এবার বাংলাদেশি বক্সারের কোরিয়া মিশন
১৪ মার্চ ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৪, ১২:০৫ এএম
দেশের বক্সিংকে বিশ্বমানের কাতারে নিয়ে যেতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এক্সেল স্পোর্টস ম্যানেজম্যান্ট। এবার সেই ধারবাহিকতায় অনন্য এক অধ্যায় যোগ করতে যাচ্ছে স্বনামধন্য এ প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো বাংলাদেশি কোন বক্সারকে কোরিয়ায় আন্তর্জাতিক প্রফেশনাল বক্সিংয়ে অংশ নিতে যাচ্ছে এক্সেল স্পোর্টস ম্যানেজম্যান্টের সার্বিক সহায়তায়।
‘রিং অব চ্যাম্পিয়নস’ নামে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হতে যাওয়া জমকালো আন্তর্জাতিক বক্সিং ইভেন্টে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন বক্সার আমিনুল ইসলাম। আগামী ১৬ মার্চ সিউলের গ্র্যান্ড সুইচ হোটেলে বক্সিং ইভেন্টে মাঠে নামবেন তিনি। ব্যান্টামওয়েট ক্যাটাগরিতে ৬ রাউন্ডের বাউটে আমিনুলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্টামওয়েট বক্সার ডং হুন জাং। এই ম্যাচের আগের দিন দুই প্রতিযোগীকে পরিচয় করিয়ে দিতে একটি ওয়ে-ইন সেশন এর আয়োজন করবে কর্তৃপক্ষ।
বক্সিং রিংয়ে পদচারণা খুব বেশি দিনের না হলেও ইতিমধ্যে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন আমিনুল। দ্বীপ জেলা ভোলার ছেলে এই তরুণ বক্সার ইতিমধ্যে অ্যামেচার থেকে শুরু করে প্রফেশনাল বক্সিং- সব ক্ষেত্রেই পেয়েছেন সাফল্যের দেখা। কোরিয়ান শক্তিমান বক্সারের বিরুদ্ধেও তিনি সফলতা পাবেন বলে বিশ্বাস বাংলাদেশের বক্সিং সংশ্লিষ্টদের। কোরিয়ায় প্রফেশনাল বক্সিং ইভেন্টে অংশগ্রহণ বাংলাদেশের বক্সিং ইতিহাসে বড় এক মাইলফলক হতে যাচ্ছে উল্লেখ করে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্টের কর্ণধার ও বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন বলেন, ‘অন্যান্য দেশে বিভিন্ন বক্সিং ইভেন্টে দেশের বক্সারও অংশগ্রহণ করলেও কোরিয়ার প্রফেশনাল বক্সিংয়ে এই প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ।প্রফেশনাল বক্সিংয়েই একজন বক্সারের শ্রেষ্ঠত্বের পরিচয় মেলে বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, প্রতিপক্ষ শক্তিশালী হলেও আমিনুলের জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।তার প্রস্তুতিও বেশ ভালো।রিংয়ে ভালো কিছু উপহার দিবে বলেই আমরা আশা করছি।
দেশের বক্সিং অঙ্গনে পরিচিত এই ব্যক্তিত্ব কথা বলেন বক্সিংয়ে দেশের ভবিষ্যৎ নিয়েও। দেশীয় বক্সারদের আন্তর্জাতিক বক্সিংয়ে ভালো করার উজ্জ্বল সম্ভাবনা আছে উল্লেখ করে আদনান হারুন বলেন, ‘আমাদের বক্সারদের প্রতিভার কোন কমতি নেই। তবে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা,কোচ, ট্রেনিং ফ্যাসিলিটি তারা সময় পেয়ে উঠে না।এসব নিশ্চিত করা গেলে বিশ্বের সব দেশের বক্সারদের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য আমাদের বক্সাররা রাখে।’
ঢাকায় গত কয়েক বছরে বেশ কয়েকটি সফল বক্সিং ইভেন্ট আয়োজন করেছে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন। আগামীতে অন্যান্য বিভাগীয় শহর ও তৃণমূল পর্যায়ে ও কাজ করার পরিকল্পনার কথা জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আদনান হারুন, ‘বক্সিংকে দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি। আগামী জুন থেকে আমাদের বিভাগীয় শহরগুলোতে ট্যালেন্ট হান্ট আয়োজন করার পরিকল্পনা আছে। এটি সফলভাবে আয়োজন করতে পারলে আমরা আরও সম্ভানাময়ী বক্সারদের বের করে আনতে পারব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনে শিক্ষা সফর অনুষ্ঠিত
যশোরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌঁড়ালেন শ্যামনগরের ইউএনও রনী খাতুন
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক গ্রেফতার
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী