হকির ম্যারাডোনা শাহবাজ মোহামেডানে!
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ এএম
এশিয়াতেই শুধু নয়, বিশ্ব হকিতে পাকিস্তানের শাহবাজ আহমেদ একটি ইতিহাসের নাম। স্টিক হাতে যাকে বলা হতো ‘হকির ম্যারাডোনা’। খেলতে নেমে স্টিকের কৌশলে প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নিতে সিদ্ধহস্ত ছিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক শাহবাজ। নিজ দেশ ছাড়িয়ে খেলেছেন ঢাকায়ও। ১৯৯৫ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে প্রথমবার ঢাকায় আসেন শাহবাজ। তিন বছর মোহামেডানে খেলে দলকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করান তিনি। সেসময় শাহবাজের সঙ্গে তাহির জামান ও কামরান আশরাফও ছিলেন। সর্বশেষ ২০২২ সালে দেশের প্রথম ফ্রাঞ্চাইজি হকি লিগে মোনার্ক পদ্মার প্রধান কোচ ছিলেন শাহবাজ। আরও একবার ঢাকায় দেখা যেতে পারে হকির ম্যারাডোনা খ্যাত শাহবাজ আহমেদকে। জানা গেছে, বাংলাদেশ হকির সর্বোচ্চ আসর আসন্ন প্রিমিয়ার লিগে মোহামেডানের উপদেষ্টা হিসেবে ঢাকায় আসতে পারেন ৫৬ বছর বয়সী সাবেক এই হকি তারকা। কেবল শাহবাজই নন, খেলোয়াড় হিসাবে মোহাম্মদ আসিমকে আনার চেষ্টা করছে সাদাকালো শিবির। ইতোমধ্যে এই দু’জনের ভিসার জন্য পাকিস্তানের করাচি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে চিঠিও দিয়েছেন মোহামেডানের কর্মকর্তারা। শাহবাজ ঠিকই ঢাকায় আসছেন কি না? এ প্রসঙ্গে জানাতে গতকাল তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথা বললে শাহবাজ বলেন,‘কিছু দিনের জন্য মোহামেডানের পরামর্শক হয়ে কাজ করার ইচ্ছা রয়েছে আমার। ক্লাবের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে ভিসা প্রাপ্তির উপর অনেক কিছু নির্ভর করছে। মোহামেডানের সঙ্গে আমার খুবই পুরনো সম্পর্ক। ঢাকায় এসে দলকে নানাভাবে সাহায্য করে যাবো, যেন মোহামেডান আসন্ন প্রিমিয়ার লিগে ভালো করতে পারে।’ তিনি যোগ করেন,‘লাহোরে বসে মোহামেডানের কর্মকর্তাদের খুব মিস করি। আগেরবার ঢাকায় এসে সত্যি পুরো সময়টুকু উপভোগ করেছি। দীর্ঘদিন পর ঢাকায় এসে সেবার সম্মানিত বোধ করেছিলাম। আবারও আসতে চাই প্রিয় শহর ঢাকায়।’ মোহামেডানের কোচ শহীদুল্লাহ্ টিটু জানান, শাহবাজকে তারা আনতে যাচ্ছে। তার ভিসার জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে। মোহামেডানের হকি সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘শাহবাজ আহমেদকে উপদেষ্টা ও জার্মানির পিটার জেরহার্ডকে প্রধান কোচ হিসাবে আনার চেষ্টা করছি আমরা। তবে সবকিছুই নির্ভর করছে ভিসা প্রাপ্তি সাপেক্ষে। এছাড়া আসন্ন লিগে আমরা ইউরোপ থেকে খেলোয়াড় আনারও চেষ্টা করছি।’
১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিক গেমসের ব্রোঞ্জজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন শাহবাজ। ১৯৯৪ সালে সিডনিতে অনুষ্ঠিত বিশ^কাপ হকিতে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এ আসরে দলকে চ্যাম্পিয়ন করানোর পাশাপাশি তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। অবশ্য এর চার আগেই বিশ্বকাপ হকির সেরা খেলোয়াড়ের খেতাব জেতেন শাহবাজ। ১৯৯০ সালে লাহোরে অনুষ্ঠিত ৭ম বিশ্বকাপ হকির সেরা খেলোয়াড় তিনি। হকির ইতিহাসে বিশ্বের একমাত্র খেলোয়াড় শাহবাজই যিনি পর পর দুই বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। শাহবাজ আহমেদকে হকিতে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। তিনি হকিতে পাকিস্তানকে সর্বাধিক খেলায় অধিনায়কত্ব করা খেলোয়াড়; মোট ৩০৪টি ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দেন। হকিতে তার অসাধারণ অবদানের জন্য তাকে ১৯৯২ সালে ‘প্রেসিডেন্টস প্রাইড অফ পারফরম্যান্স’ প্রদান করে পাকিস্তান সরকার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ