সাহায্য দেওয়ার চেষ্টা করব। এজন্য এভাবে (গতকালের মতো) নয়, একেক দিন একেক ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসব। জানার চেষ্টা করব তাদের সবকিছু।’ তবে সাহায্য পাওয়ার ক্ষেত্রে ফেডারেশনগুলোকে নিজেদের সক্ষমতা ও সামর্থ্যরে বাস্তব প্রমাণ দিতে হবে। পাপন এজন্য তিন বছরের বেশি সময় দিতে চান না, ‘৫/১০ বছরের দীর্ঘ সময় আমি অপেক্ষা করতে চাই না। সাহায্য ও সহযোগিতা পেলে ২/৩ বছরের মধ্যে কী পরিবর্তন করা সম্ভব, সেটা দেখতে চাই। ৩ বছরের বেশি সময় দিতে চাই না।’
বাংলাদেশে এখন ফেডারেশন ও অ্যাসোসিয়েশন মিলিয়ে ৫০টিরও বেশি সংস্থা আছে। এর মধ্যে পাপন কিছু ক্রাইটেরিয়া দিতে চান। তার কথায়, ‘কিছু ফেডারেশন আছে ভালো করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনা রয়েছে তাদের। তাদের এক ধরনের সাহায্য প্রয়োজন। আবার যাদের আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনা নেই তাদেরও সুযোগ দেওয়া হবে। সবাইকে খেলতে দেওয়ার সুযোগ দিতে হবে। কাউকে বাদ দেওয়া হবে না।’ এনএসসি বিভিন্ন ফেডারেশনের নিয়ন্ত্রক সংস্থা। এটি সর্বোচ্চ সংস্থা হলেও অনেক ফেডারেশনকে সেভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। বিশেষ করে বিসিবির সঙ্গে এনএসসির চিরাচরিত দূরত্ব গেটমানি ও প্রচারস্বত্ত্বের অর্থ প্রাপ্তি নিয়ে। এই প্রসঙ্গে পাপন বলেন,‘গেটমানি অর্থ দেওয়া হয়। প্রয়োজনে সেই অর্থ বাড়ানো যেতে পারে। বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদের অর্থ নেয় না, আবার অনেক সময় অনেক ফেডারেশনকেও আর্থিক সহযোগিতা করে।’ এনএসসির নতুন চেয়ারম্যান ফেডারেশনগুলোর সমস্যা ও সম্ভাবনা জানার চেষ্টা করলেও স্বয়ং এনএসসি’র নানা সমস্যা রয়েছে। সাম্প্রতিক সময়ে অনেক ফেডারেশনের নির্বাচন স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনেক ফেডারেশনের মেয়াদোত্তীর্ণ কমিটি এবং আবার অনেক ফেডারেশনের অ্যাডহক কমিটি দীর্ঘায়িত হচ্ছে। যদিও সুশাসন আনার ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নের তিনি উত্তর দেননি পাপন। সদ্য বিদায়ী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের প্রশংসা করেছেন পাপন। রাসেল সম্পর্কে তিনি বলেন, ‘সে অনেক ভালো কাজ করেছে। অন্য অনেকের চেয়েও সে ভালো কিছু করার চেষ্টা করেছে।’ জাহিদ আহসান রাসেল গত বছর এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ড অবাধ্য সন্তান’। কাল এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পাপন বলেন, ‘রাসেল এই কথা বলতেই পারে না। সে আমার ছোট ভাই। এই কথা বলার প্রশ্নই আসে না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ