এসে গেছে কুমিল্লার ‘তুরুপের তাস’
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
বিপিএলের শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ সময়ে চেনা দুই পরীক্ষিত সেনানীকে দলে পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শক্তি-সামর্থ্যে এমনিতেই দাপুটে দলটি আরও সমৃদ্ধ হলো আন্দ্রে রাসেল ও সুনিল নারাইনকে পেয়ে। বিপিএলের চলতি আসরে খেলতে বাংলাদেশে এসেছে গতকাল চট্টগ্রামে টিম হোটেলে পৌঁছে গেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের দুই মহাতারকা। সব ঠিক থাকলে কুমিল্লার পরের ম্যাচেই খেলতে দেখা যাবে দুই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। আগামীকাল গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা।
গত আসরে দুজনই কুমিল্লার হয়ে খেলেছিলেন শেষ দিকের ৪টি করে ম্যাচ। এবার নিয়ে ষষ্ঠবার বিপিএলে খেলবেন নারাইন। প্রথমবার খেলেছিলেন তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েই ২০১৫ আসরে। সেবার চারটি ম্যাচে খেলেছিলেন এই স্পিনিং অলরাউন্ডার। পরে ২০১৭ ও ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন তিনি। সবশেষ দুই আসরে খেলেন আবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।
রাসেলের সঙ্গে বিপিএলের সংযোগ একদম প্রথম আসরেই। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৮টি ম্যাচে দেখা যায় তাকে। পরে ২০১৫ আসরে তিনটি ম্যাচ খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। পরে ২০১৬ ও ২০১৯ আসরে মাঠে নামেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। ২০১৯-২০ বিপিএলে রাজশাহী রয়্যালসকে নেতৃত্ব দেন তিনি শিরোপা জয়ে। ২০২২ আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলে গত মৌসুমে আবার ফিরে যান কুমিল্লায়। এবারও তাই ঠিকানা সেই ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে খেলে এসেছেন রাসেল। সিরিজের শেষ ম্যাচে দলের বিপর্যয়ের মধ্যে ২৯ বলে ৭১ রানের বিস্ফোরক ইনিংস তিনি খেলেছেন। অস্ট্রেলিয়া সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সকে নেতৃত্ব দেন তিনি। একই দলে খেলেছেন নারাইনও। রাসেল জাতীয় দলে চলে যাওয়ার পর নাইট রাইডার্সকে নেতৃত্ব দেন নারাইনই।
কুমিল্লার বিদেশী ক্রিকেটারদের তালিকায় আগে থেকেই আছেন মঈন আলি, উইল জ্যাকস, জনসন চার্লসের মতো তারকারা। এছাড়াও ক্যারিবিয়ান পেসার ম্যাথু ফোর্ড, ইংলিশ ব্যাটসম্যান ব্রুক গেস্ট আছেন তাদের দলে। ৯ ম্যাচে ৭ জয় নিয়ে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে আছে কুমিল্লা। তাদের প্লে অফে যাওয়া এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও বাস্তব কোনো শঙ্কা সেভাবে নেই। নয় ম্যাচে সাতটি জয় ও দুইটি হারে ১৪ পয়েন্ট কুমিল্লার। বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। ১৬ পয়েন্ট নিয়ে এরমধ্যেই প্লে-অফ নিশ্চিত কেবল রংপুর রাইডার্স। তবে অন্য দলগুলোর বেহাল দশায় কুমিল্লারও প্লে-অফে প্রায় নিশ্চিতই বলা চলে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক