শরীরগঠনবিদদের স্বপ্ন ধূসর হতে শুরু করেছে!
১৯ জানুয়ারি ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:১০ এএম
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন যেন স্থবির হয়ে পড়েছে। গত প্রায় এক বছর ধরে খেলা নেই শরীরগঠনে। সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে হয়েছিল জাতীয় শরীরগঠন চ্যাম্পিয়নশিপ। এরপর নানা কারণে প্রশ্নের মুখে পড়ে ফেডারেশন কর্তারা। নির্বাচিত কমিটির মেয়াদ শেষে গত বছরের জুনে এই ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন হলেও পেরিয়ে গেছে আট মাস। এই সময়েও দেশের শরীরগঠনবিদদের শারীরিক কলাকৌশল দেখানোর সুযোগ মেলেনি। তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের কথা থাকলেও সে পথে হাটেনি বর্তমান অ্যাডহক কমিটি। উপরন্তু এখন শরীরগঠন ফেডারেশনের সভাপতি নেই, অ্যাডহক কমিটির আহ্বায়কও গেছেন অবসরে। তাই নিজেদের শরীর ঠিক রেখে বিদেশে লাল-সবুজের প্রতিনিধিত্ব করার স্বপ্নও ধূসর হতে শুরু করেছে দেশের শরীরগঠনবিদদের।
২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় শরীরগঠন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে ক্ষোভে পুরস্কারে লাথি মারেন জাহিদ হাসান শুভ। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল সরব। এমন ঘটনায় শুভকে বহিষ্কারও করে ফেডারেশন। বিষয়টি গড়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পর্যন্ত। ডিসেম্বরের পর আর খেলা গড়ায়নি শরীরগঠনকিদদের। সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ফেডারেশনের নির্বাচিত কমিটি ভেঙ্গে গত বছরের জুনে আদম তমিজী হককে সভাপতি এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি। এরপর পেরিয়ে যাচ্ছে আট মাস। যমুনায় গড়িয়েছে অনেক জলও। সভাপতি আদম তমিজী হক কিছু কর্মকা-ে বিতর্কিত হয়ে রয়েছেন ফেডারেশন থেকে দূরে। শেখ হামিম হাসানও গত বছরের ডিসেম্বরে গেছেন অবসরে। কিন্তু কেউ শরীরগঠনবিদদের কথা ভাবেননি। এক বছর খেলতে না পেরে হতাশ তারা। -৮৫ কেজি ওজন শ্রেণীতে তিনবারের মিস্টার বাংলাদেশ খেতাব জয়ী শেখ জামাল হতাশা প্রকাশ করে বৃহস্পতিবার বলেন, ‘একটি বছর হারিয়ে গেল আমাদের মাঝ থেকে। এতে অনেক ভালো ভালো শরীরগঠনবিদ হারিয়ে গেছেন। যারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারতেন। তাছাড়া এক বছর খেলা না থাকলে বা প্রতিযোগিতা না হলে একজন বডিবিল্ডারের শরীরের কন্ডিশনও ভালো থাকে না। আমারা তো সরকার থেকে কোনো সহযোগিতা পাইনা, এখন খেলা না হলে কিভাবে নিজেদের শরীরকে আয়ত্বের মধ্যে রাখবো?’ বাংলাদেশ জিম মালিক সমিতি ও বাংলাদেশ জিম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইলিয়াস মিয়া বলেন, ‘শরীরগঠন প্রতিযোগিতায় মূলত আমাদের জিমের ছেলে মেয়েরাই অংশ নিয়ে থাকে। করোনাকালে আমাদের জিমগুলোতে অনেক ভর্তুকি দিতে হয়েছে। এখন খেলা না থাকলে ছেলে মেয়েরা কিভাবে শরীরের কন্ডিশন ঠিক রাখবে? তাই তারা হতাশ হয়ে পড়ছে।’
ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক শেখ হামিম হাসান বলেন, ‘আমি গত বছরের ডিসেম্বরে চাকরি থেকে অবসর নেওয়ার পর সব ছেড়ে দিয়েছি। তিন মাসের মধ্যে শরীরগঠন ফেডারেশনের নির্বাচন দেওয়ার কথা থাকলেও তা পারিনি এবং খেলাও আয়োজন করা হয়নি এটা সত্যি।’ কমিটির সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আবুল হোসেন বলেন, ‘আমরা বেশ কটি সভা করেছি। যদিও খেলার আয়োজন করতে পারিনি। এখন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী এসেছেন। একজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক নির্বাচন করে দিলে কার্যক্রম শুরু করতে পারবো আমরা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ